নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অবৈধ সম্পদ অর্জনের দায়ে স্বাস্থ্য অধিদপ্তরের আলোচিত সাবেক গাড়িচালক আব্দুল মালেককে ১৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক জাকারিয়া হোসেন এ রায় দেন। পাশাপাশি অবৈধভাবে অর্জিত ১ কোটি ৫০ লাখ ৩১ হাজার ৮১০ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছেন আদালত।
আদালত সূত্রে জানা গেছে, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ১০ বছর এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
অবৈধ সম্পদ অর্জনের শাস্তির সঙ্গে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে, জরিমানা দিতে ব্যর্থ হলে তাঁকে আরও ছয় মাস কারাভোগ করতে হবে। তথ্য গোপনের অভিযোগে তিন বছরের সশ্রম কারাদণ্ডের সঙ্গেও ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে, জরিমানা পরিশোধে ব্যর্থ হলে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হবে।
দুই ধারার সাজা একত্রে চলবে মর্মে আদালত আদেশ দিয়েছেন। সে ক্ষেত্রে তাকে সর্বোচ্চ ১০ বছরের সাজা ভোগ করতে হবে বলে জানান দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিশেষ পিপি আসাদুজ্জামান রানা।
রায় ঘোষণার সময় মালেককে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় শেষে সাজা পরোয়ানা দিয়ে তাঁকে কারাগারে নিয়ে যাওয়া হয়।
৯৩ লাখ ৫৩ হাজার ৬৪৮ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের তথ্য গোপন করে মিথ্যাসহ অসাধু উপায়ে অর্জিত ও তাঁর জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ১ কোটি ৫০ লাখ ৩১ হাজার ৮১০ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনে মালেকের বিরুদ্ধে ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি মামলা করেন দুদক কর্মকর্তা নজরুল ইসলাম। একই বছরের ২৭ অক্টোবর আদালতে চার্জশিট দাখিল করেন নজরুল ইসলাম।
২০২২ সালের ১১ মে মামলায় চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। এদিকে একই সময়ে দায়ের করা জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ১ কোটি ১০ লাখ ৯২ হাজার ৫০ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের অভিযোগে আব্দুল মালেক ও তার স্ত্রী নার্গিস বেগমের বিরুদ্ধে দুদকের সহকারী পরিচালক সৈয়দ নজরুল ইসলাম আরেকটি মামলা করেন। ওই মামলাও একই আদালতে রায়ের জন্য তারিখ ধার্য ছিল। রায় প্রস্তুত না হওয়ায় আদালত রায়ের তারিখ পিছিয়ে দিয়েছেন।
উল্লেখ্য, ২০২১ সালে ২০ সেপ্টেম্বর অস্ত্র আইনের মামলায় আব্দুল মালেককে দুই ধারার অভিযোগে ৩০ বছরের কারাদণ্ড দেন আদালত। ২০২১ সালে স্বাস্থ্য অধিদপ্তরের গাড়িচালকের বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠে। স্বাস্থ্য অধিদপ্তরের কয়েকটি গাড়ি নিজে ব্যবহার করতেন তিনি। ব্যবসার কাজে লাগাতেন। ক্ষমতার দাপট দেখিয়ে বিভিন্ন কর্মচারীর কাছ থেকে ঘুষ নিয়ে বদলি বাণিজ্য করতেন। ঢাকাসহ বিভিন্ন এলাকায় বাড়ি-গাড়ি করেছেন তিনি। বিষয়টি প্রকাশ্যে আসার পর তুরাগ থানা এলাকায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
অবৈধ সম্পদ অর্জনের দায়ে স্বাস্থ্য অধিদপ্তরের আলোচিত সাবেক গাড়িচালক আব্দুল মালেককে ১৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক জাকারিয়া হোসেন এ রায় দেন। পাশাপাশি অবৈধভাবে অর্জিত ১ কোটি ৫০ লাখ ৩১ হাজার ৮১০ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছেন আদালত।
আদালত সূত্রে জানা গেছে, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ১০ বছর এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
