ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক সহকারী অধ্যাপক আজহার জাফর শাহর গাড়িচাপায় গতকাল শুক্রবার ক্যাম্পাস এলাকায় এক নারীর মৃত্যু হয়েছে। জনতার গণধোলাই খেয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে জাফর শাহ।
এ ঘটনায় গতকাল থেকে বিক্ষোভ, মশাল মিছিল ও উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী এবং বিভিন্ন ছাত্রসংগঠন।
আজ শনিবার বিকেলে নিরাপদ সড়ক ও ক্যাম্পাসসহ তিন দফা দাবি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ও প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বরাবর স্মারকলিপি দিয়েছেন শিক্ষার্থীরা।
স্মারকলিপি দেওয়ার সময় উপাচার্য দাবিগুলোর সঙ্গে একাত্মতা পোষণ করেছেন বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। স্মারকলিপিতে তিন দফার কথা উল্লেখ করা হয়েছে। দাবিগুলো হলো—১. ঢাবির রাস্তা যদি সিটি করপোরেশনের অধীনে থাকে তাহলে এটি ঢাবি কর্তৃপক্ষের আওতায় আনতে হবে। ২. অনতিবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনিয়ন্ত্রিত যানবাহনের নিয়ন্ত্রণ করতে হবে এবং অভ্যন্তরীণ যানবাহনের ক্ষেত্রে গতিসীমা নিয়ন্ত্রণ করতে হবে। ৩. ক্যাম্পাসের প্রত্যেকটি প্রবেশমুখে চেকপোস্ট বসাতে হবে।
স্মারকলিপি দেওয়ার বিষয়ে শামসুন্নাহার হল ছাত্র সংসদের সাবেক ভিপি শেখ তাসনীম ইমরোজ ইমি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্যার, প্রক্টর স্যারের সঙ্গে নিরাপদ সড়ক ও ক্যাম্পাসের বিষয়ে আলোচনা করেছি, স্মারকলিপি দিয়েছি। ওনারা আমাদের দাবিগুলো শুনেছেন, ইতিবাচক মনে হয়েছে। আশা করি, দ্রুত সমাধান হবে।’
কবি সুফিয়া কামাল হল সংসদের সাবেক জিএস মনিরা শারমিন বলেন, ‘আমি নিজেও আজকে সেই ঘটনার ভুক্তভোগী হতে পারতাম। ক্যাম্পাসে নিয়মিত শিক্ষার্থী ৩৭ হাজারের বেশি। তারা প্রতিনিয়ত এখানে চলাফেরা করে। এ ছাড়া কোনো সাধারণ মানুষও এর ভুক্তভোগী হতে পারত। তাই নিজেদের নিরাপত্তার জায়গা থেকে আমরা দাবিগুলো তুলে ধরেছি। আমরা মনে করি, আজকের আলোচনা ফলপ্রসূ হয়েছে এবং দ্রুততম সময়ের মধ্যে প্রশাসন কার্যকরী ব্যবস্থা গ্রহণ করবে। তবে তারা কী ধরনের ব্যবস্থা গ্রহণ করবে সেদিকে আমাদের সতর্ক দৃষ্টি থাকবে।’
শিক্ষার্থীদের স্মারকলিপি ও দাবিগুলোর বিষয়ে জানতে চাইলে ঢাবির উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘শিক্ষার্থীরা যে দাবিগুলো পেশ করেছে সেগুলো যৌক্তিক, তারা আমাদের নিয়মিত শিক্ষার্থীও বটে। আমি তাদের দাবি আমলে নিয়েছি, তাদের আশ্বস্ত করেছি। ঢাকা মহানগর দক্ষিণ সিটি করপোরেশনের সঙ্গেও আলাপ করেছি। আগামীকাল অফিশিয়াল চিঠি পাঠাব সিটি করপোরেশনের মেয়র বরাবর। আশা রাখছি, ক্যাম্পাস নিরাপদ রাখতে আমরা সুন্দর পদক্ষেপ নিতে পারব।’
স্মারকলিপি দেওয়ার সময় আরও উপস্থিত ছিলেন—ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আরমানুল হক, আরিফুল ইসলাম, দ্যুতি অরণ্য চৌধুরী, আবদুল্লাহ আল নোমান, গোলাম আযম, মোহাম্মদ রামিম খান, আহামেদউল্যাহ সিয়াম, জালাল আহমেদ, ফারিহা ইসলাম তিফলা প্রমুখ।
আরও পড়ুন:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক সহকারী অধ্যাপক আজহার জাফর শাহর গাড়িচাপায় গতকাল শুক্রবার ক্যাম্পাস এলাকায় এক নারীর মৃত্যু হয়েছে। জনতার গণধোলাই খেয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে জাফর শাহ।
এ ঘটনায় গতকাল থেকে বিক্ষোভ, মশাল মিছিল ও উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী এবং বিভিন্ন ছাত্রসংগঠন।
আজ শনিবার বিকেলে নিরাপদ সড়ক ও ক্যাম্পাসসহ তিন দফা দাবি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ও প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বরাবর স্মারকলিপি দিয়েছেন শিক্ষার্থীরা।
স্মারকলিপি দেওয়ার সময় উপাচার্য দাবিগুলোর সঙ্গে একাত্মতা পোষণ করেছেন বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। স্মারকলিপিতে তিন দফার কথা উল্লেখ করা হয়েছে। দাবিগুলো হলো—১. ঢাবির রাস্তা যদি সিটি করপোরেশনের অধীনে থাকে তাহলে এটি ঢাবি কর্তৃপক্ষের আওতায় আনতে হবে। ২. অনতিবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনিয়ন্ত্রিত যানবাহনের নিয়ন্ত্রণ করতে হবে এবং অভ্যন্তরীণ যানবাহনের ক্ষেত্রে গতিসীমা নিয়ন্ত্রণ করতে হবে। ৩. ক্যাম্পাসের প্রত্যেকটি প্রবেশমুখে চেকপোস্ট বসাতে হবে।
স্মারকলিপি দেওয়ার বিষয়ে শামসুন্নাহার হল ছাত্র সংসদের সাবেক ভিপি শেখ তাসনীম ইমরোজ ইমি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্যার, প্রক্টর স্যারের সঙ্গে নিরাপদ সড়ক ও ক্যাম্পাসের বিষয়ে আলোচনা করেছি, স্মারকলিপি দিয়েছি। ওনারা আমাদের দাবিগুলো শুনেছেন, ইতিবাচক মনে হয়েছে। আশা করি, দ্রুত সমাধান হবে।’
কবি সুফিয়া কামাল হল সংসদের সাবেক জিএস মনিরা শারমিন বলেন, ‘আমি নিজেও আজকে সেই ঘটনার ভুক্তভোগী হতে পারতাম। ক্যাম্পাসে নিয়মিত শিক্ষার্থী ৩৭ হাজারের বেশি। তারা প্রতিনিয়ত এখানে চলাফেরা করে। এ ছাড়া কোনো সাধারণ মানুষও এর ভুক্তভোগী হতে পারত। তাই নিজেদের নিরাপত্তার জায়গা থেকে আমরা দাবিগুলো তুলে ধরেছি। আমরা মনে করি, আজকের আলোচনা ফলপ্রসূ হয়েছে এবং দ্রুততম সময়ের মধ্যে প্রশাসন কার্যকরী ব্যবস্থা গ্রহণ করবে। তবে তারা কী ধরনের ব্যবস্থা গ্রহণ করবে সেদিকে আমাদের সতর্ক দৃষ্টি থাকবে।’
শিক্ষার্থীদের স্মারকলিপি ও দাবিগুলোর বিষয়ে জানতে চাইলে ঢাবির উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘শিক্ষার্থীরা যে দাবিগুলো পেশ করেছে সেগুলো যৌক্তিক, তারা আমাদের নিয়মিত শিক্ষার্থীও বটে। আমি তাদের দাবি আমলে নিয়েছি, তাদের আশ্বস্ত করেছি। ঢাকা মহানগর দক্ষিণ সিটি করপোরেশনের সঙ্গেও আলাপ করেছি। আগামীকাল অফিশিয়াল চিঠি পাঠাব সিটি করপোরেশনের মেয়র বরাবর। আশা রাখছি, ক্যাম্পাস নিরাপদ রাখতে আমরা সুন্দর পদক্ষেপ নিতে পারব।’
স্মারকলিপি দেওয়ার সময় আরও উপস্থিত ছিলেন—ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আরমানুল হক, আরিফুল ইসলাম, দ্যুতি অরণ্য চৌধুরী, আবদুল্লাহ আল নোমান, গোলাম আযম, মোহাম্মদ রামিম খান, আহামেদউল্যাহ সিয়াম, জালাল আহমেদ, ফারিহা ইসলাম তিফলা প্রমুখ।
আরও পড়ুন:

দারিদ্র্য যেখানে নিত্যসঙ্গী, সেখানে নতুন ফসল হয়ে উঠেছে মুক্তির পথ। বাগেরহাটের ফকিরহাট উপজেলার হাজেরা বেগম (৪৫) ব্রকলি চাষ করে প্রমাণ করেছেন—সঠিক পরামর্শ ও সহায়তা পেলে গ্রামীণ নারীরাও লাভজনক কৃষিতে সফল হতে পারেন।
৪ ঘণ্টা আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আলম মণ্ডল দীর্ঘদিন ধরে পরিষদে অনুপস্থিত থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন ইউনিয়নের সাধারণ মানুষ। জন্মনিবন্ধন, নাগরিক সনদসহ নিত্যপ্রয়োজনীয় সেবা নিতে এসে দিনের পর দিন ঘুরে ফিরছেন সেবাপ্রত্যাশীরা।
৪ ঘণ্টা আগে
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝিনাই নদের ওপর ১৭ কোটি টাকা বরাদ্দে নবনির্মিত পিসি গার্ডার সেতুটি যানবাহন পারাপারে কাজে আসছে না। সেতুর উভয় পাড়ে সংযোগ সড়ক পাকা না করে কাজ ফেলে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এ ছাড়া সেতুর উভয় অংশে ১২০ মিটার নালা ও নদীভাঙন থেকে রক্ষায় ব্লক স্থাপন করা হয়নি। এতে সড়কটি দিয়ে প্রতি
৪ ঘণ্টা আগে
বাংলাদেশের ওষুধশিল্প বর্তমানে গভীর সংকটের মুখে। গুটিকয়েক বড় প্রতিষ্ঠানের বাইরে দেশের প্রায় ৬০ শতাংশ ওষুধ কোম্পানি রুগ্ণ অবস্থায় রয়েছে। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে বা বন্ধ হওয়ার পথে। নীতিসহায়তা ও বাস্তবভিত্তিক সিদ্ধান্ত না এলে দেশের ওষুধে স্বয়ংসম্পূর্ণতা মারাত্মক ঝুঁকিতে পড়বে বলে
৫ ঘণ্টা আগে