Ajker Patrika

ইসলামী ব্যাংক ও এস আলম গ্রুপ নিয়ে গুজব ছড়ায় জামায়াত-শিবির: ডিবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৯ জানুয়ারি ২০২৩, ১৬: ১৬
ইসলামী ব্যাংক ও এস আলম গ্রুপ নিয়ে গুজব ছড়ায় জামায়াত-শিবির: ডিবি

জামায়াতে ইসলামী ও এর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির ইসলামী ব্যাংক ও এস আলম গ্রুপকে নিয়ে গুজব ছড়িয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ। তিনি বলেন, ‘জামায়াত-শিবির চক্রটি দেশ-বিদেশে ব্যাংক, রিজার্ভে অর্থ না থাকা ও ব্যাংক থেকে আমানত তুলে ফেলার গুজব ছড়াচ্ছে।’

রাজধানীর মিন্টো রোডে আজ সোমবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে ডিবির প্রধান সাংবাদিকদের এসব তথ্য জানান। 

স্বাধীনতাবিরোধীদের কাছ থেকে ইসলামী ব্যাংক দখলমুক্ত হলে জামায়াত-শিবির চক্র ব্যাংকটির ব্যবস্থাপনা নিয়ে অপপ্রচার চালাতে থাকে বলে মন্তব্য করেন ডিবির প্রধান। তিনি বলেন, ‘এই চক্রের মূল উদ্দেশ্য দেশের আর্থিক খাতকে অস্থিতিশীল করে সরকারকে বেকায়দায় ফেলা। তারা এস আলম গ্রুপসহ বিভিন্ন প্রতিষ্ঠানের চেয়ারম্যানদের নামে অপপ্রচার চালিয়ে আসছে।’ 

হারুন অর রশীদ বলেন, ‘ব্যাংকিং খাতে হাজার হাজার কোটি টাকা লুটপাটের অপপ্রচার চালালেও এর প্রমাণ গুজব রটানোকারীরা দিতে পারেননি। তারা প্রবাসীদের রেমিট্যান্স দেশে না পাঠানোর বিষয়ে প্রচারণা চালাচ্ছে। তারা ব্যাংক দেউলিয়া হবে, ব্যাংকে টাকা না থাকাসহ বিভিন্ন গুজব রটাচ্ছে। এ বিষয়ে সবাইকে সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে।’ 

রাজধানীর বিভিন্ন স্থান থেকে কয়েকজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশএদিকে ব্যাংকিং খাত নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে রাজধানীর গুলশান থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। মামলাটি তদন্তের দায়িত্ব পায় ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের সোশ্যাল মিডিয়া ক্রাইম ইনভেস্টিগেশন দল। 

তদন্তের ভিত্তিতে রাজধানীর বিভিন্ন স্থান থেকে পাঁচজনকে গ্রেপ্তার করেছে ডিবি। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মোহাম্মদ নূর উন নবী, আফসার উদ্দিন রোমান, আবু সাইদ সাজু, মো. স্বাধীন মিয়া ও মো. আব্দুস সালাম। 

গ্রেপ্তারের বিষয়ে ডিবির প্রধান বলেন, ‘গ্রেপ্তার ব্যক্তিরা দেশে বসে গুজব ছড়িয়েছেন। এই চক্রের অনেকেরই নাম পেয়েছি। এমনকি ইসলামি ব্যাংকের সাবেক পরিচালক ও বর্তমান কর্মকর্তা রয়েছেন। তাঁদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেব।’ 

গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়ে ডিবির প্রধান আরও বলেন, ‘দেশে বর্তমানে পর্যাপ্ত বৈদেশিক মুদ্রার রিজার্ভ রয়েছে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান দেউলিয়া হওয়ার বিষয়টি গুজব। আতঙ্কিত হয়ে ব্যাংক থেকে আমানত তোলা থেকে বিরত থাকতে হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আইসিসি থেকে বিসিবি বছরে আসলে কত টাকা পায়

ইন্টারনেট ব্ল্যাকআউটে ইরান, বিক্ষোভকারীরা ট্রাম্পতুষ্টি করছে বললেন খামেনি

ছয়জনের লিফটে বরসহ ১০ জন উঠে আটকা, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার

‘রাতারাতি’ পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম জাপান—চীনের বিস্ফোরক দাবি

‘নির্বাচন কমিশন ধানের শীষ দিলেও আপত্তি নেই’

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত