নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মশক নিধন কার্যক্রম পরিদর্শন করবে সংসদীয় কমিটি। কর্তৃপক্ষের পদক্ষেপ সরেজমিনে পরিদর্শনে মেজর (অব.) রফিকুল ইসলামকে আহ্বায়ক করে চার সদস্য বিশিষ্ট একটি সাব-কমিটিও গঠন করা হয়েছে।
আজ রোববার সংসদ ভবনে অনুষ্ঠিত পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ সাব-কমিটি গঠন করা হয় বলে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বৈঠকে আইন পরিবর্তন করে মশক নিধনের কীটনাশক আমদানিতে শুল্কহার কমানোর সুপারিশ করা হয়।
বৈঠকে প্রকল্প গ্রহণের আগে অংশীজনদের সঙ্গে আলোচনা করে প্রকল্প বাস্তবায়নে সম্ভাব্য বাধা নিরসন করে প্রকল্প গ্রহণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং সিটি করপোরেশনকে চলমান রাস্তা ও অন্যান্য নির্মাণকাজের মান তদারকির সুপারিশ করা হয়। দুই সিটি করপোরেশন কর্তৃক এডিস মশা বাহিত ডেঙ্গু রোগ নিয়ন্ত্রণে গৃহীত কার্যক্রম ও বাস্তব অগ্রগতি প্রতিবেদন বৈঠকে কমিটির কাছে উপস্থাপন করা হয়।
কমিটির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান, মেজর (অব.) রফিকুল ইসলাম (বীর উত্তম), সাবের হোসেন চৌধুরী, হাফিজ আহমদ মজুমদার, বীরেন শিকদার এবং আদিবা আনজুম মিতা বৈঠকে অংশ নেন। এ ছাড়া বিশেষ আমন্ত্রণে পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে এখন পর্যন্ত ২৫২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকার রোগীই বেশি। এডিস মশা নিধনে ঢাকার দুই সিটি করপোরেশনসহ দেশের প্রধান প্রধান নগর কর্তৃপক্ষ ব্যাপক অভিযান পরিচালনা করলেও এখনো ডেঙ্গু নিয়ন্ত্রণে আসার কোনো লক্ষণ নেই।

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মশক নিধন কার্যক্রম পরিদর্শন করবে সংসদীয় কমিটি। কর্তৃপক্ষের পদক্ষেপ সরেজমিনে পরিদর্শনে মেজর (অব.) রফিকুল ইসলামকে আহ্বায়ক করে চার সদস্য বিশিষ্ট একটি সাব-কমিটিও গঠন করা হয়েছে।
আজ রোববার সংসদ ভবনে অনুষ্ঠিত পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ সাব-কমিটি গঠন করা হয় বলে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বৈঠকে আইন পরিবর্তন করে মশক নিধনের কীটনাশক আমদানিতে শুল্কহার কমানোর সুপারিশ করা হয়।
বৈঠকে প্রকল্প গ্রহণের আগে অংশীজনদের সঙ্গে আলোচনা করে প্রকল্প বাস্তবায়নে সম্ভাব্য বাধা নিরসন করে প্রকল্প গ্রহণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং সিটি করপোরেশনকে চলমান রাস্তা ও অন্যান্য নির্মাণকাজের মান তদারকির সুপারিশ করা হয়। দুই সিটি করপোরেশন কর্তৃক এডিস মশা বাহিত ডেঙ্গু রোগ নিয়ন্ত্রণে গৃহীত কার্যক্রম ও বাস্তব অগ্রগতি প্রতিবেদন বৈঠকে কমিটির কাছে উপস্থাপন করা হয়।
কমিটির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান, মেজর (অব.) রফিকুল ইসলাম (বীর উত্তম), সাবের হোসেন চৌধুরী, হাফিজ আহমদ মজুমদার, বীরেন শিকদার এবং আদিবা আনজুম মিতা বৈঠকে অংশ নেন। এ ছাড়া বিশেষ আমন্ত্রণে পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে এখন পর্যন্ত ২৫২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকার রোগীই বেশি। এডিস মশা নিধনে ঢাকার দুই সিটি করপোরেশনসহ দেশের প্রধান প্রধান নগর কর্তৃপক্ষ ব্যাপক অভিযান পরিচালনা করলেও এখনো ডেঙ্গু নিয়ন্ত্রণে আসার কোনো লক্ষণ নেই।

মিরসরাইয়ে লরির ধাক্কায় হুমায়ুন কবির (২৫) নামের এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের মিঠাছড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
৮ মিনিট আগে
মব সৃষ্টি করে তিন পুলিশ সদস্যকে হেনস্তার অভিযোগে বগুড়ার ধুনটে দুই ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশের জেলা গোয়েন্দা বিভাগ (ডিবি)। গতকাল সোমবার রাতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাঁদেরকে গ্রেপ্তার করে।
১০ মিনিট আগে
মৌলভীবাজার-৩ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আব্দুল মন্নান। কিন্তু এই আসনে ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে খেলাফত মজলিসের আহমদ বেলালকে সম্প্রতি মনোনীত করা হয়েছে। আর তাই ফুঁসে উঠেছেন এলাকাবাসী।
২৩ মিনিট আগে
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে রোহিঙ্গাদের অন্তত ৪৫০টি বসতঘর, লার্নিং সেন্টার, মসজিদ, মক্তবসহ অন্যান্য স্থাপনা পুড়ে গেছে। গতকাল সোমবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের ১৬ নম্বর শফিউল্লাহ কাটা ক্যাম্পে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
২৬ মিনিট আগে