Ajker Patrika

এবার শুরু ঢাকায় ফেরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১২ জুলাই ২০২২, ১২: ১৪
এবার শুরু ঢাকায় ফেরা

ঈদের ছুটি শেষ। জীবিকার প্রয়োজনে ফের রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ। আজ মঙ্গলবার থেকে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার খুলছে।

মঙ্গলবার রাজধানীর বাস ও লঞ্চ টার্মিনালগুলোতে ঢাকামুখী মানুষের চাপ দেখা গেছে।

সরেজমিনে দেখা গেছে, ঈদের তৃতীয় দিন সকাল থেকেই কর্মজীবী মানুষ রাজধানীতে ঢুকতে শুরু করেছেন। টানা চার দিনের ছুটি শেষে রাজধানীতে ফিরছেন তাঁরা। তবে ঢাকায় আসা মানুষের সংখ্যা খুব একটা বেশি নয়। 

গত রোববার (১০ জুলাই) সারা দেশে পালিত হয়েছে পবিত্র ঈদুল আজহা। ঈদ উপলক্ষে ৯, ১০ ও ১১ জুলাই (শনি, রবি ও সোমবার) সরকারি সাধারণ ছুটি। ঈদের ছুটির আগের দিন ছিল শুক্রবার সাপ্তাহিক ছুটি। 

এর আগে গত বৃহস্পতিবার ছিল ঈদের আগে শেষ কর্মদিবস। সেই হিসাবে টানা চার দিন ঈদের ছুটি শেষে আজ অফিসে যোগ দেবেন কর্মজীবীরা। খুলবে ব্যাংক-বিমা, শেয়ারবাজার ও বেসরকারি প্রতিষ্ঠান।

এদিকে ঈদ উপলক্ষে ৮ থেকে ৯ জুলাই পর্যন্ত ৬৫ লাখ ৭৮ হাজার ৮৬৬ জন সিম ব্যবহারকারী ঢাকা ছেড়েছেন। তবে অনেকেই একাধিক সিম ব্যবহার করেন। আবার অনেক শিশু কিংবা নারী মোবাইল ব্যবহার করেন না। তাই ঠিক কতজন ঢাকা ছেড়েছেন, তা সঠিক বলা যাচ্ছে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট

অভিজ্ঞতা ছাড়াই সিটি ব্যাংকে চাকরি, নিয়োগ ১৫ জেলায়

‘বাসররাতে মুখ ধোয়ার পর নববধূকে চেনা যাচ্ছে না’, কনে ফেরত, বর কারাগারে

ফের তাপমাত্রা কমবে, কবে থেকে জানাল আবহাওয়া অধিদপ্তর

জামায়াতের পলিসি সামিটে ভারতসহ ৩০ দেশের প্রতিনিধি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত