শ্যামপুর-কদমতলী প্রতিনিধি

রাজধানীর ডেমরায় আম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে সহোদর দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। তারা হলো আরিয়ান মিয়া (৮) ও তার ছোট ভাই রায়হান মিয়া (২)। আজ বুধবার বেলা দেড়টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এলাকাবাসীর অভিযোগ, আম ও অন্য ফল চুরি প্রতিরোধে বাড়ির সব গাছে বৈদ্যুতিক তারের মাধ্যমে অবৈধভাবে বিদ্যুৎ স্থাপন করেছেন ওই বাড়ির মালিক। দুই দিন আগেও তাঁদের বাড়িতে বিদ্যুতায়িত হয়ে দুই কুকুর মারা যায়। তখন বিষয়টি জানানোর পরেও আমলে না নিয়ে দাম্ভিকতা দেখিয়ে এড়িয়ে যান বাড়ির মালিকের দুই ছেলে দিপু ও টিপু।
এদিকে সহোদর দুই ভাইয়ের মৃত্যুর ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন বাড়ির মালিকের স্ত্রী জাহানারা বেগম (৬৫) ও তাঁর মেয়ে অ্যাডভোকেট নিপা আক্তার (৪০), জেরা (৩০) ও সারা (২০)। বাড়ির মালিকের দুই ছেলে দিপু ইসলাম (৪০) ও টিপু ইসলাম (৩৫) পলাতক রয়েছেন।
ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ঘটনায় উত্তেজিত এলাকাবাসী অভিযুক্তদের বিরুদ্ধে ‘ফাঁসি চাই’ বলে স্লোগান দিয়ে ওই বাড়িতে ইটপাটকেল ছুড়েছে ও ভাঙচুর করেছে বলে জানা গেছে।
মৃত দুই শিশুর মা এনি বেগম জানান, তিনি তারকাঁটার একটি কারখানায় কাজ করেন। তাঁর স্বামী মারফত আলী পেশায় ভ্যানচালক। তাঁরা ব্যাংক কলোনি এলাকার বাসিন্দা। আজ বুধবার সকালে এনি বেগম তাঁর দুই ছেলেকে নিয়ে কারখানায় কাজে যান। এ সময় খেলার ছলে আরিয়ান ও রায়হান ওই বাড়িতে আম পাড়তে গেলে তারা বিদ্যুতায়িত হয়। তারা গাছের সঙ্গে একজনের নিচে আরেকজন ঝুলে ছিল।
এ ঘটনা দেখতে পান প্রতিবেশী ইয়াছির আরাফাত নাম এক রাজমিস্ত্রি। তিনি ওই দুই শিশুকে গাছের নিচে ঝুলে থাকতে দেখে তাদের মাকে খবর দিলে দ্রুত মা সন্তানদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এ সময় ওখানকার কর্তব্যরত ডাক্তার শিশুদের মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শী রাজমিস্ত্রি ইয়াছির আরাফাত বলেন, ‘কাজ শেষে বাড়ি ফিরে জানালা দিয়ে দেখি দুই শিশু আমগাছের সঙ্গে ঝুলে আছে মৃতের মতো। পরে আমি চিৎকার শুরু করলে তার মা পার্শ্ববর্তী কারখানা থেকে খবর পেয়ে শিশুদের উদ্ধার করেন।’
এ বিষয়ে ডিএসসিসির ৬৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মতিন সাউদ বলেন, ‘আম ও বিভিন্ন ফল চুরি প্রতিরোধে গাছে বিদ্যুৎ স্থাপন করা খুবই ভয়াবহ একটি কাজ, যা মোটেও ওদের উচিত হয়নি। এই চরম অপরাধের কারণে দুটি কোমলমতি শিশু আজ মারা গেল। ওদের সঠিক বিচার হওয়া উচিত। মৃত বড় ছেলে আরিয়ান মাদ্রাসায় প্রথম শ্রেণিতে পড়াশোনা করে বলে শুনেছি।’
এ বিষয়ে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ডেমরা শাখার নির্বাহী প্রকৌশলী মো. রবিউল ইসলাম বলেন, দুই শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে সাময়িকভাবে ওই বাড়ির বিদ্যুতের তার কেটে দেওয়া হয়েছে। তাঁদের লাইন অবৈধ কি না, তা যাচাই-বাছাই করা হচ্ছে।
ডেমরা থানার ওসি মো. শফিকুর রহমান বলেন, গাছে বিদ্যুৎ দিয়ে দুটি হত্যার অভিযোগটি অত্যন্ত অমানবিক ও পাষণ্ড কাজ। এ বিষয়ে মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা জরুরি ভিত্তিতে গ্রহণ করা হবে।

রাজধানীর ডেমরায় আম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে সহোদর দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। তারা হলো আরিয়ান মিয়া (৮) ও তার ছোট ভাই রায়হান মিয়া (২)। আজ বুধবার বেলা দেড়টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এলাকাবাসীর অভিযোগ, আম ও অন্য ফল চুরি প্রতিরোধে বাড়ির সব গাছে বৈদ্যুতিক তারের মাধ্যমে অবৈধভাবে বিদ্যুৎ স্থাপন করেছেন ওই বাড়ির মালিক। দুই দিন আগেও তাঁদের বাড়িতে বিদ্যুতায়িত হয়ে দুই কুকুর মারা যায়। তখন বিষয়টি জানানোর পরেও আমলে না নিয়ে দাম্ভিকতা দেখিয়ে এড়িয়ে যান বাড়ির মালিকের দুই ছেলে দিপু ও টিপু।
এদিকে সহোদর দুই ভাইয়ের মৃত্যুর ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন বাড়ির মালিকের স্ত্রী জাহানারা বেগম (৬৫) ও তাঁর মেয়ে অ্যাডভোকেট নিপা আক্তার (৪০), জেরা (৩০) ও সারা (২০)। বাড়ির মালিকের দুই ছেলে দিপু ইসলাম (৪০) ও টিপু ইসলাম (৩৫) পলাতক রয়েছেন।
ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ঘটনায় উত্তেজিত এলাকাবাসী অভিযুক্তদের বিরুদ্ধে ‘ফাঁসি চাই’ বলে স্লোগান দিয়ে ওই বাড়িতে ইটপাটকেল ছুড়েছে ও ভাঙচুর করেছে বলে জানা গেছে।
মৃত দুই শিশুর মা এনি বেগম জানান, তিনি তারকাঁটার একটি কারখানায় কাজ করেন। তাঁর স্বামী মারফত আলী পেশায় ভ্যানচালক। তাঁরা ব্যাংক কলোনি এলাকার বাসিন্দা। আজ বুধবার সকালে এনি বেগম তাঁর দুই ছেলেকে নিয়ে কারখানায় কাজে যান। এ সময় খেলার ছলে আরিয়ান ও রায়হান ওই বাড়িতে আম পাড়তে গেলে তারা বিদ্যুতায়িত হয়। তারা গাছের সঙ্গে একজনের নিচে আরেকজন ঝুলে ছিল।
এ ঘটনা দেখতে পান প্রতিবেশী ইয়াছির আরাফাত নাম এক রাজমিস্ত্রি। তিনি ওই দুই শিশুকে গাছের নিচে ঝুলে থাকতে দেখে তাদের মাকে খবর দিলে দ্রুত মা সন্তানদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এ সময় ওখানকার কর্তব্যরত ডাক্তার শিশুদের মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শী রাজমিস্ত্রি ইয়াছির আরাফাত বলেন, ‘কাজ শেষে বাড়ি ফিরে জানালা দিয়ে দেখি দুই শিশু আমগাছের সঙ্গে ঝুলে আছে মৃতের মতো। পরে আমি চিৎকার শুরু করলে তার মা পার্শ্ববর্তী কারখানা থেকে খবর পেয়ে শিশুদের উদ্ধার করেন।’
এ বিষয়ে ডিএসসিসির ৬৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মতিন সাউদ বলেন, ‘আম ও বিভিন্ন ফল চুরি প্রতিরোধে গাছে বিদ্যুৎ স্থাপন করা খুবই ভয়াবহ একটি কাজ, যা মোটেও ওদের উচিত হয়নি। এই চরম অপরাধের কারণে দুটি কোমলমতি শিশু আজ মারা গেল। ওদের সঠিক বিচার হওয়া উচিত। মৃত বড় ছেলে আরিয়ান মাদ্রাসায় প্রথম শ্রেণিতে পড়াশোনা করে বলে শুনেছি।’
এ বিষয়ে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ডেমরা শাখার নির্বাহী প্রকৌশলী মো. রবিউল ইসলাম বলেন, দুই শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে সাময়িকভাবে ওই বাড়ির বিদ্যুতের তার কেটে দেওয়া হয়েছে। তাঁদের লাইন অবৈধ কি না, তা যাচাই-বাছাই করা হচ্ছে।
ডেমরা থানার ওসি মো. শফিকুর রহমান বলেন, গাছে বিদ্যুৎ দিয়ে দুটি হত্যার অভিযোগটি অত্যন্ত অমানবিক ও পাষণ্ড কাজ। এ বিষয়ে মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা জরুরি ভিত্তিতে গ্রহণ করা হবে।

নিজের অবৈধ আয়কে বৈধ দেখাতে ‘মায়ের দান’ হিসেবে উল্লেখ করার অভিযোগ উঠেছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইম্প্রুভমেন্ট প্রজেক্টের অতিরিক্ত প্রকল্প পরিচালক মো. আবু হেনা মোস্তফা কামালের বিরুদ্ধে।
৩৫ মিনিট আগে
মিয়ানমার থেকে আসা গুলিতে আহত টেকনাফের শিশু হুজাইফা আফনানকে (৯) রাজধানীর জাতীয় নিউরোসায়েন্সেস ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে তাকে হাসপাতালে আনা হয়। এর আগে দুপুরে উন্নত চিকিৎসার জন্য আইসিইউ অ্যাম্বুলেন্সে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল...
৩৮ মিনিট আগে
চট্টগ্রামের মিরসরাইয়ে বউভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে এক নারী নিহত হয়েছেন। তিনি কনের নানি। এ ঘটনায় তিনজন আহত হন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার জোরারগঞ্জ থানার বাদামতলা এলাকায় বারইয়ারহাট-রামগড় সড়কের এ দুর্ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে
সিলেট-৫ আসনে বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুককে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদের সঙ্গে অশালীন আচরণের কথা উল্লেখ করা হয়।
৩ ঘণ্টা আগে