প্রতিনিধি, রায়পুরা

নরসিংদীর রায়পুরায় কিন্ডারগার্টেন গুলোতে মাত্র ১০ শতাংশ শিক্ষার্থী ক্লাসে ফিরেছে। এই প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন বন্ধ থাকায় অনেক শিক্ষার্থী শিশু শ্রম,মাছ ধরাসহ নানাবিধ কাজে জড়িয়ে পড়েছে।তাই আর্থিক ক্ষতির মুখে পড়েছে প্রতিষ্ঠানগুলো। বেতন না পেয়ে শিক্ষকতা ছাড়ছেন অনেকেই।
প্রতিষ্ঠানগুলোর সঙ্গে জড়িতরা জানান,দীর্ঘদিন স্কুল বন্ধ থাকায় অনেকেই যোগাযোগ বন্ধ করে দিয়েছেন। তাই প্রতিষ্ঠানগুলোতে ভর্তি হওয়া ৯০ শতাংশ শিক্ষার্থী হারিয়েছে তারা। এর জন্য তারা দায়ী করছেন শিক্ষার্থীদের পরিবারের আর্থিক সংকটকে। কারন পরিবার টানতেই শিক্ষার্থীরা নানা কাজে জড়িত হয়ে পড়েছে। ফলে খরচ চালাতে না পেরে হিমশিম খাচ্ছে প্রতিষ্ঠানগুলো। বেতন না পেয়ে শিক্ষকদের অনেকেই কৃষক,গার্মেন্টস কর্মী, সবজি বিক্রেতা, কাপড় বিক্রেতা,দোকানদার, হিসেবে কাজ করছেন।প্রতিষ্ঠান টিকিয়ে রাখতে না পেরে অনেক মালিকরা স্কুল বিক্রি করে দিতে চাচ্ছেন।
এক কিন্ডারগার্টেন প্রধান শাহীন আহমেদ বলেন,দেড় বছর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় আমাদের অনেক ঋণ হয়ে গেছে। আগে অনেক টিউশনি করলেও এখন সেগুলোও নেই। বেতন দিতে না পারায় ২০ জন স্টাফের মধ্যে মাত্র পাঁচজন আছেন।
এ বিষয়ে উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক মোখলেছুর রহমান বলেন, ' কিন্ডারগার্টেনগুলো বন্ধ থাকায় এই এলাকার শিশুশ্রম বেড়ে গেছে। তাছাড়া এদের অনেকেই মাদ্রাসায় ভর্তি হয়েছে।তাই শিক্ষার্থী খরায় ভুগছে এই প্রতিষ্ঠানগুলো। তাই আমরা বড় ধরনের ক্ষতির মধ্যে পড়েছি।সরকারের প্রণোদনা ছাড়া এই ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব নয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাসান মোহাম্মদ জুনায়েদ বলেন, চর অঞ্চল হওয়ায় এই এলাকার মানুষের আর্থিক সচ্ছলতা কম। তাই অতি মারিতে পরিবারের আর্থিক অনটনে এলাকার শিশুরা বিভিন্ন কাজে জড়িয়ে পড়েছে।তবে এই শিশুদের স্কুলে ফেরানোর জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

নরসিংদীর রায়পুরায় কিন্ডারগার্টেন গুলোতে মাত্র ১০ শতাংশ শিক্ষার্থী ক্লাসে ফিরেছে। এই প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন বন্ধ থাকায় অনেক শিক্ষার্থী শিশু শ্রম,মাছ ধরাসহ নানাবিধ কাজে জড়িয়ে পড়েছে।তাই আর্থিক ক্ষতির মুখে পড়েছে প্রতিষ্ঠানগুলো। বেতন না পেয়ে শিক্ষকতা ছাড়ছেন অনেকেই।
প্রতিষ্ঠানগুলোর সঙ্গে জড়িতরা জানান,দীর্ঘদিন স্কুল বন্ধ থাকায় অনেকেই যোগাযোগ বন্ধ করে দিয়েছেন। তাই প্রতিষ্ঠানগুলোতে ভর্তি হওয়া ৯০ শতাংশ শিক্ষার্থী হারিয়েছে তারা। এর জন্য তারা দায়ী করছেন শিক্ষার্থীদের পরিবারের আর্থিক সংকটকে। কারন পরিবার টানতেই শিক্ষার্থীরা নানা কাজে জড়িত হয়ে পড়েছে। ফলে খরচ চালাতে না পেরে হিমশিম খাচ্ছে প্রতিষ্ঠানগুলো। বেতন না পেয়ে শিক্ষকদের অনেকেই কৃষক,গার্মেন্টস কর্মী, সবজি বিক্রেতা, কাপড় বিক্রেতা,দোকানদার, হিসেবে কাজ করছেন।প্রতিষ্ঠান টিকিয়ে রাখতে না পেরে অনেক মালিকরা স্কুল বিক্রি করে দিতে চাচ্ছেন।
এক কিন্ডারগার্টেন প্রধান শাহীন আহমেদ বলেন,দেড় বছর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় আমাদের অনেক ঋণ হয়ে গেছে। আগে অনেক টিউশনি করলেও এখন সেগুলোও নেই। বেতন দিতে না পারায় ২০ জন স্টাফের মধ্যে মাত্র পাঁচজন আছেন।
এ বিষয়ে উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক মোখলেছুর রহমান বলেন, ' কিন্ডারগার্টেনগুলো বন্ধ থাকায় এই এলাকার শিশুশ্রম বেড়ে গেছে। তাছাড়া এদের অনেকেই মাদ্রাসায় ভর্তি হয়েছে।তাই শিক্ষার্থী খরায় ভুগছে এই প্রতিষ্ঠানগুলো। তাই আমরা বড় ধরনের ক্ষতির মধ্যে পড়েছি।সরকারের প্রণোদনা ছাড়া এই ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব নয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাসান মোহাম্মদ জুনায়েদ বলেন, চর অঞ্চল হওয়ায় এই এলাকার মানুষের আর্থিক সচ্ছলতা কম। তাই অতি মারিতে পরিবারের আর্থিক অনটনে এলাকার শিশুরা বিভিন্ন কাজে জড়িয়ে পড়েছে।তবে এই শিশুদের স্কুলে ফেরানোর জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পাঁচ দিন পিছিয়ে ২৫ জানুয়ারি ধার্য করা হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এই তারিখ ধার্য করেন।
৯ মিনিট আগে
নির্বাচন কমিশনে আপিল মঞ্জুর হওয়ায় টাঙ্গাইলের দুই নারীসহ ১৮ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। এর ফলে টাঙ্গাইলের আটটি আসনে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়াল ৫৫। টাঙ্গাইলের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
১১ মিনিট আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে অভিযানে গিয়ে সন্ত্রাসীদের হামলায় নিহত র্যাব কর্মকর্তা মো. মোতালেব হোসেনের প্রথম জানাজা চট্টগ্রামে র্যাব কার্যালয়ে সম্পন্ন হয়েছে। এ সময় তাঁর সহকর্মীরা তাঁকে শেষবারের মতো শ্রদ্ধা জানিয়েছেন। জানাজা শেষে তাঁর লাশ নিয়ে অ্যাম্বুলেন্স কুমিল্লায় নিজ গ্রামের পথে রওনা দিয়েছে বলে
১২ মিনিট আগে
‘গণভোটের ব্যাপারে সরকারের যে তৎপরতা দেখছি, দুষ্কৃতকারীদের দমনে সেই তৎপরতা দেখছি না। তফসিল ঘোষণার পর ১৫ জন নেতা-কর্মী নিহত হয়েছে, কিন্তু নির্বাচন কমিশন কী করছে?’
৩২ মিনিট আগে