Ajker Patrika

ওবায়দুল কাদেরের কথিত পালিত পুত্র আসাদুজ্জামান হিরু কারাগারে

আজকের পত্রিকা ডেস্ক­
আসাদুজ্জামান হিরু। ছবি: সংগৃহীত
আসাদুজ্জামান হিরু। ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পথচারী তৌফিকুল ইসলামের মৃত্যুর ঘটনায় রাজধানীর বাড্ডা থানায় দায়ের করা হত্যা মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কথিত পালিত পুত্র আসাদুজ্জামান হিরুকে কারাগারে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আজ বিকেলে আসামিকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার এসআই মো. হানিফ তাঁকে কারাগারে পাঠানোর আবেদন করেন। এ সময় আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিলসহ জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। রিমান্ড শুনানির জন্য পরবর্তীতে দিন ধার্য করা হবে বলে আদালত জানান।

এর আগে, গত বুধবার দিবাগত রাতে গুলশান এলাকা থেকে হিরুকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলার অভিযোগ থেকে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ১৯ জুলাই রাজধানীর বাড্ডা থানাধীন বৌদ্ধ মন্দিরের সামনে আত্মীয়ের বাসা থেকে নিজ বাসায় ফিরছিলেন পথচারী তৌফিকুল ইসলাম ভূঁইয়া (৪৩)। সকাল ১১টার দিকে আসামিদের গুলিতে ভুক্তভোগীর মূত্রথলি ও শরীরের বিভিন্ন অংশ বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলে মারা যান।

এ ঘটনায় গত ২১ আগস্ট নিহতের স্ত্রী ইসমেত জাহান ইলোরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১২ জনের নামে বাড্ডা থানায় মামলা করেন। পুলিশ প্রতিবেদন থেকে জানা যায়, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন আসাদুজ্জামান হিরু নিজেকে ওবায়দুল কাদেরের পালিত পুত্র হিসেবে পরিচয় দিতেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

প্রযুক্তি ও অর্থনীতিতে দুর্বল পাকিস্তান কীভাবে আধুনিক যুদ্ধবিমান বানাল

আজকের রাশিফল: চোখের পানি মুছতে সঙ্গে রুমাল রাখুন, পেটের চর্বিটা আজ খুব ভাবাবে

বিদেশ থেকে মেশিন এনে টঙ্গিবাড়ীতে ইয়াবা তৈরি, বিপুল সরঞ্জামসহ যুবক আটক

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত