নিজস্ব প্রতিবেদক,ঢাকা

জঙ্গি ছিনতাই পরিকল্পনা ও ছিনতাইয়ের পর তাঁদের আশ্রয় দেওয়ার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। গতকাল শুক্রবার রাতে নারায়ণগঞ্জের সাইনবোর্ড থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজন হলেন শিখা (৩১) ও হুশনা আক্তার।
ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে গ্রেপ্তার দুজনের বিষয় নিশ্চিত করেন সিটিটিসির প্রধান পুলিশের অতিরিক্ত কমিশনার মো. আসাদুজ্জামান।
গ্রেপ্তার দুজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ যা জানতে পেরেছে তার বরাত দিয়ে মো. আসাদুজ্জামান বলেন, প্রায় ছয় মাসের পরিকল্পনায় আদালত প্রাঙ্গণ থেকে পুলিশের ওপর হামলা করে ছিনিয়ে নেওয়া হয় জঙ্গি মইনুল হাসান শামিম ওরফে সিফাত ও মো. আবু সিদ্দিক সোহেলকে। এই ছিনতাই মিশনের মূল সমন্বয়কারীর কাজ করেছেন ফাতিহা তাসনিম শিখা। এই শিখা ছিনিয়ে নেওয়া দুই জঙ্গির একজন সোহেলের স্ত্রী।
সংবাদ সম্মেলনে বলা হয়, নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের শীর্ষ নেতৃবৃন্দের পরিকল্পনা ও নির্দেশনা মোতাবেক গত বছরের নভেম্বরে আদালতের কার্যক্রম শেষে পুলিশের ওপর আক্রমণ করে জঙ্গি ছিনতাইয়ের পরিকল্পনা করা হয়। শিখা এই কার্যক্রমে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেন। পরিচয় গোপন করে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্যরা জঙ্গি ছিনতাইয়ের পুরো পরিকল্পনা, প্রস্তুতি ও সমন্বয়ের উদ্দেশ্যে ঢাকা ও এর পার্শ্ববর্তী জেলায় একাধিক ‘আনসার হাউস’ ভাড়া নেন। সেখানে আনসার আল ইসলামের শীর্ষ এবং সামরিক শাখার দায়িত্বপ্রাপ্ত নেতা আয়মান, শিখাসহ অনেকেই আনসার আল ইসলাম সদস্যদের নিয়ে নিয়মিত মিটিং করতেন।
গ্রেপ্তার দুজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে মো. আসাদুজ্জামান বলেন, ঘটনার প্রায় ছয় মাস আগে থেকে জঙ্গি ছিনতাইয়ের পরিকল্পনা করা হয়। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে সিজেএম কোর্টে হাজিরা দেওয়ার সময় এই পরিকল্পনা বাস্তবায়নের সিদ্ধান্ত হয় এবং পরিকল্পনার সমন্বয়ক হিসেবে শিখাকে দায়িত্ব দেওয়া হয়। পরে ঘটনার দিন তিনি সিএমএম কোর্ট এলাকায় এসে পৌঁছে কৌশলে তাঁর বাবার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে ছিনতাইয়ের ঘটনায় নেতৃত্ব দেওয়া মশিউর রহমান আরমানসহ আনসার আল ইসলামের সদস্যের সঙ্গে যোগাযোগ করে পুরো পরিকল্পনা বাস্তবায়নে সক্রিয় অংশগ্রহণ করেন। ছিনিয়ে নেওয়া দুই জঙ্গিকে দ্রুত গ্রেপ্তার করার আশাবাদ জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

জঙ্গি ছিনতাই পরিকল্পনা ও ছিনতাইয়ের পর তাঁদের আশ্রয় দেওয়ার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। গতকাল শুক্রবার রাতে নারায়ণগঞ্জের সাইনবোর্ড থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজন হলেন শিখা (৩১) ও হুশনা আক্তার।
ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে গ্রেপ্তার দুজনের বিষয় নিশ্চিত করেন সিটিটিসির প্রধান পুলিশের অতিরিক্ত কমিশনার মো. আসাদুজ্জামান।
গ্রেপ্তার দুজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ যা জানতে পেরেছে তার বরাত দিয়ে মো. আসাদুজ্জামান বলেন, প্রায় ছয় মাসের পরিকল্পনায় আদালত প্রাঙ্গণ থেকে পুলিশের ওপর হামলা করে ছিনিয়ে নেওয়া হয় জঙ্গি মইনুল হাসান শামিম ওরফে সিফাত ও মো. আবু সিদ্দিক সোহেলকে। এই ছিনতাই মিশনের মূল সমন্বয়কারীর কাজ করেছেন ফাতিহা তাসনিম শিখা। এই শিখা ছিনিয়ে নেওয়া দুই জঙ্গির একজন সোহেলের স্ত্রী।
সংবাদ সম্মেলনে বলা হয়, নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের শীর্ষ নেতৃবৃন্দের পরিকল্পনা ও নির্দেশনা মোতাবেক গত বছরের নভেম্বরে আদালতের কার্যক্রম শেষে পুলিশের ওপর আক্রমণ করে জঙ্গি ছিনতাইয়ের পরিকল্পনা করা হয়। শিখা এই কার্যক্রমে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেন। পরিচয় গোপন করে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্যরা জঙ্গি ছিনতাইয়ের পুরো পরিকল্পনা, প্রস্তুতি ও সমন্বয়ের উদ্দেশ্যে ঢাকা ও এর পার্শ্ববর্তী জেলায় একাধিক ‘আনসার হাউস’ ভাড়া নেন। সেখানে আনসার আল ইসলামের শীর্ষ এবং সামরিক শাখার দায়িত্বপ্রাপ্ত নেতা আয়মান, শিখাসহ অনেকেই আনসার আল ইসলাম সদস্যদের নিয়ে নিয়মিত মিটিং করতেন।
গ্রেপ্তার দুজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে মো. আসাদুজ্জামান বলেন, ঘটনার প্রায় ছয় মাস আগে থেকে জঙ্গি ছিনতাইয়ের পরিকল্পনা করা হয়। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে সিজেএম কোর্টে হাজিরা দেওয়ার সময় এই পরিকল্পনা বাস্তবায়নের সিদ্ধান্ত হয় এবং পরিকল্পনার সমন্বয়ক হিসেবে শিখাকে দায়িত্ব দেওয়া হয়। পরে ঘটনার দিন তিনি সিএমএম কোর্ট এলাকায় এসে পৌঁছে কৌশলে তাঁর বাবার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে ছিনতাইয়ের ঘটনায় নেতৃত্ব দেওয়া মশিউর রহমান আরমানসহ আনসার আল ইসলামের সদস্যের সঙ্গে যোগাযোগ করে পুরো পরিকল্পনা বাস্তবায়নে সক্রিয় অংশগ্রহণ করেন। ছিনিয়ে নেওয়া দুই জঙ্গিকে দ্রুত গ্রেপ্তার করার আশাবাদ জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

দারিদ্র্য যেখানে নিত্যসঙ্গী, সেখানে নতুন ফসল হয়ে উঠেছে মুক্তির পথ। বাগেরহাটের ফকিরহাট উপজেলার হাজেরা বেগম (৪৫) ব্রকলি চাষ করে প্রমাণ করেছেন—সঠিক পরামর্শ ও সহায়তা পেলে গ্রামীণ নারীরাও লাভজনক কৃষিতে সফল হতে পারেন।
৪ ঘণ্টা আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আলম মণ্ডল দীর্ঘদিন ধরে পরিষদে অনুপস্থিত থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন ইউনিয়নের সাধারণ মানুষ। জন্মনিবন্ধন, নাগরিক সনদসহ নিত্যপ্রয়োজনীয় সেবা নিতে এসে দিনের পর দিন ঘুরে ফিরছেন সেবাপ্রত্যাশীরা।
৪ ঘণ্টা আগে
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝিনাই নদের ওপর ১৭ কোটি টাকা বরাদ্দে নবনির্মিত পিসি গার্ডার সেতুটি যানবাহন পারাপারে কাজে আসছে না। সেতুর উভয় পাড়ে সংযোগ সড়ক পাকা না করে কাজ ফেলে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এ ছাড়া সেতুর উভয় অংশে ১২০ মিটার নালা ও নদীভাঙন থেকে রক্ষায় ব্লক স্থাপন করা হয়নি। এতে সড়কটি দিয়ে প্রতি
৪ ঘণ্টা আগে
বাংলাদেশের ওষুধশিল্প বর্তমানে গভীর সংকটের মুখে। গুটিকয়েক বড় প্রতিষ্ঠানের বাইরে দেশের প্রায় ৬০ শতাংশ ওষুধ কোম্পানি রুগ্ণ অবস্থায় রয়েছে। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে বা বন্ধ হওয়ার পথে। নীতিসহায়তা ও বাস্তবভিত্তিক সিদ্ধান্ত না এলে দেশের ওষুধে স্বয়ংসম্পূর্ণতা মারাত্মক ঝুঁকিতে পড়বে বলে
৫ ঘণ্টা আগে