অবৈধ সম্পদ অর্জনের শাস্তির সঙ্গে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে, জরিমানা দিতে ব্যর্থ হলে তাঁকে আরও ছয় মাস কারাভোগ করতে হবে। তথ্য গোপনের অভিযোগে তিন বছরের সশ্রম কারাদণ্ডের সঙ্গেও ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে, জরিমানা পরিশোধে ব্যর্থ হলে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হবে।
দুই ধারার সাজা একত্রে চলবে মর্মে আদালত আদেশ দিয়েছেন। সে ক্ষেত্রে তাকে সর্বোচ্চ ১০ বছরের সাজা ভোগ করতে হবে বলে জানান দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিশেষ পিপি আসাদুজ্জামান রানা।
রায় ঘোষণার সময় মালেককে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় শেষে সাজা পরোয়ানা দিয়ে তাঁকে কারাগারে নিয়ে যাওয়া হয়।
৯৩ লাখ ৫৩ হাজার ৬৪৮ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের তথ্য গোপন করে মিথ্যাসহ অসাধু উপায়ে অর্জিত ও তাঁর জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ১ কোটি ৫০ লাখ ৩১ হাজার ৮১০ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনে মালেকের বিরুদ্ধে ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি মামলা করেন দুদক কর্মকর্তা নজরুল ইসলাম। একই বছরের ২৭ অক্টোবর আদালতে চার্জশিট দাখিল করেন নজরুল ইসলাম।
২০২২ সালের ১১ মে মামলায় চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। এদিকে একই সময়ে দায়ের করা জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ১ কোটি ১০ লাখ ৯২ হাজার ৫০ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের অভিযোগে আব্দুল মালেক ও তার স্ত্রী নার্গিস বেগমের বিরুদ্ধে দুদকের সহকারী পরিচালক সৈয়দ নজরুল ইসলাম আরেকটি মামলা করেন। ওই মামলাও একই আদালতে রায়ের জন্য তারিখ ধার্য ছিল। রায় প্রস্তুত না হওয়ায় আদালত রায়ের তারিখ পিছিয়ে দিয়েছেন।
উল্লেখ্য, ২০২১ সালে ২০ সেপ্টেম্বর অস্ত্র আইনের মামলায় আব্দুল মালেককে দুই ধারার অভিযোগে ৩০ বছরের কারাদণ্ড দেন আদালত। ২০২১ সালে স্বাস্থ্য অধিদপ্তরের গাড়িচালকের বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠে। স্বাস্থ্য অধিদপ্তরের কয়েকটি গাড়ি নিজে ব্যবহার করতেন তিনি। ব্যবসার কাজে লাগাতেন। ক্ষমতার দাপট দেখিয়ে বিভিন্ন কর্মচারীর কাছ থেকে ঘুষ নিয়ে বদলি বাণিজ্য করতেন। ঢাকাসহ বিভিন্ন এলাকায় বাড়ি-গাড়ি করেছেন তিনি। বিষয়টি প্রকাশ্যে আসার পর তুরাগ থানা এলাকায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
নীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট বাজারে নির্মাণকাজ শেষ হওয়ার এক মাস যেতে না যেতেই উঠে যাচ্ছে সড়কের আরসিসি ঢালাই। এ ছাড়া সড়কটির সম্প্রসারণ জয়েন্টগুলোতে আঁকাবাঁকা ফাটল দেখা দিয়েছে। বিষয়টি বুঝতে পেরে সংশ্লিষ্টরা তাড়াহুড়া করে বিটুমিন দিয়ে ফাটল বন্ধের চেষ্টা চালিয়েছেন বলে জানা গেছে।
৩১ মিনিট আগেতিন পার্বত্য জেলার মধ্যে আগে থেকেই চিকিৎসাসেবায় পিছিয়ে খাগড়াছড়ি। তার ওপর বছরের পর বছর চিকিৎসক, নার্স, কর্মচারী ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকট থাকায় খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা।
৩৪ মিনিট আগেনেত্রকোনার দুর্গাপুরে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় (২৪) নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। আটক ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় দুর্গাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান...
১ ঘণ্টা আগেরাজধানীর খিলগাঁওয়ে একটি নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এ অগ্নিকাণ্ড ঘটে। তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভে গেছে। এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
২ ঘণ্টা আগে