ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) হাজী মুহম্মদ মুহসীন হলের কক্ষ দখলকে কেন্দ্র করে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও ঢাবি শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের অনুসারীদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। গতকাল রোববার দিবাগত রাত ১টার দিকে ৫৪০ নম্বর কক্ষে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
ঘটনার একাধিক প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা হয় আজকের পত্রিকার এই প্রতিবেদকের। তাঁরা জানান, ৫৪০ নম্বর কক্ষে তানভীর হাসান সৈকতের অনুসারীরা থাকতেন। রাতে সাদ্দাম হোসেনের অনুসারীরা তালা ভেঙে কক্ষ দখল করার চেষ্টা করার একপর্যায়ে উভয় গ্রুপের মধ্যে হাতাহাতি শুরু হয়।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা আরও জানান, হল ছাত্রলীগের সভাপতি শহিদুল হক শিশির কেন্দ্রীয় কমিটিতে পদ পাওয়ার পর তাঁর অনুসারী বৃহত্তর ফরিদপুরের ছাত্রলীগের কর্মীরা সাদ্দাম ও সৈকতের দলে ভাগ হয়ে যান। উভয় গ্রুপই সেই কক্ষ নিজেদের দখলে রাখতে চান।
সাদ্দামের গ্রুপের নেতৃত্বে ছিলেন হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেন ও সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল্লাহ, আইন সম্পাদক রাকিবুল হাসান শিশির, উপ দপ্তর সম্পাদক সাব্বির হোসেন খোকা, উপ-প্রচার সম্পাদক সোহানুর রহমান। অপরদিকে সৈকতের গ্রুপে ছিলেন—হল ছাত্রলীগের সহ সভাপতি রাফিন হাসান ও মাসুদ শিকদার, ছাত্রলীগ কর্মী আবু বকর সিদ্দীক, হাসান সাকিব ও তামজীদ মুবিন।
জানতে চাইলে রাকিবুল হাসান শিশির বলেন, ‘ওই রুমে যারা থাকে তারা অছাত্র। আমাদের একজন ছোট ভাই সেখানে প্রশাসনিকভাবে অ্যালোটমেন্ট পেয়েছে। তাকে রুমে তুলতে গেলে ওদের (সৈকতের গ্রুপ) সঙ্গে আমাদের ধাক্কাধাক্কি হয়।’
জানতে চাইলে আবু বকর সিদ্দীক বলেন, ‘আমাদের গ্রুপের কয়েকজন ভাই সে রুমে থাকে। তারা (সাদ্দামের গ্রুপ) জোর করে দখল করতে স্ট্যাম্প, লাঠি নিয়ে আমাদের ওপর হামলা চালায়। তাদের হামলার আমাদের গ্রুপের রাফিন হাসান ও মাসুদ শিকদার গুরুতর আহত হয়েছে। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।’
এ বিষয়ে জানতে চাইলে সাদ্দাম হোসেন বলেন, ‘হলে আসন বরাদ্দ প্রশাসনের দায়িত্ব। ছাত্রলীগের কেউ জড়িত থাকলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
তানভীর হাসান সৈকত আজকের পত্রিকাকে বলেন, ‘দখলদারিতে ছাত্রলীগ বিশ্বাস করে না। যারা এগুলো করে তারা শৃঙ্খলা বহির্ভূত কাজ করছে। আলোচনা করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান বলেন, ‘হলে গতকাল রাতে শিক্ষার্থীদের মাঝে উত্তেজনার ঘটনা ঘটেছে। শিক্ষার্থীরা সেটা সমাধান করে নিয়েছেন। কোনো ধরনের সংঘর্ষের ঘটনা ঘটেনি। বিষয়টি আমরা নজরে রাখছি।’

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) হাজী মুহম্মদ মুহসীন হলের কক্ষ দখলকে কেন্দ্র করে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও ঢাবি শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের অনুসারীদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। গতকাল রোববার দিবাগত রাত ১টার দিকে ৫৪০ নম্বর কক্ষে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
ঘটনার একাধিক প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা হয় আজকের পত্রিকার এই প্রতিবেদকের। তাঁরা জানান, ৫৪০ নম্বর কক্ষে তানভীর হাসান সৈকতের অনুসারীরা থাকতেন। রাতে সাদ্দাম হোসেনের অনুসারীরা তালা ভেঙে কক্ষ দখল করার চেষ্টা করার একপর্যায়ে উভয় গ্রুপের মধ্যে হাতাহাতি শুরু হয়।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা আরও জানান, হল ছাত্রলীগের সভাপতি শহিদুল হক শিশির কেন্দ্রীয় কমিটিতে পদ পাওয়ার পর তাঁর অনুসারী বৃহত্তর ফরিদপুরের ছাত্রলীগের কর্মীরা সাদ্দাম ও সৈকতের দলে ভাগ হয়ে যান। উভয় গ্রুপই সেই কক্ষ নিজেদের দখলে রাখতে চান।
সাদ্দামের গ্রুপের নেতৃত্বে ছিলেন হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেন ও সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল্লাহ, আইন সম্পাদক রাকিবুল হাসান শিশির, উপ দপ্তর সম্পাদক সাব্বির হোসেন খোকা, উপ-প্রচার সম্পাদক সোহানুর রহমান। অপরদিকে সৈকতের গ্রুপে ছিলেন—হল ছাত্রলীগের সহ সভাপতি রাফিন হাসান ও মাসুদ শিকদার, ছাত্রলীগ কর্মী আবু বকর সিদ্দীক, হাসান সাকিব ও তামজীদ মুবিন।
জানতে চাইলে রাকিবুল হাসান শিশির বলেন, ‘ওই রুমে যারা থাকে তারা অছাত্র। আমাদের একজন ছোট ভাই সেখানে প্রশাসনিকভাবে অ্যালোটমেন্ট পেয়েছে। তাকে রুমে তুলতে গেলে ওদের (সৈকতের গ্রুপ) সঙ্গে আমাদের ধাক্কাধাক্কি হয়।’
জানতে চাইলে আবু বকর সিদ্দীক বলেন, ‘আমাদের গ্রুপের কয়েকজন ভাই সে রুমে থাকে। তারা (সাদ্দামের গ্রুপ) জোর করে দখল করতে স্ট্যাম্প, লাঠি নিয়ে আমাদের ওপর হামলা চালায়। তাদের হামলার আমাদের গ্রুপের রাফিন হাসান ও মাসুদ শিকদার গুরুতর আহত হয়েছে। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।’
এ বিষয়ে জানতে চাইলে সাদ্দাম হোসেন বলেন, ‘হলে আসন বরাদ্দ প্রশাসনের দায়িত্ব। ছাত্রলীগের কেউ জড়িত থাকলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
তানভীর হাসান সৈকত আজকের পত্রিকাকে বলেন, ‘দখলদারিতে ছাত্রলীগ বিশ্বাস করে না। যারা এগুলো করে তারা শৃঙ্খলা বহির্ভূত কাজ করছে। আলোচনা করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান বলেন, ‘হলে গতকাল রাতে শিক্ষার্থীদের মাঝে উত্তেজনার ঘটনা ঘটেছে। শিক্ষার্থীরা সেটা সমাধান করে নিয়েছেন। কোনো ধরনের সংঘর্ষের ঘটনা ঘটেনি। বিষয়টি আমরা নজরে রাখছি।’

খুলনা-১ আসনে (দাকোপ-বটিয়াঘাটা) নির্বাচনী লড়াইয়ে মাঠে আছেন ১০ প্রার্থী। তাঁদের মধ্যে বার্ষিক আয়ে এগিয়ে বিএনপির প্রার্থী আমির এজাজ খান। আর সম্পদে এগিয়ে জামায়াতের প্রার্থী কৃষ্ণ নন্দী। নির্বাচন অফিসে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে।
৬ ঘণ্টা আগে
গাজীপুরের শ্রীপুরে সদ্য বিদায়ী বছরে অন্তত ৩৩টি হত্যাকাণ্ড ঘটেছে। কয়েকটি হত্যাকাণ্ডের রহস্য এখনো উদঘাটন করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ধর্ষণের মামলা করা হয়েছে ৪২টি। ৭০টি অপমৃত্যুর মামলা করাসহ ১১০ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। শ্রীপুর থানা সূত্রে এ তথ্য জানা গেছে।
৬ ঘণ্টা আগে
পাবনার সাঁথিয়ার কাশিনাথপুর ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্র এখন গণশৌচাগারে পরিণত হয়েছে। প্রতিদিন কয়েক শ মানুষ এখানে প্রস্রাব করার পাশাপাশি বাজারের ব্যবসায়ীরা প্রতিষ্ঠানটিকে ময়লা-আবর্জনা ফেলার কাজে ব্যবহার করছেন। এ ছাড়া স্বাস্থ্যকেন্দ্রের ভেতরে অপরিকল্পিতভাবে গড়ে তোলা হয়েছে হরিজন (সুইপার) সম্প্রদায়ের আবাসস্
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে হরিণশিকারিদের পাতা ফাঁদে আটকে পড়েছিল বাঘটি। বন বিভাগের কর্মীরা গতকাল রোববার ‘ট্রানকুইলাইজার গান’ দিয়ে ইনজেকশন পুশ করে অচেতন অবস্থায় বাঘটিকে উদ্ধার করেছেন। এরপর চিকিৎসার জন্য বাঘটিকে খুলনায় নিয়ে আসা হয়েছে খাঁচায় ভরে।
৭ ঘণ্টা আগে