উত্তরা (ঢাকা) প্রতিনিধি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪ ‘সাংবাদিককে’ চাঁদা দাবির অভিযোগে মারধর করে পুলিশের সোপর্দ করেছে সিঅ্যান্ডএফ কর্মীরা। আজ মঙ্গলবার বিকেলে বিমানবন্দরের কার্গো ভিলেজের (আমদানি কমপ্লেক্স) এক নম্বর গেটে এ ঘটনা ঘটে।
আটকেরা হলেন–মিজানুর রহমান (২৯), সুমন সেন (৩৮), আবু বক্কর সিদ্দিক (২৯) ও মেসবাউল আলম (৩৪)। তাঁরা জাতীয় দুটি পত্রিকার প্রতিনিধি বলে পরিচয় দিলেও পরিচয়পত্র দেখাতে পারেননি।
ঢাকা কাস্টমস হাউজের সিএন্ডএফ (ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং) কর্মচারী মো. সোহেল রানা আজকের পত্রিকাকে বলেন, ‘সাংবাদিক পরিচয় দিয়ে গত ১০ দিন ধরে কয়েকজন বিভিন্ন সময়ে ৫–১০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। সর্বশেষ আজ দুই লাখ টাকা চাঁদার জন্য হুমকি দিচ্ছিল। পরে সেখানে সিঅ্যান্ডএফ কর্মীদের সঙ্গে ধাক্কা-ধাক্কি হয়েছে।’
সোহেল রানা আরও বলেন, ‘চাঁদা দাবির পর পরই আমরা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলাম। এরপর আজ মঙ্গলবার তাঁরা ঢাকা কাস্টমস হাউজের আমদানি কমপ্লেক্সের ১ নম্বর গেটের সংরক্ষিত এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করে। তখন পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে তাঁদের আটক করে থানায় নিয়েছে।’
সিএন্ডএফ প্রতিনিধি ও সিনথিয়া ট্রেড ইন্টারন্যাশনালের ব্যবসায়ীক অংশীদার সিদ্দিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘বন্ড হাউজ এরিয়ার মধ্যে কয়েকজন জোরপূর্বক ঢুকে সরকারি কাজে বাধা দেয় এবং চাঁদা দাবি করে। এতে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। পরে পুলিশ তাঁদের আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় আমরা মামলা করছি।’
এদিকে ঘটনাস্থলে কর্তব্যরত নাম প্রকাশে অনিচ্ছুক একজন আনসার সদস্য আজকের পত্রিকাকে বলেন, ‘কথিত সাংবাদিকদের কার্গো ভিলেজে প্রবেশের সময় বাধা দেওয়া হয়েছিল। পরে তাঁরা আমাদের ধাক্কা দিয়ে জোরপূর্বক প্রবেশ করে।’
এ বিষয়ে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন্স) মোহাম্মদ জিয়াউল হক আজকের পত্রিকাকে বলেন, ‘ঢাকা কাস্টমস হাউজে চারজনকে চাঁদা দাবির অভিযোগে গণধোলাই দিয়েছে সিএন্ডএফ কর্মীরা। পরে খবর পেয়ে আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা তাঁদের আটক করে বিমানবন্দর থানা–পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।’
অপরদিকে বিমানবন্দর জোনের অতিরিক্ত পুলিশ সুপার (এডিসি) তৌহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আটকদের আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। পরে তাঁদের প্রাথমিক চিকিৎসার জন্য টঙ্গীর শহীদ আহসন উল্লাহ্ মাস্টার জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত আমরা কোনো অভিযোগ পাই নি। অভিযোগের পর তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’
এ সময় ঘটনাস্থলে থাকা শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপ-পরিচালক (ডিডি) সানজিদা খানমের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করেও পাওয়া যায়নি।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪ ‘সাংবাদিককে’ চাঁদা দাবির অভিযোগে মারধর করে পুলিশের সোপর্দ করেছে সিঅ্যান্ডএফ কর্মীরা। আজ মঙ্গলবার বিকেলে বিমানবন্দরের কার্গো ভিলেজের (আমদানি কমপ্লেক্স) এক নম্বর গেটে এ ঘটনা ঘটে।
আটকেরা হলেন–মিজানুর রহমান (২৯), সুমন সেন (৩৮), আবু বক্কর সিদ্দিক (২৯) ও মেসবাউল আলম (৩৪)। তাঁরা জাতীয় দুটি পত্রিকার প্রতিনিধি বলে পরিচয় দিলেও পরিচয়পত্র দেখাতে পারেননি।
ঢাকা কাস্টমস হাউজের সিএন্ডএফ (ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং) কর্মচারী মো. সোহেল রানা আজকের পত্রিকাকে বলেন, ‘সাংবাদিক পরিচয় দিয়ে গত ১০ দিন ধরে কয়েকজন বিভিন্ন সময়ে ৫–১০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। সর্বশেষ আজ দুই লাখ টাকা চাঁদার জন্য হুমকি দিচ্ছিল। পরে সেখানে সিঅ্যান্ডএফ কর্মীদের সঙ্গে ধাক্কা-ধাক্কি হয়েছে।’
সোহেল রানা আরও বলেন, ‘চাঁদা দাবির পর পরই আমরা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলাম। এরপর আজ মঙ্গলবার তাঁরা ঢাকা কাস্টমস হাউজের আমদানি কমপ্লেক্সের ১ নম্বর গেটের সংরক্ষিত এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করে। তখন পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে তাঁদের আটক করে থানায় নিয়েছে।’
সিএন্ডএফ প্রতিনিধি ও সিনথিয়া ট্রেড ইন্টারন্যাশনালের ব্যবসায়ীক অংশীদার সিদ্দিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘বন্ড হাউজ এরিয়ার মধ্যে কয়েকজন জোরপূর্বক ঢুকে সরকারি কাজে বাধা দেয় এবং চাঁদা দাবি করে। এতে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। পরে পুলিশ তাঁদের আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় আমরা মামলা করছি।’
এদিকে ঘটনাস্থলে কর্তব্যরত নাম প্রকাশে অনিচ্ছুক একজন আনসার সদস্য আজকের পত্রিকাকে বলেন, ‘কথিত সাংবাদিকদের কার্গো ভিলেজে প্রবেশের সময় বাধা দেওয়া হয়েছিল। পরে তাঁরা আমাদের ধাক্কা দিয়ে জোরপূর্বক প্রবেশ করে।’
এ বিষয়ে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন্স) মোহাম্মদ জিয়াউল হক আজকের পত্রিকাকে বলেন, ‘ঢাকা কাস্টমস হাউজে চারজনকে চাঁদা দাবির অভিযোগে গণধোলাই দিয়েছে সিএন্ডএফ কর্মীরা। পরে খবর পেয়ে আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা তাঁদের আটক করে বিমানবন্দর থানা–পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।’
অপরদিকে বিমানবন্দর জোনের অতিরিক্ত পুলিশ সুপার (এডিসি) তৌহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আটকদের আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। পরে তাঁদের প্রাথমিক চিকিৎসার জন্য টঙ্গীর শহীদ আহসন উল্লাহ্ মাস্টার জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত আমরা কোনো অভিযোগ পাই নি। অভিযোগের পর তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’
এ সময় ঘটনাস্থলে থাকা শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপ-পরিচালক (ডিডি) সানজিদা খানমের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করেও পাওয়া যায়নি।

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
২৩ মিনিট আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
১ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
১ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
১ ঘণ্টা আগে