ধামরাই (ঢাকা) প্রতিনিধি

ঢাকার ধামরাইয়ে নারকেল গাছ থেকে পড়ে রাশেদুল ইসলাম রানা (১৫) নামে এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। সে হাতকোড়া জামিয়া মইনুল ইসলাম দাওরায়ে হাদিস মাদ্রাসার মাওলানা বিভাগের কাফিয়া শাখার ছাত্র ছিল। আজ শনিবার সন্ধ্যার দিকে গাঙ্গুটিয়া ইউনিয়নের হাতকোড়া এলাকার জামিয়া মইনুল ইসলাম দাওরায়ে হাদিস মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
নিহত রাশেদুল ইসলাম উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের হাতকোড়া গ্রামের ভোলানাথ স্কুলের পিয়ন মাহবুবুর রহমানের ছেলে।
স্থানীয়রা বলছে, রাশেদুলের ইচ্ছার বিরুদ্ধে ওই মাদ্রাসার প্রিন্সিপাল হাবিবুর রহমান জোর করে তাকে নারকেল গাছে উঠিয়ে দেন নারকেল পাড়ার জন্য। কিন্তু সে গাছে উঠতে পারে না বলে জানা যায়। গাছে ওঠার পর অসতর্কতার কারণে সে গাছ থেকে পড়ে ঘটনাস্থলেই মারা যায় বলে স্থানীয়দের ধারণা। গাছ থেকে পড়ে যাওয়ার পর অত্র প্রতিষ্ঠানের অন্য শিক্ষকেরা তাকে বারবাড়িয়া ডায়াগনস্টিক সেন্টারে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক রাশেদুলকে মৃত ঘোষণা করার পরপরই নিহতের বাবা মাহবুবুর রহমান মরদেহ নিয়ে খুলনা জেলায় নিজের গ্রামের বাড়ি চলে যান।
বিষয়টি ধামাচাপা দেওয়ার অভিযোগ উঠেছে প্রিন্সিপাল হাবিবুর রহমান বিরুদ্ধে। কিন্তু স্থানীয়দের কারণে বিষয়টি সকলের সামনে আসে।
এ বিষয়ে প্রতিষ্ঠানের প্রিন্সিপাল হাবিবুর রহমানকে একাধিকবার মোবাইলে ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।
এ বিষয়ে পুলিশের উপপরিদর্শক (এস ই) সাইদুজ্জামান বলেন, ‘সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে জানতে পারি গাছ থেকে পড়ে যাওয়ায় তাকে হাসপাতালে নিয়ে গেছে। কিন্তু চিকিৎসক মৃত ঘোষণার পরই তার বাবা নিহতের লাশ দাফনের জন্য নিজের খুলনা জেলায় তার বাড়িতে নিয়ে গেছে।’

ঢাকার ধামরাইয়ে নারকেল গাছ থেকে পড়ে রাশেদুল ইসলাম রানা (১৫) নামে এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। সে হাতকোড়া জামিয়া মইনুল ইসলাম দাওরায়ে হাদিস মাদ্রাসার মাওলানা বিভাগের কাফিয়া শাখার ছাত্র ছিল। আজ শনিবার সন্ধ্যার দিকে গাঙ্গুটিয়া ইউনিয়নের হাতকোড়া এলাকার জামিয়া মইনুল ইসলাম দাওরায়ে হাদিস মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
নিহত রাশেদুল ইসলাম উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের হাতকোড়া গ্রামের ভোলানাথ স্কুলের পিয়ন মাহবুবুর রহমানের ছেলে।
স্থানীয়রা বলছে, রাশেদুলের ইচ্ছার বিরুদ্ধে ওই মাদ্রাসার প্রিন্সিপাল হাবিবুর রহমান জোর করে তাকে নারকেল গাছে উঠিয়ে দেন নারকেল পাড়ার জন্য। কিন্তু সে গাছে উঠতে পারে না বলে জানা যায়। গাছে ওঠার পর অসতর্কতার কারণে সে গাছ থেকে পড়ে ঘটনাস্থলেই মারা যায় বলে স্থানীয়দের ধারণা। গাছ থেকে পড়ে যাওয়ার পর অত্র প্রতিষ্ঠানের অন্য শিক্ষকেরা তাকে বারবাড়িয়া ডায়াগনস্টিক সেন্টারে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক রাশেদুলকে মৃত ঘোষণা করার পরপরই নিহতের বাবা মাহবুবুর রহমান মরদেহ নিয়ে খুলনা জেলায় নিজের গ্রামের বাড়ি চলে যান।
বিষয়টি ধামাচাপা দেওয়ার অভিযোগ উঠেছে প্রিন্সিপাল হাবিবুর রহমান বিরুদ্ধে। কিন্তু স্থানীয়দের কারণে বিষয়টি সকলের সামনে আসে।
এ বিষয়ে প্রতিষ্ঠানের প্রিন্সিপাল হাবিবুর রহমানকে একাধিকবার মোবাইলে ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।
এ বিষয়ে পুলিশের উপপরিদর্শক (এস ই) সাইদুজ্জামান বলেন, ‘সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে জানতে পারি গাছ থেকে পড়ে যাওয়ায় তাকে হাসপাতালে নিয়ে গেছে। কিন্তু চিকিৎসক মৃত ঘোষণার পরই তার বাবা নিহতের লাশ দাফনের জন্য নিজের খুলনা জেলায় তার বাড়িতে নিয়ে গেছে।’

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটকের পর মারা যাওয়া রবিউল ইসলামের (৩৫) শরীরে ছয়টি স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে লাশের ময়নাতদন্তের পর এসব কথা জানিয়েছেন চিকিৎসক শামসুল আলম।
৭ মিনিট আগে
উত্তরের জেলা পঞ্চগড়ে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আজ বুধবার (৭ জানুয়ারি) জেলার তাপমাত্রা ৭.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। হিমালয় থেকে নেমে আসা পাহাড়ি হিম বাতাস শীতের তীব্রতা বাড়িয়ে দিয়েছে।
১ ঘণ্টা আগে
সেতুর মুখে সড়কের মাটি সরে বড় গর্ত তৈরি হয়েছে। প্রতিদিন ঝুঁকি নিয়ে এই সেতু পার হচ্ছে শত শত যানবাহন ও পথচারী।
১ ঘণ্টা আগে
নওগাঁয় আজ বুধবার চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৬.৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তীব্র শীতে নওগাঁর জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে। তীব্র ঠান্ডায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন দিনমজুর, ভ্যান ও রিকশাচালক, পথশিশু ও ছিন্নমূল মানুষ।
১ ঘণ্টা আগে