টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মন্দিরের জমি নিয়ে সংঘর্ষে একজনের মৃত্যুর ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার রাতে চিতলমারী উপজেলার খাসেরহাট এলাকা থেকে দুই আসামিকে গ্রেপ্তার করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) তন্ময় মন্ডল।
আজ সোমবার সকালে তাঁদের আদালতে পাঠানো হয়েছে। তবে মামলার প্রধান আসামি উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম কুমার বিশ্বাস এখনো পলাতক রয়েছে। এ মামলায় গ্রেপ্তারকৃতরা হলেন, টুঙ্গিপাড়া উপজেলার কাকইবুনিয়া গ্রামের বিজন বিশ্বাস (৪৫) ও বীরেন শিকদার (৬০)।
পুলিশ ও এলাকাবাসী জানান, সুবল শিকদার কাকুইবুনিয়া সর্বজনীন মন্দিরে জমি দান করেন। জমিদাতা হিসেবে সুবল শিকদার মন্দির কমিটির সদস্য হওয়ার জন্য আবেদন করেন। কিন্তু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও মন্দির কমিটির সভাপতি অসীম বিশ্বাস মন্দির কমিটিতে তাঁর নাম রাখেননি।
এ ঘটনায় ২০ জানুয়ারি বেলা ৩টার দিকে টুঙ্গিপাড়া তফসিল অফিসের তহসিলদার সুষেন সেন জমির তদন্ত করতে ঘটনাস্থলে যান। তদন্ত করে ফিরে আসার পরপরই কাকুইবুনিয়া সর্বজনীন দুর্গা মন্দিরের জমি দাতা সুবল শিকদার ও উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বিশ্বাসের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এতে সুবল শিকদারসহ ছয়জন আহত হন। আহতদের টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার সুবল শিকদারকে মৃত ঘোষণা করেন।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) তন্ময় মন্ডল আজকের পত্রিকাকে বলেন, গত ২০ জানুয়ারি উপজেলার কাকইবুনিয়া গ্রামে দুর্গা মন্দিরের জায়গা নিয়ে সংঘর্ষে সুবল শিকদার (৫৫) নিহত হন। গত শুক্রবার নিহতের স্বজনেরা ২০ জনকে আসামি করে টুঙ্গিপাড়া থানায় মামলা দায়ের করেন। পরে রোববার রাতে দুজনকে গ্রেপ্তার করে আজ সোমবার আদালতে পাঠানো হয়।
এ ছাড়া বাকি আসামিদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত আছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মন্দিরের জমি নিয়ে সংঘর্ষে একজনের মৃত্যুর ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার রাতে চিতলমারী উপজেলার খাসেরহাট এলাকা থেকে দুই আসামিকে গ্রেপ্তার করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) তন্ময় মন্ডল।
আজ সোমবার সকালে তাঁদের আদালতে পাঠানো হয়েছে। তবে মামলার প্রধান আসামি উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম কুমার বিশ্বাস এখনো পলাতক রয়েছে। এ মামলায় গ্রেপ্তারকৃতরা হলেন, টুঙ্গিপাড়া উপজেলার কাকইবুনিয়া গ্রামের বিজন বিশ্বাস (৪৫) ও বীরেন শিকদার (৬০)।
পুলিশ ও এলাকাবাসী জানান, সুবল শিকদার কাকুইবুনিয়া সর্বজনীন মন্দিরে জমি দান করেন। জমিদাতা হিসেবে সুবল শিকদার মন্দির কমিটির সদস্য হওয়ার জন্য আবেদন করেন। কিন্তু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও মন্দির কমিটির সভাপতি অসীম বিশ্বাস মন্দির কমিটিতে তাঁর নাম রাখেননি।
এ ঘটনায় ২০ জানুয়ারি বেলা ৩টার দিকে টুঙ্গিপাড়া তফসিল অফিসের তহসিলদার সুষেন সেন জমির তদন্ত করতে ঘটনাস্থলে যান। তদন্ত করে ফিরে আসার পরপরই কাকুইবুনিয়া সর্বজনীন দুর্গা মন্দিরের জমি দাতা সুবল শিকদার ও উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বিশ্বাসের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এতে সুবল শিকদারসহ ছয়জন আহত হন। আহতদের টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার সুবল শিকদারকে মৃত ঘোষণা করেন।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) তন্ময় মন্ডল আজকের পত্রিকাকে বলেন, গত ২০ জানুয়ারি উপজেলার কাকইবুনিয়া গ্রামে দুর্গা মন্দিরের জায়গা নিয়ে সংঘর্ষে সুবল শিকদার (৫৫) নিহত হন। গত শুক্রবার নিহতের স্বজনেরা ২০ জনকে আসামি করে টুঙ্গিপাড়া থানায় মামলা দায়ের করেন। পরে রোববার রাতে দুজনকে গ্রেপ্তার করে আজ সোমবার আদালতে পাঠানো হয়।
এ ছাড়া বাকি আসামিদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত আছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, শহীদ শরিফ ওসমান বিন হাদি শুধু ঝালকাঠির নন, তিনি পুরো বাংলাদেশের সম্পদ। হাদি হত্যার বিচার অবশ্যই হবে—এ বিষয়ে অন্তর্বর্তী সরকার দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে ঝালকাঠি জেলা প্রশাসনের উদ্যোগে শিশুপার্ক...
১৫ মিনিট আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী জেলা ও মহানগর কমিটির সব ধরনের কার্যক্রম স্থগিত করা হয়েছে। আজ সোমবার এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সন্ধ্যায় এনসিপির অফিশিয়াল ফেসবুক পেজে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়।
২৬ মিনিট আগে
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন (শাকসু) আগামীকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) হওয়ার নিশ্চয়তা দিতে না পারলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা। আজ সোমবার রাত ৯টার পর এই ঘোষণা না দিতে পারলে প্রশাসনকে পদত্যাগ করতে হবে বলে সাবধান করেন তারা।
২৮ মিনিট আগে
গ্রামীণ পর্যায়ে স্বাস্থ্য সুবিধা নিশ্চিত করতে কাজ করবে বিএনপি। মানুষ যাতে ঘরে বসে মৌলিক চিকিৎসাসেবা নিতে পারে, সে জন্য তৃণমূলে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে।
৩৮ মিনিট আগে