উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানী দক্ষিণখানে বেতন ভাতার দাবিতে আন্দোলনরত পোশাক শ্রমিকদের ওপর হামলা ও একজন শ্রমিক নেতাকে অপহরণের অভিযোগে আন্দোলন করছে সাধারণ শ্রমিকেরা। ছাত্রলীগের হামলায় একজন গুরুতরসহ অন্তত ১০ / ১২ জন শ্রমিক আহত হয়েছে বলে দাবি করেছে শ্রমিকেরা।
দক্ষিণখানের মোল্লারটেক এলাকায় রোববার রাত ১০টা থেকে আন্দোলন শুরু করেন এঅ্যান্ডএ ফ্যাশনের শ্রমিকেরা। সর্বশেষ রাত ১টা পর্যন্ত আন্দোলন করতে দেখা গেছে। এতে প্রায় দুই শতাধিক শ্রমিক অংশ নেন।
এ বিষয়ে সাধারণ শ্রমিকেরা আজকের পত্রিকাকে বলেন, চলতি মাসসহ আমরা দুই মাসের বেতন পাইনি। দেই, দিচ্ছি বলে ঘুরাচ্ছে মালিক কর্তৃপক্ষ। যার কারণে গত ২০ জানুয়ারি আমরা আন্দোলন করেছিলাম। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। পুলিশের সামনে তখন মালিক কর্তৃপক্ষ আজ (রোববার) বেতন দেবে বলে জানিয়েছে। যার কারণে আমরা সকাল থেকেই গার্মেন্টসে অবস্থান করছিলাম। অতপর রাত ৯টার দিকে আমরা জানতে পারি কিছু শ্রমিকদের মোল্লারটেক উদয়ন স্কুলের পেছনের কাজিকলি রোডের শিপনের বাসায় গোপনে বেতন দিচ্ছে। বাকি শ্রমিকেরা বিষয়টি জানতে পেরে সেখানে গেলে তাদের ওপর উত্তরা পূর্ব থানা ছাত্রলীগের সভাপতি আবীরের নেতৃত্বে ২০-২২ জন হামলা চালায়। এ সময় শ্রমিক ফেডারেশনের নেতা রুহুল আমিনকে তারা অপহরণ করে নিয়ে যায়। এছাড়াও অন্তত ১০-১২ জন নারী শ্রমিককে তারা মারধর করেছে। তাদের মধ্যে অপারেটর সুখির অবস্থা গুরুতর। তাকে বেশ কয়েকটি হাসপাতাল নিয়ে গেলেও কোথাও ভর্তি রাখেনি। যার প্রতিবাদে আমরা সাধারণ শ্রমিক আন্দোলন করছি।
এ বিষয়ে এঅ্যান্ডএ ফ্যাশনের কোয়ালিটির সেলিম আজকের পত্রিকাকে বলেন, ‘গত ২০ তারিখে বেতনের জন্য আন্দোলন করেছিলাম। তখন মালিক পক্ষ বলছে ২৯ তারিখে বেতন দিয়ে গার্মেন্টস বন্ধ করে দেবে। পরে আর বেতন দেয়নি। আজ বেতনের জন্য গেলে ছাত্রলীগের লোকজন আমাদের ওপর হামলা চালায়। বেতন ভাতার জন্য আমরা আন্দোলন করছি।’
ছাত্রলীগের হামলায় আহতের দাবী করে ওই গার্মেন্টসের অপারেটর আসমা আজকের পত্রিকাকে বলেন, ‘শ্রমিক নেতা রুহুল আমিন আমাদের পাশেই ছিল। পরে কোট পরা কয়েকজন ছাত্রলীগের পোলাপান তাদেরকে নিয়ে গেছে। আমাকেও পিটিয়ে আহত করেছে তারা।’
আসমা বলেন, ‘এক মেয়ে গর্ভবতী। তাকে কিছু লোকজন মারধর করছে। এছাড়াও বেশ কিছু নারী শ্রমিককে মারধর করছে। এখান থেকে অন্ধকারে যেসব নারী শ্রমিকেরা গেছে সবাই পড়ে যাচ্ছিল। পরে এসে দেখি তাদেরকে মারধর করা হচ্ছে।’
এ বিষয়ে দক্ষিণখান থানার পরিদর্শক (অপারেশন) আফতাব উদ্দিন শেখ বলেন, শ্রমিকেরা এক মাসের বেতন পাবে যার জন্য আন্দোলন করছে। আমরা তাদেরকে বুঝিয়ে শান্ত করে সরিয়ে দেওয়ার চেষ্টা করছি।
অপরদিকে ওসি জাহাঙ্গীর আলম আজকের পত্রিকাকে বলেন, নিখোঁজ ওই শ্রমিককে খুঁজে বের করার চেষ্টা অব্যাহত রয়েছে।

রাজধানী দক্ষিণখানে বেতন ভাতার দাবিতে আন্দোলনরত পোশাক শ্রমিকদের ওপর হামলা ও একজন শ্রমিক নেতাকে অপহরণের অভিযোগে আন্দোলন করছে সাধারণ শ্রমিকেরা। ছাত্রলীগের হামলায় একজন গুরুতরসহ অন্তত ১০ / ১২ জন শ্রমিক আহত হয়েছে বলে দাবি করেছে শ্রমিকেরা।
দক্ষিণখানের মোল্লারটেক এলাকায় রোববার রাত ১০টা থেকে আন্দোলন শুরু করেন এঅ্যান্ডএ ফ্যাশনের শ্রমিকেরা। সর্বশেষ রাত ১টা পর্যন্ত আন্দোলন করতে দেখা গেছে। এতে প্রায় দুই শতাধিক শ্রমিক অংশ নেন।
এ বিষয়ে সাধারণ শ্রমিকেরা আজকের পত্রিকাকে বলেন, চলতি মাসসহ আমরা দুই মাসের বেতন পাইনি। দেই, দিচ্ছি বলে ঘুরাচ্ছে মালিক কর্তৃপক্ষ। যার কারণে গত ২০ জানুয়ারি আমরা আন্দোলন করেছিলাম। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। পুলিশের সামনে তখন মালিক কর্তৃপক্ষ আজ (রোববার) বেতন দেবে বলে জানিয়েছে। যার কারণে আমরা সকাল থেকেই গার্মেন্টসে অবস্থান করছিলাম। অতপর রাত ৯টার দিকে আমরা জানতে পারি কিছু শ্রমিকদের মোল্লারটেক উদয়ন স্কুলের পেছনের কাজিকলি রোডের শিপনের বাসায় গোপনে বেতন দিচ্ছে। বাকি শ্রমিকেরা বিষয়টি জানতে পেরে সেখানে গেলে তাদের ওপর উত্তরা পূর্ব থানা ছাত্রলীগের সভাপতি আবীরের নেতৃত্বে ২০-২২ জন হামলা চালায়। এ সময় শ্রমিক ফেডারেশনের নেতা রুহুল আমিনকে তারা অপহরণ করে নিয়ে যায়। এছাড়াও অন্তত ১০-১২ জন নারী শ্রমিককে তারা মারধর করেছে। তাদের মধ্যে অপারেটর সুখির অবস্থা গুরুতর। তাকে বেশ কয়েকটি হাসপাতাল নিয়ে গেলেও কোথাও ভর্তি রাখেনি। যার প্রতিবাদে আমরা সাধারণ শ্রমিক আন্দোলন করছি।
এ বিষয়ে এঅ্যান্ডএ ফ্যাশনের কোয়ালিটির সেলিম আজকের পত্রিকাকে বলেন, ‘গত ২০ তারিখে বেতনের জন্য আন্দোলন করেছিলাম। তখন মালিক পক্ষ বলছে ২৯ তারিখে বেতন দিয়ে গার্মেন্টস বন্ধ করে দেবে। পরে আর বেতন দেয়নি। আজ বেতনের জন্য গেলে ছাত্রলীগের লোকজন আমাদের ওপর হামলা চালায়। বেতন ভাতার জন্য আমরা আন্দোলন করছি।’
ছাত্রলীগের হামলায় আহতের দাবী করে ওই গার্মেন্টসের অপারেটর আসমা আজকের পত্রিকাকে বলেন, ‘শ্রমিক নেতা রুহুল আমিন আমাদের পাশেই ছিল। পরে কোট পরা কয়েকজন ছাত্রলীগের পোলাপান তাদেরকে নিয়ে গেছে। আমাকেও পিটিয়ে আহত করেছে তারা।’
আসমা বলেন, ‘এক মেয়ে গর্ভবতী। তাকে কিছু লোকজন মারধর করছে। এছাড়াও বেশ কিছু নারী শ্রমিককে মারধর করছে। এখান থেকে অন্ধকারে যেসব নারী শ্রমিকেরা গেছে সবাই পড়ে যাচ্ছিল। পরে এসে দেখি তাদেরকে মারধর করা হচ্ছে।’
এ বিষয়ে দক্ষিণখান থানার পরিদর্শক (অপারেশন) আফতাব উদ্দিন শেখ বলেন, শ্রমিকেরা এক মাসের বেতন পাবে যার জন্য আন্দোলন করছে। আমরা তাদেরকে বুঝিয়ে শান্ত করে সরিয়ে দেওয়ার চেষ্টা করছি।
অপরদিকে ওসি জাহাঙ্গীর আলম আজকের পত্রিকাকে বলেন, নিখোঁজ ওই শ্রমিককে খুঁজে বের করার চেষ্টা অব্যাহত রয়েছে।

দারিদ্র্য যেখানে নিত্যসঙ্গী, সেখানে নতুন ফসল হয়ে উঠেছে মুক্তির পথ। বাগেরহাটের ফকিরহাট উপজেলার হাজেরা বেগম (৪৫) ব্রকলি চাষ করে প্রমাণ করেছেন—সঠিক পরামর্শ ও সহায়তা পেলে গ্রামীণ নারীরাও লাভজনক কৃষিতে সফল হতে পারেন।
৪ ঘণ্টা আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আলম মণ্ডল দীর্ঘদিন ধরে পরিষদে অনুপস্থিত থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন ইউনিয়নের সাধারণ মানুষ। জন্মনিবন্ধন, নাগরিক সনদসহ নিত্যপ্রয়োজনীয় সেবা নিতে এসে দিনের পর দিন ঘুরে ফিরছেন সেবাপ্রত্যাশীরা।
৪ ঘণ্টা আগে
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝিনাই নদের ওপর ১৭ কোটি টাকা বরাদ্দে নবনির্মিত পিসি গার্ডার সেতুটি যানবাহন পারাপারে কাজে আসছে না। সেতুর উভয় পাড়ে সংযোগ সড়ক পাকা না করে কাজ ফেলে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এ ছাড়া সেতুর উভয় অংশে ১২০ মিটার নালা ও নদীভাঙন থেকে রক্ষায় ব্লক স্থাপন করা হয়নি। এতে সড়কটি দিয়ে প্রতি
৪ ঘণ্টা আগে
বাংলাদেশের ওষুধশিল্প বর্তমানে গভীর সংকটের মুখে। গুটিকয়েক বড় প্রতিষ্ঠানের বাইরে দেশের প্রায় ৬০ শতাংশ ওষুধ কোম্পানি রুগ্ণ অবস্থায় রয়েছে। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে বা বন্ধ হওয়ার পথে। নীতিসহায়তা ও বাস্তবভিত্তিক সিদ্ধান্ত না এলে দেশের ওষুধে স্বয়ংসম্পূর্ণতা মারাত্মক ঝুঁকিতে পড়বে বলে
৫ ঘণ্টা আগে