নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ধানমন্ডি থানায় দায়ের করা হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি মশিউর রহমানকে ৭ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরী তাঁকে রিমান্ডে নেওয়ার এই নির্দেশ দেন।
বৈষম্যবিরোধী আন্দোলনের সময়ে গুলিতে ধানমন্ডির জিগাতলায় আবদুল মোতালিব নামে এক কিশোর নিহতের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় আসামি করা হয় পুলিশের অতিরিক্ত ডিআইজি, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) লালবাগ বিভাগের সাবেক উপ-পুলিশ কমিশনার মশিউর রহমানকে।
আজ বৃহস্পতিবার সকালের দিকে নিউমার্কেট থানায় দায়ের করা ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় ৭ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয় মশিউরকে। নতুন রিমান্ডের আবেদন না থাকায় ওই মামলায় তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। কিন্তু পরে ধানমন্ডি থানায় দায়ের করা কিশোর আব্দুল মোতালিব হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। একই সঙ্গে তদন্ত কর্মকর্তা রমনা জোনাল টিমের পরিদর্শক নজরুল ইসলাম তাঁর ১০ দিনের রিমান্ড আবেদন করেন। দুপুরে শুনানি শেষে আদালত ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালতে ধানমন্ডি থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই মাহফুজ বিষয়টি নিশ্চিত করেন।
গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে জিগাতলা বাস স্ট্যান্ড এলাকায় ছাত্র-জনতার মিছিলে থাকা আবদুল মোতালেব নামের এক কিশোর গুলিবিদ্ধ হয়ে মারা যায়। পরে ২৬ আগস্ট তাঁর বাবা আব্দুল মতিন বাদী হয়ে ধানমন্ডি থানায় এই হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৭৬ জনকে আসামি করা হয়।
এই হত্যাকাণ্ডে তৎকালীন ডিসি মশিউর রহমান নির্দেশদাতা ছিলেন বলে মামলার তদন্ত কর্মকর্তা রিমান্ড আবেদনে উল্লেখ করেছেন। হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটন এবং নির্দেশ ও ইন্ধনদাতা অন্যদের শনাক্ত করার জন্য তাকে রিমান্ডে নেওয়া প্রয়োজন। এই মামলায় রিমান্ডে নেওয়ার ফলে তাকে দ্বিতীয় দফা রিমান্ডে দেওয়া হলো।
উল্লেখ্য গত ১৯ সেপ্টেম্বর চট্টগ্রাম থেকে আটক করা হয় মশিউর রহমানকে। পরদিন ২০ সেপ্টেম্বর তাঁকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হয়। নিউমার্কেট থানায় দায়ের করা ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ডে নেওয়া হয়।

ধানমন্ডি থানায় দায়ের করা হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি মশিউর রহমানকে ৭ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরী তাঁকে রিমান্ডে নেওয়ার এই নির্দেশ দেন।
বৈষম্যবিরোধী আন্দোলনের সময়ে গুলিতে ধানমন্ডির জিগাতলায় আবদুল মোতালিব নামে এক কিশোর নিহতের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় আসামি করা হয় পুলিশের অতিরিক্ত ডিআইজি, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) লালবাগ বিভাগের সাবেক উপ-পুলিশ কমিশনার মশিউর রহমানকে।
আজ বৃহস্পতিবার সকালের দিকে নিউমার্কেট থানায় দায়ের করা ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় ৭ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয় মশিউরকে। নতুন রিমান্ডের আবেদন না থাকায় ওই মামলায় তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। কিন্তু পরে ধানমন্ডি থানায় দায়ের করা কিশোর আব্দুল মোতালিব হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। একই সঙ্গে তদন্ত কর্মকর্তা রমনা জোনাল টিমের পরিদর্শক নজরুল ইসলাম তাঁর ১০ দিনের রিমান্ড আবেদন করেন। দুপুরে শুনানি শেষে আদালত ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালতে ধানমন্ডি থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই মাহফুজ বিষয়টি নিশ্চিত করেন।
গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে জিগাতলা বাস স্ট্যান্ড এলাকায় ছাত্র-জনতার মিছিলে থাকা আবদুল মোতালেব নামের এক কিশোর গুলিবিদ্ধ হয়ে মারা যায়। পরে ২৬ আগস্ট তাঁর বাবা আব্দুল মতিন বাদী হয়ে ধানমন্ডি থানায় এই হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৭৬ জনকে আসামি করা হয়।
এই হত্যাকাণ্ডে তৎকালীন ডিসি মশিউর রহমান নির্দেশদাতা ছিলেন বলে মামলার তদন্ত কর্মকর্তা রিমান্ড আবেদনে উল্লেখ করেছেন। হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটন এবং নির্দেশ ও ইন্ধনদাতা অন্যদের শনাক্ত করার জন্য তাকে রিমান্ডে নেওয়া প্রয়োজন। এই মামলায় রিমান্ডে নেওয়ার ফলে তাকে দ্বিতীয় দফা রিমান্ডে দেওয়া হলো।
উল্লেখ্য গত ১৯ সেপ্টেম্বর চট্টগ্রাম থেকে আটক করা হয় মশিউর রহমানকে। পরদিন ২০ সেপ্টেম্বর তাঁকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হয়। নিউমার্কেট থানায় দায়ের করা ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ডে নেওয়া হয়।

কিশোরগঞ্জের কটিয়াদীতে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শনিবার (১০ জানুয়ারি) দুপুরে উপজেলার চান্দপুর ইউনিয়নের পশ্চিম মণ্ডলভোগ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মো. বজলুর রহমান (৬০) ওই গ্রামের বাসিন্দা। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে জুবায়ের (২৫) পলাতক রয়েছেন।
১৭ মিনিট আগে
গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার হরিণহাটি এলাকায় তিতাস গ্যাসের লাইনে লিকেজ হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে এপেক্স ফার্মা কারখানার সামনে গ্যাস লিকেজ থেকে আগুন জ্বলে উঠলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
৩২ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফ উপজেলার নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের গোলাগুলিতে নূর কামাল (২৭) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, ডাকাত দলের দুই পক্ষের মধ্যে এ গোলাগুলি হয়। নিহত নূর কামাল নয়াপাড়া ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের...
৩৮ মিনিট আগে
পল্টন থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল মমিন বলেন, সালেহা বেগম গোলাপশাহ মাজার এলাকায় ভাসমান থাকতেন। সকালে মাজারের কাছে রাস্তা পারাপারের সময় দোহার-নবাবগঞ্জ এক্সপ্রেস বাসের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। সেখান থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে বেলা পৌনে ১টার দিকে চিকিৎসক....
২ ঘণ্টা আগে