নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের ওপর হামলা ও তাঁর গাড়ি ভাঙচুরের ঘটনায় করা মামলায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর হারুন উর রশীদ হারুনসহ তিনজনকে এক দিন করে রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন এই রিমান্ড মঞ্জুর করেন।
অপর দুজন হলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি রফিক হাওলাদার ও যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি আলী আকবর চুন্নু।
দুপুরে তাঁদের আদালতে হাজির করেন মহানগর গোয়েন্দা পুলিশের এসআই ফরমান আলী। একই সঙ্গে প্রত্যেকের পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন। অন্যদিকে আইনজীবীরা তাঁদের রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে মঙ্গলবার তাঁদের গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
গত ২ নভেম্বর রাতে ও ৩ নভেম্বর সকালে রাজধানীর পৃথক এলাকায় অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা কারাগারে আছেন।
এর আগে ২ নভেম্বর বিকেলে রাজধানীর পল্টনে বিএনপির সমাবেশ চলাকালে বিচারপতি মানিকের গাড়িতে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় তাঁর দেহরক্ষী মো. রফিকুল ইসলাম বাদী হয়ে পল্টন মডেল থানায় মামলা দায়ের করেন। মামলায় ৫০ জনকে আসামি করা হয়।
মামলায় এ পর্যন্ত ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ১৩ জনকে আগেই কারাগারে পাঠানো হয়েছে।
হারুনসহ তিনজনের রিমান্ডের আবেদনে বলা হয়েছে এই আসামিদের উসকানিতে এবং তাদের প্রত্যক্ষ মদদে অবসরপ্রাপ্ত বিচারপতির গাড়িতে হামলা করা হয় বলে সাক্ষ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে। ঘটনার সঙ্গে আরও কারা জড়িত রয়েছে এবং কেন হামলা করা হয়েছে তা উদ্ঘাটনের জন্য রিমান্ডে নেওয়া প্রয়োজন।

সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের ওপর হামলা ও তাঁর গাড়ি ভাঙচুরের ঘটনায় করা মামলায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর হারুন উর রশীদ হারুনসহ তিনজনকে এক দিন করে রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন এই রিমান্ড মঞ্জুর করেন।
অপর দুজন হলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি রফিক হাওলাদার ও যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি আলী আকবর চুন্নু।
দুপুরে তাঁদের আদালতে হাজির করেন মহানগর গোয়েন্দা পুলিশের এসআই ফরমান আলী। একই সঙ্গে প্রত্যেকের পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন। অন্যদিকে আইনজীবীরা তাঁদের রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে মঙ্গলবার তাঁদের গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
গত ২ নভেম্বর রাতে ও ৩ নভেম্বর সকালে রাজধানীর পৃথক এলাকায় অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা কারাগারে আছেন।
এর আগে ২ নভেম্বর বিকেলে রাজধানীর পল্টনে বিএনপির সমাবেশ চলাকালে বিচারপতি মানিকের গাড়িতে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় তাঁর দেহরক্ষী মো. রফিকুল ইসলাম বাদী হয়ে পল্টন মডেল থানায় মামলা দায়ের করেন। মামলায় ৫০ জনকে আসামি করা হয়।
মামলায় এ পর্যন্ত ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ১৩ জনকে আগেই কারাগারে পাঠানো হয়েছে।
হারুনসহ তিনজনের রিমান্ডের আবেদনে বলা হয়েছে এই আসামিদের উসকানিতে এবং তাদের প্রত্যক্ষ মদদে অবসরপ্রাপ্ত বিচারপতির গাড়িতে হামলা করা হয় বলে সাক্ষ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে। ঘটনার সঙ্গে আরও কারা জড়িত রয়েছে এবং কেন হামলা করা হয়েছে তা উদ্ঘাটনের জন্য রিমান্ডে নেওয়া প্রয়োজন।

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মুছারচর এলাকায় প্রতিবন্ধী এক অটোরিকশাচালকের স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে মুছারচর সড়কের ঢালে সোহেল (৪০) নামের ওই ব্যক্তির লাশ পাওয়া যায়।
২০ মিনিট আগে
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, ‘আমাদেরই একটি অংশ চায় না যাতে নির্বাচন ভালো হোক। তবে আগামী নির্বাচনে কী হবে, কী হবে না, তা ঠিক করবে তরুণরা।’
১ ঘণ্টা আগে
ডিএনসিসি প্রশাসক বলেন, ভাড়া দেওয়ার আগে অবশ্যই বাড়িটি বসবাসের উপযোগী করে রাখতে হবে। বাড়িতে ইউটিলিটি সার্ভিসের (গ্যাস, বিদ্যুৎ ও পানি) নিরবচ্ছিন্ন সংযোগ ও প্রতিদিন গৃহস্থালি বর্জ্য সংগ্রহসহ অন্যান্য সব সুবিধা নিশ্চিত করতে হবে। তবে ইউটিলিটি সার্ভিসের ক্ষেত্রে যথাযথ বিলের বেশি বা লাভ নেওয়া যাবে না।
১ ঘণ্টা আগে
বরিশালের হিজলা উপজেলা-সংলগ্ন মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিখোঁজ চার জেলের মধ্যে দুজনের লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। আজ মঙ্গলবার ভোর ৫টায় উপজেলার ধুলখোলা ইউনিয়নের পালপাড়া গ্রামের পূর্ব পাশে মেঘনা নদীতে ভাসমান অবস্থায় তাঁদের লাশ উদ্ধার করা হয়। উদ্ধার জেলেরা হলেন মেহেন্দিগঞ্জ উপজেলার
১ ঘণ্টা আগে