ঢাবি প্রতিনিধি

উন্নয়নের দিক দিয়ে ঢাকা সিঙ্গাপুরকে ছাড়িয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার। ‘পদ্মা সেতু নির্মাণে বুয়েটের ভূমিকা’ শীর্ষক রচনা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
আজ মঙ্গলবার বিকেলে কাউন্সিল ভবনে বুয়েটের ছাত্রকল্যাণ পরিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য।
ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মিজানুর রহমানের সভাপতিত্বে আলোচক হিসেবে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা ও একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক অজয় দাশ গুপ্ত, বিশেষ অতিথির বক্তব্য দেন বুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল জব্বার খান।
অনুষ্ঠানে ভিসি অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার বলেন, ‘পদ্মানদীর আসল রূপ অনেকেই দেখেনি। আমি দেখেছি। পদ্মানদী আর বিদেশের নদী এক নয়। বিদেশি কনসালট্যান্ট এসে পদ্মা নদীতে কাজ করতে পারবে না। তারা যে নদী দেখেছে আর পদ্মানদীর প্রেক্ষাপট এক না। তারা কোনো কল্পনা করতে পারবে না পদ্মা নদী কী!’ এ সময় প্রমত্তা পদ্মার ভয়ংকর রূপ নিয়ে স্মৃতি রোমন্থন করেন উপাচার্য।
বুয়েট উপাচার্য আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবকিছু করছেন চ্যালেঞ্জ নিয়ে। চ্যালেঞ্জ নিয়ে তিনি এগিয়ে যাচ্ছেন। একটি সুন্দর সাহসী ভূমিকা পালন করেছেন বলেই আজ পদ্মা সেতু রূপ পেয়েছে। ওনার নেতৃত্বে বাংলাদেশ আরও অনেক দূর এগিয়ে যাবে। ঢাকার যে উন্নয়ন হচ্ছে তা সিঙ্গাপুরকে ছাড়িয়ে যাবে এবং ছাড়িয়ে যাচ্ছে। এই উন্নয়নের ধারাবাহিকতায় বুয়েট সব সময় অবদান রাখবে বলে আশা করি।’
আলোচকেরা পদ্মা সেতু নির্মাণে বুয়েটের যেসব প্রকৌশলী অবদান রেখেছেন তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ‘প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্ব ও সাহসী সিদ্ধান্তের’ জন্য যে নিজেদের অর্থে পদ্মা সেতু নির্মাণ সম্ভব হয়েছে সে জন্য প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানান তাঁরা। ২০১৪ সালে যে স্বপ্নযাত্রার শুরু হয়, আগামী ২৫ জুন প্রধানমন্ত্রী সেতু উদ্বোধনের মাধ্যমে সে মধুর স্বপ্নযাত্রার পরিসমাপ্তি ঘটবে বলেও উল্লেখ করেন বক্তারা।
একই সঙ্গে বক্তারা পদ্মাসেতু নির্মাণে বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী, প্রকৌশলী ড. এসএম শফিউল্লাহ, পুরকৌশলী ড. আলমগীর হাবিব, অধ্যাপক ড. আইনুন নিশাতসহ অন্য বুয়েটিয়ানদের অবদানের কথা উল্লেখ করেন।
আলোচনা শেষে রচনা প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীসহ ১৬ জনকে পুরস্কার দেওয়া হয়।

উন্নয়নের দিক দিয়ে ঢাকা সিঙ্গাপুরকে ছাড়িয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার। ‘পদ্মা সেতু নির্মাণে বুয়েটের ভূমিকা’ শীর্ষক রচনা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
আজ মঙ্গলবার বিকেলে কাউন্সিল ভবনে বুয়েটের ছাত্রকল্যাণ পরিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য।
ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মিজানুর রহমানের সভাপতিত্বে আলোচক হিসেবে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা ও একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক অজয় দাশ গুপ্ত, বিশেষ অতিথির বক্তব্য দেন বুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল জব্বার খান।
অনুষ্ঠানে ভিসি অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার বলেন, ‘পদ্মানদীর আসল রূপ অনেকেই দেখেনি। আমি দেখেছি। পদ্মানদী আর বিদেশের নদী এক নয়। বিদেশি কনসালট্যান্ট এসে পদ্মা নদীতে কাজ করতে পারবে না। তারা যে নদী দেখেছে আর পদ্মানদীর প্রেক্ষাপট এক না। তারা কোনো কল্পনা করতে পারবে না পদ্মা নদী কী!’ এ সময় প্রমত্তা পদ্মার ভয়ংকর রূপ নিয়ে স্মৃতি রোমন্থন করেন উপাচার্য।
বুয়েট উপাচার্য আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবকিছু করছেন চ্যালেঞ্জ নিয়ে। চ্যালেঞ্জ নিয়ে তিনি এগিয়ে যাচ্ছেন। একটি সুন্দর সাহসী ভূমিকা পালন করেছেন বলেই আজ পদ্মা সেতু রূপ পেয়েছে। ওনার নেতৃত্বে বাংলাদেশ আরও অনেক দূর এগিয়ে যাবে। ঢাকার যে উন্নয়ন হচ্ছে তা সিঙ্গাপুরকে ছাড়িয়ে যাবে এবং ছাড়িয়ে যাচ্ছে। এই উন্নয়নের ধারাবাহিকতায় বুয়েট সব সময় অবদান রাখবে বলে আশা করি।’
আলোচকেরা পদ্মা সেতু নির্মাণে বুয়েটের যেসব প্রকৌশলী অবদান রেখেছেন তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ‘প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্ব ও সাহসী সিদ্ধান্তের’ জন্য যে নিজেদের অর্থে পদ্মা সেতু নির্মাণ সম্ভব হয়েছে সে জন্য প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানান তাঁরা। ২০১৪ সালে যে স্বপ্নযাত্রার শুরু হয়, আগামী ২৫ জুন প্রধানমন্ত্রী সেতু উদ্বোধনের মাধ্যমে সে মধুর স্বপ্নযাত্রার পরিসমাপ্তি ঘটবে বলেও উল্লেখ করেন বক্তারা।
একই সঙ্গে বক্তারা পদ্মাসেতু নির্মাণে বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী, প্রকৌশলী ড. এসএম শফিউল্লাহ, পুরকৌশলী ড. আলমগীর হাবিব, অধ্যাপক ড. আইনুন নিশাতসহ অন্য বুয়েটিয়ানদের অবদানের কথা উল্লেখ করেন।
আলোচনা শেষে রচনা প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীসহ ১৬ জনকে পুরস্কার দেওয়া হয়।

নড়াইলে সড়ক দুর্ঘটনায় মিজানুর গাজী (৫০) নামে এক কৃষিশ্রমিক নিহত হয়েছেন। গতকাল রোববার রাত সাড়ে ৭টার দিকে সদর উপজেলার নড়াইল-লোহাগড়া সড়কের হাওয়াইখালী সেতুর সন্নিকটে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিজানুর গাজী যশোরের বাঘারপাড়া উপজেলার শ্রীরামপুর গ্রামের মৃত ফেলু গাজীর ছেলে।
২০ মিনিট আগে
২০২৪ সালে জুলাই গণ-অভ্যুত্থানের সময় রায়েরবাজার কবরস্থানে অজ্ঞাত পরিচয়ে দাফন করা ১১৪ জনের মধ্যে ৮ জনের পরিচয় শনাক্ত করে তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। রায়েরবাজার কবরস্থানে দাফন করা জুলাই আন্দোলনে শহীদরা হলেন...
২৬ মিনিট আগে
মৌলভীবাজারের রাজনগর উপজেলার মুন্সিবাজার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রাহেল হোসেন বিএনপিতে যোগদান করেছেন। সম্প্রতি মৌলভীবাজার-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এম নাসের রহমান রাহেল হোসেনের গলায় ফুলের মালা পরিয়ে তাঁকে বিএনপিতে বরণ করে নেন।
৩২ মিনিট আগে
পাবনার ঈশ্বরদীতে আজ সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। হাড় কাঁপানো শীতে কাঁপছে পাবনাসহ উত্তরের জেলাগুলো। রাত থেকে পরদিন দুপুর পর্যন্ত প্রচণ্ড কুয়াশায় আচ্ছন্ন থাকছে চারদিক। ঈশ্বরদী আবহাওয়া অফিসের আবহাওয়া...
১ ঘণ্টা আগে