Ajker Patrika

গাজীপুরে জুয়ার আসর থেকে গ্রেপ্তার ১৮ 

গাজীপুর প্রতিনিধি
আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৩, ২১: ৩৯
গাজীপুরে জুয়ার আসর থেকে গ্রেপ্তার ১৮ 

গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন ১ নম্বর ওয়ার্ডের পানিসাইল এলাকায় পরিত্যক্ত টিনের ঘর থেকে জুয়া খেলার সময় ১৮ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। 

গ্রেপ্তারকৃতরা হলেন মো. ইসমাইল হোসেন (৩৮), মো. হাফিজুর রহমান (৪৮), মো. শামীম হোসেন (৩১), মো. নজরুল ইসলাম (৩৬), সোহাগ মিয়া (৩২), মো. শফিকুল ইসলাম (২৮), শাহাদাত হোসেন (৬০), মো. দেলোয়ার হোসেন (৪৭), মো. আবদুল হালিম (২৮), মো. দেলোয়ার হোসেন (৩৫), মো. কামাল হোসেন (৪১), নুর ইমাম (৩৫), আবদুল করিম (২৭), মো. লাল মিয়া (৩০), মো. রতন মৃধা (৪১), মো. সোহেল (৩৮), লিটন মিয়া (৩২) ও ইউনুস আলী (৩২)। 

গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ২০৮টি তাস, ১১ হাজার ৪৭০ টাকা এবং ৭ বান্ডিল তাসের প্যাকেট জব্দ করা হয়। 

গাজীপুর মহানগর পুলিশের কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ রাফিউল করিম জানান, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের বিরুদ্ধে কাশিমপুর থানায় প্রকাশ্য জুয়া খেলা আইনের ৩ ও ৪ ধারায় মামলা রুজু করা হয়। আজ আসামিদের বিজ্ঞ আদালতে হাজির করলে বিচারক তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন। 

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএনপি-জামায়াত হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিল নতুন জরিপ

ক্রীড়া উপদেষ্টার বক্তব্যে সৃষ্ট ধোঁয়াশা পরিষ্কার করল বিসিবি

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

ইরানের বিক্ষোভে খুব কাছ থেকে মাথায় গুলি করে ছাত্রীকে হত্যা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত