Ajker Patrika

কদমতলীতে নির্বাচনী প্রচারের সময় জামায়াত নেত্রীর ওপর হামলার অভিযোগ

শ্যামপুর-কদমতলী (প্রতিনিধি) ঢাকা 
আপডেট : ২৮ জানুয়ারি ২০২৬, ২১: ৪৮
কদমতলীতে নির্বাচনী প্রচারের সময় জামায়াত নেত্রীর ওপর হামলার অভিযোগ
হাসপাতালে চিকিৎসাধীন জামায়াতে ইসলামীর নেত্রী কাজী মারিয়া ইসলাম বেবি। ছবি: আজকের পত্রিকা

‎ঢাকা-৪ আসনে নির্বাচনী গণসংযোগের সময় জামায়াতে ইসলামীর রুকন কাজী মারিয়া ইসলাম বেবির ওপর হামলার অভিযোগ উঠেছে।

আজ‎ বুধবার দুপুরে রাজধানীর কদমতলী থানাধীন ৫২ নম্বর ওয়ার্ডের ডিপটির গলির কাইল্লা পট্টি এলাকায় এ ঘটনা ঘটে।

‎জামায়াতে ইসলামীর দাবি, ঢাকা-৪ আসনে দলের মনোনীত প্রার্থী সৈয়দ জয়নুল আবেদীনের সমর্থনে গণসংযোগে অংশ নেন নেতা-কর্মীরা। এ সময় কয়েকজন ব্যক্তি তাঁদের ওপর হামলা চালায়। এতে দলের রুকন কাজী মারিয়া ইসলাম বেবি মাথায় গুরুতর আঘাত পান। তাঁকে দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁর মাথায় চারটি সেলাই দেন। বর্তমানে তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন।

এ ঘটনায় জামায়াতের প্রার্থী সৈয়দ জয়নুল আবেদীন বলেন, দলের রুকন ও নেত্রী কাজী মারিয়া ইসলাম বেবিকে মাথায় আঘাত করে পালিয়েছে দুর্বৃত্তরা। কে বা কারা এই হামলার সঙ্গে জড়িত, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

‎এ বিষয়ে কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আশরাফুজ্জামান বলেন, ‘ওই নেত্রীর ওপর হামলার বিষয়ে আমাদের কাছে কোনো লিখিত অভিযোগ আসেনি। বিষয়টি আমরা অবগত আছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নির্বাচনের সময় মানবাধিকার নিশ্চিত করুন— ড. ইউনূসকে অ্যামনেস্টির মহাসচিবের খোলা চিঠি

সরকারি কর্মকর্তাদের ৫ বছরের বেশি থাকা ঠিক নয়: প্রধান উপদেষ্টা

সুখবর পেলেন মোস্তাফিজ

কুষ্টিয়ায় বিএনপি প্রার্থী স্বামীর জন্য ভোট চাইলেন চীনা স্ত্রী

ভারতীয় পার্লামেন্টের দুই কক্ষেই খালেদা জিয়ার স্মরণে শোকপ্রস্তাব

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত