Ajker Patrika

শিক্ষা জাতীয়করণসহ ১২ দফা দাবি শিক্ষকদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৯ মে ২০২৩, ১৩: ১১
শিক্ষা জাতীয়করণসহ ১২ দফা দাবি শিক্ষকদের

শিক্ষাব্যবস্থা জাতীয়করণসহ সরকারের কাছে ১২ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ শিক্ষক-কর্মচারী সমিতি ফেডারেশন। আজ সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ শিক্ষক-কর্মচারী সমিতি ফেডারেশনের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনের নেতারা। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বাংলাদেশ শিক্ষক কর্মচারী ফেডারেশন ও বাংলাদেশ কলেজশিক্ষক সমিতির আহ্বায়ক ও সমন্বয়কারী আসাদুল হক ১২ দফা দাবি জানান। দাবিগুলোর মধ্যে রয়েছে, সরকারি শিক্ষক-কর্মচারীদের মতো বেসরকারি শিক্ষক-কর্মচারীদেরও উৎসব ভাতা, বাড়ি ভাড়াসহ অন্যান্য সুবিধা দেওয়া, শিক্ষা খাতে জিডিপির ৬ শতাংশ ও বাজেটের ২০ শতাংশ বরাদ্দ রাখা, অনুপাত প্রথা বিলুপ্ত করে ৩ ক্যাটাগরিতে অধ্যাপক পদে শিক্ষকদের পদোন্নতি দেওয়া, এমপিও শর্ত পূরণকারী শিক্ষকদের এমপিওভুক্ত করা, অভিজ্ঞতার আলোকে প্রতিষ্ঠানপ্রধানদের দুটি উচ্চতর স্কেল দেওয়া, সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের বেতন স্কেল সমান করা, এমপিও জনবল কাঠামো-২০২১-এর ১১ এর ১৩ ধারা বাতিল করা, শিক্ষাপ্রতিষ্ঠানের চাকরি বিধিমালা-২০১২ দ্রুত বাস্তবায়ন করা, শিক্ষাসংশ্লিষ্ট দপ্তরে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের আনুপাতিক হারে প্রেষণে নিয়োগ দেওয়া, কারিগরি ও ভকেশনাল বিশ্ববিদ্যালয় স্থাপন করা, জাতীয় শিক্ষানীতি-২০১০ বাস্তবায়ন করা ও শিক্ষা আইন প্রণয়ন করা। 

এসব দাবি বাস্তবায়নে শিক্ষকদের সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানান সংগঠনের নেতারা। তা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তাঁরা। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি নুর মোহাম্মদ তালুকদারসহ অন্যরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের সঙ্গে গ্রুপ পরিবর্তনে রাজি ‘না’ আয়ারল্যান্ড

ইসির ভেতরে আপিল শুনানি, বাইরে ছাত্রদলের ঘেরাও কর্মসূচি

১০০ কোটি ডলার দিলেই কেবল মিলবে ট্রাম্পের শান্তি পরিষদের সদস্যপদ

নুরের আসনে কমিটি বিলুপ্ত: বিএনপি নেতা-কর্মীদের উল্লাসের কারণ কী

মাঘেও তাপমাত্রা কি বাড়তেই থাকবে— যা জানাল আবহাওয়া অধিদপ্তর

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত