নিজস্ব প্রতিবেদক, ঢাকা

টাঙ্গুয়ার হাওর বাঁচানোর দাবিসহ ছয় দফা দাবিতে মানববন্ধন করেছে ঢাকাস্থ হাওর অঞ্চলবাসী। আজ বুধবার সকালে (১৮ জুন) জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকাস্থ হাওর অঞ্চলবাসীর ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন হাওর অঞ্চলবাসীর প্রধান সমন্বয়ক ড. হালিম দাদ খান। মেনন চৌধুরীর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সাবেক অতিরিক্ত সচিব সৈয়দ উমর খৈয়াম, সাবেক অতিরিক্ত সচিব ড. গোলাম শফিক, হাওর উন্নয়ন পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট ফরিদ উদ্দিন, হাওর অঞ্চলবাসীর সমন্বয়ক জাকিয়া শিশির, হাওর অঞ্চলবাসীর সদস্য জেসমিন নূর প্রিয়াঙ্কা, হাওর অঞ্চলবাসীর সদস্য বোরহান উদ্দিন আহমেদ, অধ্যাপক আব্দুল মান্নান চৌধুরী, প্রাণী ও প্রকৃতিরক্ষা ফাউন্ডেশনের ইবনুল সাঈদ রানা, হাওর অঞ্চলবাসী ঢাকা জেলার সদস্যসচিব কামরুল হাসান ও সাংবাদিক নেতা শেখ মোহাম্মদ তাজুল ইসলাম।
এ সময় বক্তারা বলেন, সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর বিশেষ বৈশিষ্ট্যসম্পন্ন এলাকা, অন্যতম রামসার সাইট। সেখানে অবাধে পাখি উড়ে বেড়ায়, মাছেরা সাঁতার কাটে নির্বিঘ্নে। বর্তমানে অপরিকল্পিত, অনিয়ন্ত্রিত ও অব্যবস্থিত পর্যটন ব্যবসার ফলে এই চিত্র উধাও হতে চলেছে।
তাঁরা আরও বলেন, এই হাওরে প্রায় ২০০ হাউসবোটে হাজার হাজার পর্যটক সময়ে-অসময়ে যত্রতত্র ঘুরে বেড়াচ্ছে, রাত্রি যাপন করছে। তাঁদের সঙ্গে করে নিয়ে আসা পলিথিন, প্লাস্টিক, বোতল ও মনুষ্যবর্জ্য পানিতে পড়ে ও মাটিতে আটকে গিয়ে স্বচ্ছ পানিকে দূষিত করছে। মাছ মরে পানিতে ভেসে উঠছে। কৃষিকাজেরও অসুবিধা হচ্ছে। এ ছাড়া উচ্চশব্দের গান-বাজনা, উদ্দাম নৃত্য, রাতের উজ্জ্বল আলোর কারণে বিরূপ প্রভাব পড়ছে বলে জানান তাঁরা।
বক্তারা আরও বলেন, ২০১৮ সালের পাখিশুমারি অনুযায়ী টাঙ্গুয়ার হাওরে জলচর পাখির সংখ্যা ছিল ৬০ হাজার, বর্তমানে তা কমতে কমতে এসে দাঁড়িয়েছে ২৩ হাজারে। মাছের পরিমাণও ক্রমে হ্রাস পাচ্ছে। এই অবস্থা মেনে নেওয়া যায় না। টাঙ্গুয়ার হাওর বাঁচলে প্রকৃতির প্রাণ ফিরে পাবে, দেশের সম্পদ রক্ষা পাবে।
টাঙ্গুয়ার হাওরকে রক্ষার জন্য ঢাকাস্থ হাওর অঞ্চলবাসীর দাবিসমূহ—
১. হাইসবোটের সংখ্যা নিয়ন্ত্রণ করতে হবে। কর্তৃপক্ষ কর্তৃক আরোপিত শর্ত মেনে হাউসবোট পরিচালনা করতে হবে।
২. ব্যবহৃত পলিথিন, প্লাস্টিক, বোতল প্রভৃতি পর্যটন ব্যবসায়ীদের উদ্যোগে সংগ্রহ করে সরকার-নির্ধারিত স্থানে ফেলতে হবে বা রিসাইকেল করতে হবে।
৩. অবিলম্বে সরকারি উদ্যোগে টাঙ্গুয়ার হাওরের জন্য সুনির্দিষ্ট দায়দায়িত্বসহ পরিবেশবান্ধব ব্যবস্থাপনা নীতিমালা প্রকাশ ও প্রচার করতে হবে।
৪. জেলা প্রশাসকের সহায়তায় পর্যটন ব্যবসায়ীদের উদ্যোগে মনুষ্যবর্জ্য ব্যবস্থাপনা করতে হবে।
৫.মানুষের চলাচল, অবস্থান, শব্দ, আলো প্রভৃতি যাতে পাখি, মাছ ও অন্যান্য জলজ প্রাণীর ক্ষতি না করে, সেরূপ ব্যবস্থা নিতে হবে। অর্থাৎ সবক্ষেত্রে পরিবেশদূষিত না করার নীতি অবলম্বন করতে হবে।
৬. জেলা প্রশাসন কর্তৃক নিয়মিত মনিটরিং করতে হবে।

টাঙ্গুয়ার হাওর বাঁচানোর দাবিসহ ছয় দফা দাবিতে মানববন্ধন করেছে ঢাকাস্থ হাওর অঞ্চলবাসী। আজ বুধবার সকালে (১৮ জুন) জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকাস্থ হাওর অঞ্চলবাসীর ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন হাওর অঞ্চলবাসীর প্রধান সমন্বয়ক ড. হালিম দাদ খান। মেনন চৌধুরীর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সাবেক অতিরিক্ত সচিব সৈয়দ উমর খৈয়াম, সাবেক অতিরিক্ত সচিব ড. গোলাম শফিক, হাওর উন্নয়ন পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট ফরিদ উদ্দিন, হাওর অঞ্চলবাসীর সমন্বয়ক জাকিয়া শিশির, হাওর অঞ্চলবাসীর সদস্য জেসমিন নূর প্রিয়াঙ্কা, হাওর অঞ্চলবাসীর সদস্য বোরহান উদ্দিন আহমেদ, অধ্যাপক আব্দুল মান্নান চৌধুরী, প্রাণী ও প্রকৃতিরক্ষা ফাউন্ডেশনের ইবনুল সাঈদ রানা, হাওর অঞ্চলবাসী ঢাকা জেলার সদস্যসচিব কামরুল হাসান ও সাংবাদিক নেতা শেখ মোহাম্মদ তাজুল ইসলাম।
এ সময় বক্তারা বলেন, সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর বিশেষ বৈশিষ্ট্যসম্পন্ন এলাকা, অন্যতম রামসার সাইট। সেখানে অবাধে পাখি উড়ে বেড়ায়, মাছেরা সাঁতার কাটে নির্বিঘ্নে। বর্তমানে অপরিকল্পিত, অনিয়ন্ত্রিত ও অব্যবস্থিত পর্যটন ব্যবসার ফলে এই চিত্র উধাও হতে চলেছে।
তাঁরা আরও বলেন, এই হাওরে প্রায় ২০০ হাউসবোটে হাজার হাজার পর্যটক সময়ে-অসময়ে যত্রতত্র ঘুরে বেড়াচ্ছে, রাত্রি যাপন করছে। তাঁদের সঙ্গে করে নিয়ে আসা পলিথিন, প্লাস্টিক, বোতল ও মনুষ্যবর্জ্য পানিতে পড়ে ও মাটিতে আটকে গিয়ে স্বচ্ছ পানিকে দূষিত করছে। মাছ মরে পানিতে ভেসে উঠছে। কৃষিকাজেরও অসুবিধা হচ্ছে। এ ছাড়া উচ্চশব্দের গান-বাজনা, উদ্দাম নৃত্য, রাতের উজ্জ্বল আলোর কারণে বিরূপ প্রভাব পড়ছে বলে জানান তাঁরা।
বক্তারা আরও বলেন, ২০১৮ সালের পাখিশুমারি অনুযায়ী টাঙ্গুয়ার হাওরে জলচর পাখির সংখ্যা ছিল ৬০ হাজার, বর্তমানে তা কমতে কমতে এসে দাঁড়িয়েছে ২৩ হাজারে। মাছের পরিমাণও ক্রমে হ্রাস পাচ্ছে। এই অবস্থা মেনে নেওয়া যায় না। টাঙ্গুয়ার হাওর বাঁচলে প্রকৃতির প্রাণ ফিরে পাবে, দেশের সম্পদ রক্ষা পাবে।
টাঙ্গুয়ার হাওরকে রক্ষার জন্য ঢাকাস্থ হাওর অঞ্চলবাসীর দাবিসমূহ—
১. হাইসবোটের সংখ্যা নিয়ন্ত্রণ করতে হবে। কর্তৃপক্ষ কর্তৃক আরোপিত শর্ত মেনে হাউসবোট পরিচালনা করতে হবে।
২. ব্যবহৃত পলিথিন, প্লাস্টিক, বোতল প্রভৃতি পর্যটন ব্যবসায়ীদের উদ্যোগে সংগ্রহ করে সরকার-নির্ধারিত স্থানে ফেলতে হবে বা রিসাইকেল করতে হবে।
৩. অবিলম্বে সরকারি উদ্যোগে টাঙ্গুয়ার হাওরের জন্য সুনির্দিষ্ট দায়দায়িত্বসহ পরিবেশবান্ধব ব্যবস্থাপনা নীতিমালা প্রকাশ ও প্রচার করতে হবে।
৪. জেলা প্রশাসকের সহায়তায় পর্যটন ব্যবসায়ীদের উদ্যোগে মনুষ্যবর্জ্য ব্যবস্থাপনা করতে হবে।
৫.মানুষের চলাচল, অবস্থান, শব্দ, আলো প্রভৃতি যাতে পাখি, মাছ ও অন্যান্য জলজ প্রাণীর ক্ষতি না করে, সেরূপ ব্যবস্থা নিতে হবে। অর্থাৎ সবক্ষেত্রে পরিবেশদূষিত না করার নীতি অবলম্বন করতে হবে।
৬. জেলা প্রশাসন কর্তৃক নিয়মিত মনিটরিং করতে হবে।

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের সরকারি পুকুর থেকে মাছ ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ভাগাভাগি করার অভিযোগ উঠেছে। সরকারি পুকুরের এসব মাছ গরিবদের মধ্যে বিতরণের নিয়ম থাকলেও নিজেরাই ভাগবাঁটোয়ারা করে নিয়েছেন।
৪ ঘণ্টা আগে
প্রার্থী ঘোষণা নিয়ে রাজবাড়ীর দুটি আসনেই বিএনপিতে কোন্দল সৃষ্টি হয়েছে। এই সুযোগ কাজে লাগাতে মরিয়া তাদের প্রধান প্রতিপক্ষ জামায়াত। তবে এসবের মধ্যেও বিএনপির প্রার্থীরা জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। তাঁরা বলছেন, যেসব সমস্যা আছে, তা মিটে যাবে।
৪ ঘণ্টা আগে
দেশে ভ্রমণপিপাসু মানুষের কাছে এখন সবচেয়ে প্রিয় গন্তব্য কক্সবাজার। এ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সিলেট। সাম্প্রতিক বছরগুলোয় বাংলাদেশিদের বিদেশ ভ্রমণও বেড়েছে। সে হিসাবে দেশের গণ্ডি পেরিয়ে দেশি পর্যটকদের কাছে সবচেয়ে জনপ্রিয় গন্তব্য মালয়েশিয়া।
৫ ঘণ্টা আগেরাজধানীতে মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে পথচারী নিহতের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রাথমিক অনুসন্ধানে যন্ত্রাংশটিতে গুরুতর ত্রুটি চিহ্নিত হয়েছে। একই সঙ্গে অবকাঠামোর নকশাগত ত্রুটির কথাও বলা হয়েছে তদন্ত প্রতিবেদনে। এসব বিষয়ে অধিকতর তদন্ত করার কথা বলেছে কমিটি।
৫ ঘণ্টা আগে