নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের ওপর হামলা ও তাঁর গাড়ি ভাঙচুরের ঘটনায় করা মামলায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর হারুন উর রশীদ হারুনসহ তিনজনকে এক দিন করে রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন এই রিমান্ড মঞ্জুর করেন।
অপর দুজন হলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি রফিক হাওলাদার ও যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি আলী আকবর চুন্নু।
দুপুরে তাঁদের আদালতে হাজির করেন মহানগর গোয়েন্দা পুলিশের এসআই ফরমান আলী। একই সঙ্গে প্রত্যেকের পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন। অন্যদিকে আইনজীবীরা তাঁদের রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে মঙ্গলবার তাঁদের গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
গত ২ নভেম্বর রাতে ও ৩ নভেম্বর সকালে রাজধানীর পৃথক এলাকায় অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা কারাগারে আছেন।
এর আগে ২ নভেম্বর বিকেলে রাজধানীর পল্টনে বিএনপির সমাবেশ চলাকালে বিচারপতি মানিকের গাড়িতে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় তাঁর দেহরক্ষী মো. রফিকুল ইসলাম বাদী হয়ে পল্টন মডেল থানায় মামলা দায়ের করেন। মামলায় ৫০ জনকে আসামি করা হয়।
মামলায় এ পর্যন্ত ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ১৩ জনকে আগেই কারাগারে পাঠানো হয়েছে।
হারুনসহ তিনজনের রিমান্ডের আবেদনে বলা হয়েছে এই আসামিদের উসকানিতে এবং তাদের প্রত্যক্ষ মদদে অবসরপ্রাপ্ত বিচারপতির গাড়িতে হামলা করা হয় বলে সাক্ষ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে। ঘটনার সঙ্গে আরও কারা জড়িত রয়েছে এবং কেন হামলা করা হয়েছে তা উদ্ঘাটনের জন্য রিমান্ডে নেওয়া প্রয়োজন।

সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের ওপর হামলা ও তাঁর গাড়ি ভাঙচুরের ঘটনায় করা মামলায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর হারুন উর রশীদ হারুনসহ তিনজনকে এক দিন করে রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন এই রিমান্ড মঞ্জুর করেন।
অপর দুজন হলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি রফিক হাওলাদার ও যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি আলী আকবর চুন্নু।
দুপুরে তাঁদের আদালতে হাজির করেন মহানগর গোয়েন্দা পুলিশের এসআই ফরমান আলী। একই সঙ্গে প্রত্যেকের পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন। অন্যদিকে আইনজীবীরা তাঁদের রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে মঙ্গলবার তাঁদের গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
গত ২ নভেম্বর রাতে ও ৩ নভেম্বর সকালে রাজধানীর পৃথক এলাকায় অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা কারাগারে আছেন।
এর আগে ২ নভেম্বর বিকেলে রাজধানীর পল্টনে বিএনপির সমাবেশ চলাকালে বিচারপতি মানিকের গাড়িতে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় তাঁর দেহরক্ষী মো. রফিকুল ইসলাম বাদী হয়ে পল্টন মডেল থানায় মামলা দায়ের করেন। মামলায় ৫০ জনকে আসামি করা হয়।
মামলায় এ পর্যন্ত ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ১৩ জনকে আগেই কারাগারে পাঠানো হয়েছে।
হারুনসহ তিনজনের রিমান্ডের আবেদনে বলা হয়েছে এই আসামিদের উসকানিতে এবং তাদের প্রত্যক্ষ মদদে অবসরপ্রাপ্ত বিচারপতির গাড়িতে হামলা করা হয় বলে সাক্ষ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে। ঘটনার সঙ্গে আরও কারা জড়িত রয়েছে এবং কেন হামলা করা হয়েছে তা উদ্ঘাটনের জন্য রিমান্ডে নেওয়া প্রয়োজন।

রাজশাহীতে রাস্তার কাজের সাইটে চাঁদা চাইতে গিয়ে পিটুনির শিকার হয়েছেন এক বিএনপির কর্মী। বৃহস্পতিবার বিকেলে রাজশাহীর পবা উপজেলার নওহাটা কলেজ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনে হামলা ও ভাঙচুরের ঘটনায় ২৬ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ বৃহস্পতিবার রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেছেন।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে শিক্ষকের প্রাইভেট কারের ধাক্কায় এক ছাত্রী আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের তাপসী রাবেয়া হলের সামনে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। আহত ওই ছাত্রী রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের অর্থোপেডিকস ওয়ার্ডে ভর্তি রয়েছেন।
২ ঘণ্টা আগে
রাজশাহীর পুঠিয়া উপজেলার ঝলমলিয়া কলাহাটের ভেতরে উল্টে যাওয়া বালুর ট্রাকের নিচে পড়ে আহত কলার ব্যাপারী রায়হানুল ইসলামও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি মারা যান। এ নিয়ে এই দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা দাঁড়াল পাঁচজনে
২ ঘণ্টা আগে