নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আইসিটি (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) অধিদপ্তরের দুটি প্রকল্পের ১৬৩ জন প্রোগ্রামারের চাকরি স্থায়ীকরণ প্রজ্ঞাপন ২৪ ঘণ্টার মধ্যে পুনরায় বহাল করতে আলটিমেটাম দিয়েছেন সংক্ষুব্ধরা।
আজ সোমবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলনে এই আলটিমেটাম দেন তাঁরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের রাজস্ব খাতে স্থায়ীকৃত ১ম ব্যাচের কর্মকর্তাবৃন্দের পক্ষে আরও তিনটি দাবি পেশ করেন সহকারী প্রোগ্রামার শহীদুল ইসলাম। এগুলোর মধ্যে গ্রেড ৯ এর সকল কর্মকর্তার ওপর জ্যেষ্ঠতা প্রদান, ভূতাপেক্ষভাবে পদোন্নতি এবং অতিরিক্ত সচিব হাবিবুর রহমান কমিটি বাতিল করার দাবি জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে প্রোগ্রামার তাহনিয়াতুল ইসলাম এডিসন, সহকারী প্রোগ্রামার নুরুল আমীন, আহসান হাবীব, জাহাঙ্গীর আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শহীদুল ইসলাম বলেন, ‘সরকারি চাকরিতে পদোন্নতি, পেনশন ও আনুষঙ্গিক সুবিধা প্রাপ্য হওয়ার জন্য চাকরি স্থায়ীকরণ হওয়া আবশ্যক। কিন্তু দীর্ঘ ১০ বছর পর আমাদের চাকরি স্থায়ীকরণ করার কারণে আমরা পদোন্নতিসহ সকল সুবিধা থেকে বঞ্চিত হয়েছি। এমন বৈষম্যমূলক আচরণ ও ষড়যন্ত্রের কারণে আমরা আইসিটি অধিদপ্তরের ৯ম গ্রেডের প্রথম জনবল হয়েও প্রায় ৫ থেকে ৭ বছর পর ২০১৯ ও ২০২২ সালে নিয়োগপ্রাপ্ত সহকারী প্রোগ্রামার এবং সহকারী নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারদের জুনিয়র হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। কর্তৃপক্ষ এখনই এর প্রতিকার না করলে এটি আমাদের স্থায়ী বঞ্চনায় পরিণত হবে। আর যেহেতু আমরা অধিদপ্তরের ৯ম গ্রেডের প্রথম জনবল সেহেতু আমাদের একই গ্রেডের সকল কর্মকর্তার ওপর জ্যেষ্ঠতা প্রদান করতে হবে। আমাদের চাকরি স্থায়ীকরণের তারিখ রাজস্ব খাতে স্থানান্তরের তারিখেই বহাল রাখতে হবে এবং আমাদের ভূতাপেক্ষ পদোন্নতি প্রদান করতে হবে।’

আইসিটি (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) অধিদপ্তরের দুটি প্রকল্পের ১৬৩ জন প্রোগ্রামারের চাকরি স্থায়ীকরণ প্রজ্ঞাপন ২৪ ঘণ্টার মধ্যে পুনরায় বহাল করতে আলটিমেটাম দিয়েছেন সংক্ষুব্ধরা।
আজ সোমবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলনে এই আলটিমেটাম দেন তাঁরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের রাজস্ব খাতে স্থায়ীকৃত ১ম ব্যাচের কর্মকর্তাবৃন্দের পক্ষে আরও তিনটি দাবি পেশ করেন সহকারী প্রোগ্রামার শহীদুল ইসলাম। এগুলোর মধ্যে গ্রেড ৯ এর সকল কর্মকর্তার ওপর জ্যেষ্ঠতা প্রদান, ভূতাপেক্ষভাবে পদোন্নতি এবং অতিরিক্ত সচিব হাবিবুর রহমান কমিটি বাতিল করার দাবি জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে প্রোগ্রামার তাহনিয়াতুল ইসলাম এডিসন, সহকারী প্রোগ্রামার নুরুল আমীন, আহসান হাবীব, জাহাঙ্গীর আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শহীদুল ইসলাম বলেন, ‘সরকারি চাকরিতে পদোন্নতি, পেনশন ও আনুষঙ্গিক সুবিধা প্রাপ্য হওয়ার জন্য চাকরি স্থায়ীকরণ হওয়া আবশ্যক। কিন্তু দীর্ঘ ১০ বছর পর আমাদের চাকরি স্থায়ীকরণ করার কারণে আমরা পদোন্নতিসহ সকল সুবিধা থেকে বঞ্চিত হয়েছি। এমন বৈষম্যমূলক আচরণ ও ষড়যন্ত্রের কারণে আমরা আইসিটি অধিদপ্তরের ৯ম গ্রেডের প্রথম জনবল হয়েও প্রায় ৫ থেকে ৭ বছর পর ২০১৯ ও ২০২২ সালে নিয়োগপ্রাপ্ত সহকারী প্রোগ্রামার এবং সহকারী নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারদের জুনিয়র হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। কর্তৃপক্ষ এখনই এর প্রতিকার না করলে এটি আমাদের স্থায়ী বঞ্চনায় পরিণত হবে। আর যেহেতু আমরা অধিদপ্তরের ৯ম গ্রেডের প্রথম জনবল সেহেতু আমাদের একই গ্রেডের সকল কর্মকর্তার ওপর জ্যেষ্ঠতা প্রদান করতে হবে। আমাদের চাকরি স্থায়ীকরণের তারিখ রাজস্ব খাতে স্থানান্তরের তারিখেই বহাল রাখতে হবে এবং আমাদের ভূতাপেক্ষ পদোন্নতি প্রদান করতে হবে।’

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৩ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৩ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৩ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৪ ঘণ্টা আগে