নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকার আদালতে মামলার শুনানি শেষে চেম্বারের ফেরার পথে অসুস্থ হয়ে এক আইনজীবীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে শফিউল আলম ওরফে আলাউদ্দিন নামের এই আইনজীবীর মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তীব্র গরমে হিট স্ট্রোকে তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ঢাকা আইনজীবী সমিতির ক্লিনিকে কর্মরত চিকিৎসকেরা।
প্রত্যক্ষদর্শী আইনজীবী মো. ওসমান গণি জানান, দুপুর সাড়ে ১২টার দিকে ওই আইনজীবী চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে শুনানি শেষে চেম্বারে ফিরছিলেন। পথেই তিনি অসুস্থ বোধ করেন। পাশের একজন আইনজীবীর ঘাড়ে হাত রেখে বলেন, ‘আমি অসুস্থ বোধ করছি। আমাকে ডাক্তারের কাছে নিয়ে যান।’ তখন উপস্থিত আইনজীবীরা তাঁকে ঢাকা আইনজীবী সমিতির ক্লিনিকে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরও তিনি সুস্থ না হওয়ায় পার্শ্ববর্তী ন্যাশনাল মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক খন্দকার গোলাম কিবরিয়া জোবায়ের বলেন, ‘সাধারণ আইনজীবীদের মুখে শুনেছি, হিট স্ট্রোকে তাঁর মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ মেডিকেল রিপোর্ট পেলে জানা যাবে।’
সহকর্মীরা বলছেন, তীব্র গরমের মধ্যে কোট-গাউন পরার কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন। ড্রেস কোড পরিবর্তনের জন্য ঢাকা আইনজীবী সমিতির পক্ষ থেকে এবং দেশের বিভিন্ন জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে এরই মধ্যে প্রধান বিচারপতিকে চিঠি লেখা হয়েছে।
আইনজীবীদের শঙ্কা, প্রতিদিন গরম যেভাবে বাড়ছে ড্রেস কোড পরিবর্তন না হলে ভবিষ্যতে আরও অঘটন ঘটতে পারে।
আইনজীবী শফিউল আলমের বাড়ি মাদারীপুর জেলার কালকিনি উপজেলায়। তিনি ২০২১ সালে ঢাকা আইনজীবী সমিতির সদস্য হিসেবে তালিকাভুক্ত হন। বিকেল চারটায় ঢাকা আইনজীবী সমিতি ভবনের সামনে তাঁর প্রথম জানাজা হওয়ার কথা।

ঢাকার আদালতে মামলার শুনানি শেষে চেম্বারের ফেরার পথে অসুস্থ হয়ে এক আইনজীবীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে শফিউল আলম ওরফে আলাউদ্দিন নামের এই আইনজীবীর মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তীব্র গরমে হিট স্ট্রোকে তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ঢাকা আইনজীবী সমিতির ক্লিনিকে কর্মরত চিকিৎসকেরা।
প্রত্যক্ষদর্শী আইনজীবী মো. ওসমান গণি জানান, দুপুর সাড়ে ১২টার দিকে ওই আইনজীবী চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে শুনানি শেষে চেম্বারে ফিরছিলেন। পথেই তিনি অসুস্থ বোধ করেন। পাশের একজন আইনজীবীর ঘাড়ে হাত রেখে বলেন, ‘আমি অসুস্থ বোধ করছি। আমাকে ডাক্তারের কাছে নিয়ে যান।’ তখন উপস্থিত আইনজীবীরা তাঁকে ঢাকা আইনজীবী সমিতির ক্লিনিকে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরও তিনি সুস্থ না হওয়ায় পার্শ্ববর্তী ন্যাশনাল মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক খন্দকার গোলাম কিবরিয়া জোবায়ের বলেন, ‘সাধারণ আইনজীবীদের মুখে শুনেছি, হিট স্ট্রোকে তাঁর মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ মেডিকেল রিপোর্ট পেলে জানা যাবে।’
সহকর্মীরা বলছেন, তীব্র গরমের মধ্যে কোট-গাউন পরার কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন। ড্রেস কোড পরিবর্তনের জন্য ঢাকা আইনজীবী সমিতির পক্ষ থেকে এবং দেশের বিভিন্ন জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে এরই মধ্যে প্রধান বিচারপতিকে চিঠি লেখা হয়েছে।
আইনজীবীদের শঙ্কা, প্রতিদিন গরম যেভাবে বাড়ছে ড্রেস কোড পরিবর্তন না হলে ভবিষ্যতে আরও অঘটন ঘটতে পারে।
আইনজীবী শফিউল আলমের বাড়ি মাদারীপুর জেলার কালকিনি উপজেলায়। তিনি ২০২১ সালে ঢাকা আইনজীবী সমিতির সদস্য হিসেবে তালিকাভুক্ত হন। বিকেল চারটায় ঢাকা আইনজীবী সমিতি ভবনের সামনে তাঁর প্রথম জানাজা হওয়ার কথা।

টানা ছয় দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে উত্তরের জেলা পঞ্চগড়ে। কনকনে শীত ও ঘন কুয়াশায় দিন শুরু হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে গিয়ে রোদ ওঠায় কিছুটা স্বস্তি মিলছে। বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে
৩৩ মিনিট আগে
নদের এক পারে মনিরামপুর উপজেলার ডুমুরখালি বাজার এবং অপর পারে ঝিকরগাছা উপজেলার উজ্জ্বলপুর গ্রাম। এ ছাড়া নদীর ওপারে ডুমুরখালী গ্রামের মানুষের বিস্তীর্ণ ফসলি জমি ও মাছের ঘের রয়েছে। দীর্ঘদিন ধরে যোগাযোগব্যবস্থার অভাবে দুই পারের মানুষকে নৌকায় পারাপারের ঝুঁকি নিয়ে চলাচল করতে হতো।
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আপিল শুনানিতে পিরোজপুর-২ (কাউখালী, ভান্ডারিয়া ও নেছারাবাদ) আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মাহমুদ হোসেনের মনোনয়ন বাতিল বহাল রাখা হয়েছে। ১ শতাংশ ভোটারের সমর্থনসূচক তালিকায় গরমিল এবং ঋণখেলাপি থাকার অভিযোগে তাঁর আপিল নামঞ্জুর করেছে নির্বাচন কমিশন। ফলে আসন্ন নির্বাচনে তাঁর
১ ঘণ্টা আগে
অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীন সৈনিকদের শপথবাক্য পাঠ করাবেন এবং কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করবেন।
২ ঘণ্টা আগে