উত্তরা (ঢাকা) প্রতিনিধি

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আগত চার যাত্রীর পরিহিত পোশাক থেকে ১ কোটি ৭৪ লাখ টাকা মূল্যের স্বর্ণ জব্দ করা হয়েছে। সেই সঙ্গে আব্দুল কাদির (৪১), মো. জুয়েল হোসেন (৩৪), ইব্রাহিম খলিল (৪০) এবং খোরশেদ আলম (৪২) নামের ওই চার যাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে।
বিমানবন্দরের গ্রিণ চ্যানেল এলাকায় থেকে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) ও কাস্টমসের যৌথ অভিযানে বুধবার (২১ ফেব্রুয়ারি) সকালে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
পরবর্তীতে মধ্যরাতে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলার পর এসব তথ্য জানিয়েছেন এয়ারপোর্ট এপিবিএন এর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক।
গ্রেপ্তার হওয়া ওই যাত্রীদের মধ্যে জুয়েল হোসেন পটুয়াখালীর, ইব্রাহিম খলিল এবং আব্দুল কাদির মুন্সিগঞ্জের এবং খোরশেদ আলম গাজিপুরের বাসিন্দা। গ্রেপ্তারকালে তাদের কাছ থেকে ২ কেজি ১০৪ গ্রাম ওজনের তরল স্বর্ণ, স্বর্ণের বার ও স্বর্ণালংকার জব্দ করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৭৪ লাখ টাকা বলে জানিয়েছেন এয়ারপোর্ট এপিবিএন।
এপিবিএন এর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক বলেন, গোয়েন্দা সংস্থা এনএসআই এর তথ্যের ভিত্তিতে এপিবিএন ও কাস্টমসের যৌথ অভিযানে দুবাই থেকে চার যাত্রীকে ২ কেজি ১০৪ গ্রাম ওজনের স্বর্ণসহ গ্রেপ্তার করা হয়েছে। তারা দুবাই থেকে একটি ফ্লাইটে ঢাকার বিমানবন্দরে বুধবার (২১ ফেব্রুয়ারি) ভোর ৪টা ৫৫ মিনিটে অবতরণ করেছিলেন।
জিয়াউল হক বলেন, গ্রেপ্তারকালে তাদের কাছে স্বর্ণ বা স্বর্ণালংকার আছে কি না, সে ব্যাপারে জিজ্ঞাসা করা হয়। জিজ্ঞাসাবাদে তারা কোনো ধরনের স্বর্ণ বহনের কথা অস্বীকার করেন। কিন্তু গোয়েন্দা তথ্য থাকায় এবং যাত্রীদের আচরণে সন্দেহ হওয়ায় তাদেরকে সকল সংস্থার সামনে অধিকতর তল্লাশির করা হয়। একপর্যায়ে তাদের প্রত্যেকের পরিধেয় পোশাকে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় প্রত্যেকের কাছ থেকে ৩১৬ গ্রাম করে ভেজা স্বর্ণের পাউডার, ১১৬ গ্রাম ওজনের ১টি করে গোল্ড বার এবং ৯৪ গ্রাম করে স্বর্ণের অলংকার পাওয়া যায়।
জিয়াউল হক বলেন, প্রত্যেক যাত্রীই একই মাপের এবং ওজনের স্বর্ণ বহন করছিলেন। তাদের প্রত্যেকের কাছ থেকে ৫২৬ গ্রাম করে স্বর্ণ পাওয়া যায়।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আগত চার যাত্রীর পরিহিত পোশাক থেকে ১ কোটি ৭৪ লাখ টাকা মূল্যের স্বর্ণ জব্দ করা হয়েছে। সেই সঙ্গে আব্দুল কাদির (৪১), মো. জুয়েল হোসেন (৩৪), ইব্রাহিম খলিল (৪০) এবং খোরশেদ আলম (৪২) নামের ওই চার যাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে।
বিমানবন্দরের গ্রিণ চ্যানেল এলাকায় থেকে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) ও কাস্টমসের যৌথ অভিযানে বুধবার (২১ ফেব্রুয়ারি) সকালে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
পরবর্তীতে মধ্যরাতে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলার পর এসব তথ্য জানিয়েছেন এয়ারপোর্ট এপিবিএন এর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক।
গ্রেপ্তার হওয়া ওই যাত্রীদের মধ্যে জুয়েল হোসেন পটুয়াখালীর, ইব্রাহিম খলিল এবং আব্দুল কাদির মুন্সিগঞ্জের এবং খোরশেদ আলম গাজিপুরের বাসিন্দা। গ্রেপ্তারকালে তাদের কাছ থেকে ২ কেজি ১০৪ গ্রাম ওজনের তরল স্বর্ণ, স্বর্ণের বার ও স্বর্ণালংকার জব্দ করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৭৪ লাখ টাকা বলে জানিয়েছেন এয়ারপোর্ট এপিবিএন।
এপিবিএন এর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক বলেন, গোয়েন্দা সংস্থা এনএসআই এর তথ্যের ভিত্তিতে এপিবিএন ও কাস্টমসের যৌথ অভিযানে দুবাই থেকে চার যাত্রীকে ২ কেজি ১০৪ গ্রাম ওজনের স্বর্ণসহ গ্রেপ্তার করা হয়েছে। তারা দুবাই থেকে একটি ফ্লাইটে ঢাকার বিমানবন্দরে বুধবার (২১ ফেব্রুয়ারি) ভোর ৪টা ৫৫ মিনিটে অবতরণ করেছিলেন।
জিয়াউল হক বলেন, গ্রেপ্তারকালে তাদের কাছে স্বর্ণ বা স্বর্ণালংকার আছে কি না, সে ব্যাপারে জিজ্ঞাসা করা হয়। জিজ্ঞাসাবাদে তারা কোনো ধরনের স্বর্ণ বহনের কথা অস্বীকার করেন। কিন্তু গোয়েন্দা তথ্য থাকায় এবং যাত্রীদের আচরণে সন্দেহ হওয়ায় তাদেরকে সকল সংস্থার সামনে অধিকতর তল্লাশির করা হয়। একপর্যায়ে তাদের প্রত্যেকের পরিধেয় পোশাকে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় প্রত্যেকের কাছ থেকে ৩১৬ গ্রাম করে ভেজা স্বর্ণের পাউডার, ১১৬ গ্রাম ওজনের ১টি করে গোল্ড বার এবং ৯৪ গ্রাম করে স্বর্ণের অলংকার পাওয়া যায়।
জিয়াউল হক বলেন, প্রত্যেক যাত্রীই একই মাপের এবং ওজনের স্বর্ণ বহন করছিলেন। তাদের প্রত্যেকের কাছ থেকে ৫২৬ গ্রাম করে স্বর্ণ পাওয়া যায়।

অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা বলেন, ‘এই গণভোট শত বছরের দিকনির্দেশনা দেবে। জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে, যাতে ফ্যাসিবাদ আর ফিরে না আসে, আয়নাঘরের মতো নিপীড়নের পুনরাবৃত্তি না হয়, লুটপাট ও বিদেশে অর্থ পাচার বন্ধ হয়।’
৮ মিনিট আগে
পারিবারিক কলহের জেরে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে যোগাযোগ করে স্ত্রীর নামে ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগ তুলেছেন রাজধানীর উত্তরায় বসবাসরত এক পাকিস্তানি নাগরিক। পুলিশ জানায়, ওই ব্যক্তি আত্মহত্যার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন বলে ফোনে জানিয়েছিলেন।
১২ মিনিট আগে
কুলকান্দী ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান আনিছ বলেন, আনন্দ বাজার এলাকায় দেশীয় অস্ত্রসহ ঘোরাফেরা করতে দেখে আনোয়ারকে আটক করে স্থানীয় লোকজন ইউপি কার্যালয়ে এনে গ্রাম পুলিশের কাছে হস্তান্তর করে। পরে সেনাবাহিনীর একটি দল তাঁকে থানায় নিয়ে যায়।
১ ঘণ্টা আগে
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানকে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় বদলি করা হয়েছে। গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সামিউল আমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাঁকে বদলি করা হয়। আজ বুধবার সকালে ইউএনও মাসুদুর রহমান নিজেই বদলির বিষয়টি নিশ্চিত করেছেন।
২ ঘণ্টা আগে