
রাজধানীর ডেমরা-যাত্রাবাড়ী সড়ক নির্মাণকাজের সরঞ্জাম ডাকাতি হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২টা থেকে ভোর ৫টা পর্যন্ত ৩০-৩৫ জন লুটেরা বাঁশেরপুল বার্জার পেইন্টের পেছনে তমা কনস্ট্রাকশনের ক্যাম্প ও বাসভবনে এ ডাকাতি হয়।
এ সময় সড়ক নির্মাণকাজে ব্যবহৃত যানের ১৮টি ব্যাটারি, নানা যন্ত্রাংশ ও মালামাল ডাকাতি হয়েছে।
এ সময় এনামুল নামে একজন নির্মাণশ্রমিককে বেধড়ক মারধর করে ডাকাত দল। আজ বুধবার রাতে একইভাবে বাকি মালামাল ডাকাতি করার হুমকিও দেয় ডাকাত দল। পরে আহত এনামুলকে ডাকাত দলের একজন মোবাইল নম্বর (০১৯০৯-৬৪৯৫১৩) দিয়ে যায়। এর মধ্যে কেউ বা কোনো দল মালামাল নিতে আসলে ওই মোবাইল নম্বরে যোগাযোগ করতে বলা হয়।
এ ঘটনায় ডেমরা-যাত্রাবাড়ী সড়ক নির্মাণের ঠিকাদারি প্রতিষ্ঠান তমা কনস্ট্রাকশনের পরিচালক প্রকৌশলী বেলায়েত হোসেন ফোন করে কোনো প্রকার প্রশাসনিক সহযোগিতা পাননি। এ অবস্থায় তমা গ্রুপ ও ঢাকা সড়ক বিভাগ চরম বিপাকে রয়েছে।
এ বিষয়ে তমা গ্রুপের পরিচালক প্রকৌশলী বেলায়েত হোসেন ও ম্যানেজার মো. সেলিম বলেন, ‘গতকাল গভীর রাত থেকে আজ ভোর পর্যন্ত ২৫ হাজার টাকা মূল্যের ১৮টি ব্যাটারি, লোহার রড ও এঙ্গেল ৩ টন, ঢালাইকাজে ব্যবহৃত শিট ও নানা যন্ত্রাংশ মিলে প্রায় ৮ লাখ টাকার মালামাল ডাকাতি করেছে ডাকাত দল। এখন পুলিশ নিয়েছে কর্মবিরতি, সেনাবাহিনীকে ফোন করেও সহায়তা পাইনি।’
এ বিষয়ে ঢাকা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী ড. আহাদুল্লাহ বলেন, ‘বিষয়টি খুবই মারাত্মক। এ মুহূর্তে সঠিক ব্যবস্থা গ্রহণ করা হবে জরুরি ভিত্তিতে। তবে দ্রুত প্রশাসনিক সহযোগিতার ব্যবস্থা শুরু করা উচিত।’
এ বিষয়ে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে আমি জানি না। ঊর্ধ্বতনদের নির্দেশে পুলিশ কাজে যোগদান করলে বিষয়টি দেখা যাবে।’

রাজধানীর ডেমরা-যাত্রাবাড়ী সড়ক নির্মাণকাজের সরঞ্জাম ডাকাতি হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২টা থেকে ভোর ৫টা পর্যন্ত ৩০-৩৫ জন লুটেরা বাঁশেরপুল বার্জার পেইন্টের পেছনে তমা কনস্ট্রাকশনের ক্যাম্প ও বাসভবনে এ ডাকাতি হয়।
এ সময় সড়ক নির্মাণকাজে ব্যবহৃত যানের ১৮টি ব্যাটারি, নানা যন্ত্রাংশ ও মালামাল ডাকাতি হয়েছে।
এ সময় এনামুল নামে একজন নির্মাণশ্রমিককে বেধড়ক মারধর করে ডাকাত দল। আজ বুধবার রাতে একইভাবে বাকি মালামাল ডাকাতি করার হুমকিও দেয় ডাকাত দল। পরে আহত এনামুলকে ডাকাত দলের একজন মোবাইল নম্বর (০১৯০৯-৬৪৯৫১৩) দিয়ে যায়। এর মধ্যে কেউ বা কোনো দল মালামাল নিতে আসলে ওই মোবাইল নম্বরে যোগাযোগ করতে বলা হয়।
এ ঘটনায় ডেমরা-যাত্রাবাড়ী সড়ক নির্মাণের ঠিকাদারি প্রতিষ্ঠান তমা কনস্ট্রাকশনের পরিচালক প্রকৌশলী বেলায়েত হোসেন ফোন করে কোনো প্রকার প্রশাসনিক সহযোগিতা পাননি। এ অবস্থায় তমা গ্রুপ ও ঢাকা সড়ক বিভাগ চরম বিপাকে রয়েছে।
এ বিষয়ে তমা গ্রুপের পরিচালক প্রকৌশলী বেলায়েত হোসেন ও ম্যানেজার মো. সেলিম বলেন, ‘গতকাল গভীর রাত থেকে আজ ভোর পর্যন্ত ২৫ হাজার টাকা মূল্যের ১৮টি ব্যাটারি, লোহার রড ও এঙ্গেল ৩ টন, ঢালাইকাজে ব্যবহৃত শিট ও নানা যন্ত্রাংশ মিলে প্রায় ৮ লাখ টাকার মালামাল ডাকাতি করেছে ডাকাত দল। এখন পুলিশ নিয়েছে কর্মবিরতি, সেনাবাহিনীকে ফোন করেও সহায়তা পাইনি।’
এ বিষয়ে ঢাকা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী ড. আহাদুল্লাহ বলেন, ‘বিষয়টি খুবই মারাত্মক। এ মুহূর্তে সঠিক ব্যবস্থা গ্রহণ করা হবে জরুরি ভিত্তিতে। তবে দ্রুত প্রশাসনিক সহযোগিতার ব্যবস্থা শুরু করা উচিত।’
এ বিষয়ে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে আমি জানি না। ঊর্ধ্বতনদের নির্দেশে পুলিশ কাজে যোগদান করলে বিষয়টি দেখা যাবে।’

দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজও রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। শনিবার সকালে জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।
১৪ মিনিট আগে
রাজধানীর মিরপুর রোডে গ্যাসের প্রধান লাইনের ভালভ ফেটে যাওয়ার ফলে ঢাকা মহানগরীর একটি এলাকায় গ্যাসের মারাত্মক স্বল্পচাপ সৃষ্টি হয়েছে। আজ শনিবার এক বার্তায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এই তথ্য জানিয়েছে।
১৭ মিনিট আগে
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর লিখিত পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে ঠাকুরগাঁওয়ে ছয়জনকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। তাঁদের মধ্যে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড এবং একজনকে জরিমানা করা হয়েছে। এ ছাড়া একজন সন্দেহভাজন সহযোগীকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
৪১ মিনিট আগে
গণভোট নিয়ে মাঠে কাজ করা দিনমজুর ও বাজারের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছে আজকের পত্রিকা। তাঁরা জানান, সাধারণ ভোটের বিষয়টি তাঁরা জানেন এবং আগেও ভোট দিয়েছেন। কিন্তু গণভোট কী, এ সম্পর্কে তাঁদের কোনো ধারণা নেই।
১ ঘণ্টা আগে