নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাসের সংক্রমণ বিস্তার নিয়ন্ত্রণে ৫ থেকে ১১ এপ্রিল পর্যন্ত সাত দিন বিভিন্ন শর্তে সার্বিক কার্যাবলী ও জনগণের চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার।
আদেশে বলা হয়েছে, এ সাতদিন কাঁচাবাজার ও নিত্যপণ্যের দ্রব্যাদি সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উন্মুক্ত স্থানে স্বাস্থ্যবিধি মেনে ক্রয়-বিক্রয় করতে হবে। বাজার কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনকে লকডাউনের মধ্যে কাঁচাবাজার ও নিত্যপণ্যের দ্রব্যাদি কেনাবেচার বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে।
এদিকে সরকারের নির্দেশনা অনুযায়ী, লকডাউনের মধ্যে খাবারের দোকান ও হোটেল রেস্তোরাঁগুলো খাদ্য বিক্রয় বা সরবরাহ করতে পারবে। তবে কোনো অবস্থাতেই হোটেল-রোস্তোরাঁয় বসে খাবার গ্রহণ করা যাবে না।
এসব নিয়ম অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে আদেশে বলা হয়েছে, সারাদেশে জেলা ও মাঠ প্রশাসন এ নির্দেশনা বাস্তবায়নের কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত টহল জোরদার করবে।
আরও পড়ুন:

করোনাভাইরাসের সংক্রমণ বিস্তার নিয়ন্ত্রণে ৫ থেকে ১১ এপ্রিল পর্যন্ত সাত দিন বিভিন্ন শর্তে সার্বিক কার্যাবলী ও জনগণের চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার।
আদেশে বলা হয়েছে, এ সাতদিন কাঁচাবাজার ও নিত্যপণ্যের দ্রব্যাদি সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উন্মুক্ত স্থানে স্বাস্থ্যবিধি মেনে ক্রয়-বিক্রয় করতে হবে। বাজার কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনকে লকডাউনের মধ্যে কাঁচাবাজার ও নিত্যপণ্যের দ্রব্যাদি কেনাবেচার বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে।
এদিকে সরকারের নির্দেশনা অনুযায়ী, লকডাউনের মধ্যে খাবারের দোকান ও হোটেল রেস্তোরাঁগুলো খাদ্য বিক্রয় বা সরবরাহ করতে পারবে। তবে কোনো অবস্থাতেই হোটেল-রোস্তোরাঁয় বসে খাবার গ্রহণ করা যাবে না।
এসব নিয়ম অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে আদেশে বলা হয়েছে, সারাদেশে জেলা ও মাঠ প্রশাসন এ নির্দেশনা বাস্তবায়নের কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত টহল জোরদার করবে।
আরও পড়ুন:

দারিদ্র্য যেখানে নিত্যসঙ্গী, সেখানে নতুন ফসল হয়ে উঠেছে মুক্তির পথ। বাগেরহাটের ফকিরহাট উপজেলার হাজেরা বেগম (৪৫) ব্রকলি চাষ করে প্রমাণ করেছেন—সঠিক পরামর্শ ও সহায়তা পেলে গ্রামীণ নারীরাও লাভজনক কৃষিতে সফল হতে পারেন।
৪ ঘণ্টা আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আলম মণ্ডল দীর্ঘদিন ধরে পরিষদে অনুপস্থিত থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন ইউনিয়নের সাধারণ মানুষ। জন্মনিবন্ধন, নাগরিক সনদসহ নিত্যপ্রয়োজনীয় সেবা নিতে এসে দিনের পর দিন ঘুরে ফিরছেন সেবাপ্রত্যাশীরা।
৪ ঘণ্টা আগে
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝিনাই নদের ওপর ১৭ কোটি টাকা বরাদ্দে নবনির্মিত পিসি গার্ডার সেতুটি যানবাহন পারাপারে কাজে আসছে না। সেতুর উভয় পাড়ে সংযোগ সড়ক পাকা না করে কাজ ফেলে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এ ছাড়া সেতুর উভয় অংশে ১২০ মিটার নালা ও নদীভাঙন থেকে রক্ষায় ব্লক স্থাপন করা হয়নি। এতে সড়কটি দিয়ে প্রতি
৪ ঘণ্টা আগে
বাংলাদেশের ওষুধশিল্প বর্তমানে গভীর সংকটের মুখে। গুটিকয়েক বড় প্রতিষ্ঠানের বাইরে দেশের প্রায় ৬০ শতাংশ ওষুধ কোম্পানি রুগ্ণ অবস্থায় রয়েছে। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে বা বন্ধ হওয়ার পথে। নীতিসহায়তা ও বাস্তবভিত্তিক সিদ্ধান্ত না এলে দেশের ওষুধে স্বয়ংসম্পূর্ণতা মারাত্মক ঝুঁকিতে পড়বে বলে
৪ ঘণ্টা আগে