নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে মানহানির অভিযোগে মামলা করেছেন আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে হাজির হয়ে এই মামলা দায়ের করেন তিনি।
তাঁর আইনজীবী আব্দুল্লাহ আল মনসুর রিপন আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, রুহুল কবির রিজভীর বিরুদ্ধে করা মানহানির মামলা মহানগর গোয়েন্দা পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।
ওই আদালতের বেঞ্চ সহকারী মিজানুর রহমান জানান, আগামী ১৩ সেপ্টেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
সকালে আইনজীবীর মাধ্যমে মামলা দাখিল করেন হিরো আলম। এরপর দুপুর ১২টার দিকে মামলার শুনানি হয়। হিরো আলম আদালতে জবানবন্দি দেন। তিনি আদালতকে বলেন, ‘আমি কয়েকবার সংসদ নির্বাচন করেছি। নির্বাচন কমিশন আমাকে নির্বাচন করার জন্য মনোনীত করেছেন। অথচ আমাকে অর্ধপাগল অর্ধশিক্ষিত বলে গালিগালাজ করেছেন রুহুল কবির রিজভী। আমি এর বিচার চাই যাতে ভবিষ্যতে আমাকে কেউ এভাবে গালিগালাজ করতে না পারে।’
হিরো আলম আদালতে আরও বলেন, তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। আদালতের কাছে তিনি নিরাপত্তা চান।
আগের দিন রোববার সকালে মহানগর গোয়েন্দা অফিসে (ডিবি) অভিযোগ নিয়ে যান হিরো আলম। কিন্তু ডিবি আদালতে মামলা দায়ের করার পরামর্শ দেয়।
এ সময় হিরো আলম সাংবাদিকদের বলেন, ‘সিনিয়র নেতা রুহুল কবির রিজভী আমাকে অশিক্ষিত বলে গালিগালাজ করেছেন। তিনি একজন সংসদ সদস্য প্রার্থীকে নিয়ে যে ভাষায় কথা বলেছেন তা তিনি বলতে পারেন না।’
মামলায় হিরো আলম উল্লেখ করেন, রিজভীর কথায় তিনি সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাঁর মানহানি হয়েছে।
গত ১৮ জুলাই রুহুল কবির রিজভী রাজশাহী নগরীর ভুবন মোহন শহীদ মিনার পার্কে পদযাত্রা কর্মসূচিতে অংশ নিয়ে হিরো আলমকে নিয়ে মন্তব্য করেন। রিজভীর ওই মন্তব্য গত পাঁচ আগস্ট সকালে তিনি ইউটিউবে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে দেখতে পান। সেটা দেখার পরে তিনি মামলা করার সিদ্ধান্ত নেন।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে মানহানির অভিযোগে মামলা করেছেন আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে হাজির হয়ে এই মামলা দায়ের করেন তিনি।
তাঁর আইনজীবী আব্দুল্লাহ আল মনসুর রিপন আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, রুহুল কবির রিজভীর বিরুদ্ধে করা মানহানির মামলা মহানগর গোয়েন্দা পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।
ওই আদালতের বেঞ্চ সহকারী মিজানুর রহমান জানান, আগামী ১৩ সেপ্টেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
সকালে আইনজীবীর মাধ্যমে মামলা দাখিল করেন হিরো আলম। এরপর দুপুর ১২টার দিকে মামলার শুনানি হয়। হিরো আলম আদালতে জবানবন্দি দেন। তিনি আদালতকে বলেন, ‘আমি কয়েকবার সংসদ নির্বাচন করেছি। নির্বাচন কমিশন আমাকে নির্বাচন করার জন্য মনোনীত করেছেন। অথচ আমাকে অর্ধপাগল অর্ধশিক্ষিত বলে গালিগালাজ করেছেন রুহুল কবির রিজভী। আমি এর বিচার চাই যাতে ভবিষ্যতে আমাকে কেউ এভাবে গালিগালাজ করতে না পারে।’
হিরো আলম আদালতে আরও বলেন, তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। আদালতের কাছে তিনি নিরাপত্তা চান।
আগের দিন রোববার সকালে মহানগর গোয়েন্দা অফিসে (ডিবি) অভিযোগ নিয়ে যান হিরো আলম। কিন্তু ডিবি আদালতে মামলা দায়ের করার পরামর্শ দেয়।
এ সময় হিরো আলম সাংবাদিকদের বলেন, ‘সিনিয়র নেতা রুহুল কবির রিজভী আমাকে অশিক্ষিত বলে গালিগালাজ করেছেন। তিনি একজন সংসদ সদস্য প্রার্থীকে নিয়ে যে ভাষায় কথা বলেছেন তা তিনি বলতে পারেন না।’
মামলায় হিরো আলম উল্লেখ করেন, রিজভীর কথায় তিনি সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাঁর মানহানি হয়েছে।
গত ১৮ জুলাই রুহুল কবির রিজভী রাজশাহী নগরীর ভুবন মোহন শহীদ মিনার পার্কে পদযাত্রা কর্মসূচিতে অংশ নিয়ে হিরো আলমকে নিয়ে মন্তব্য করেন। রিজভীর ওই মন্তব্য গত পাঁচ আগস্ট সকালে তিনি ইউটিউবে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে দেখতে পান। সেটা দেখার পরে তিনি মামলা করার সিদ্ধান্ত নেন।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৪ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৪ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৪ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৫ ঘণ্টা আগে