জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আট বছর পর অনুষ্ঠিত উপাচার্য প্যানেল নির্বাচনে প্রথম হয়েছেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমির হোসেন। নির্বাচিত অন্য দুজন হলেন সাময়িক উপাচার্য অধ্যাপক নূরুল আলম ও অধ্যাপক অজিত কুমার মজুমদার।
আওয়ামীপন্থী শিক্ষকদের তিনটি পক্ষ হতে মোট আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এছাড়া একজন প্রার্থী নির্বাচন থেকে নিজেকে প্রত্যাহার করেন।
আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় এ ফলাফল ঘোষণা করেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও বিশ্ববিদ্যালয়ের চুক্তিভিত্তিক রেজিস্ট্রার রহিমা কানিজ।
এর আগে বিকেল ৪টায় সিনেটের বিশেষ অধিবেশন শুরু হয়, ভোটগ্রহণ শুরু হয় সন্ধ্যা ৬টায়।
নির্বাচনে সর্বোচ্চ ৪৮ ভোট পেয়েছেন সাবেক উপ-উপাচার্য (প্রশাসন) ও অর্থনীতি বিভাগের অধ্যাপক আমির হোসেন। ৪৬ ভোট পেয়ে সাময়িক উপাচার্য অধ্যাপক নূরুল আলম দ্বিতীয় এবং ৩২ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন পরিসংখ্যান বিভাগের অধ্যাপক অজিত কুমার মজুমদার।
নির্বাচনের ফলাফল ঘোষণার পর অধ্যাপক আমির হোসেন বলেন, ‘যদি রাষ্ট্রপতি আমাকে দায়িত্ব দেয় তাহলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক পরিবর্তন করব। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হতে পারলে একটা শিক্ষার্থীবান্ধব প্রশাসন গঠন করব। শিক্ষার মান উন্নয়নে সবাইকে সাথে নিয়ে সুন্দর একটা পরিবেশ গড়ে তুলব। আমি চাই না আমার শিক্ষার্থীরা আবাসিক হলগুলোতে কষ্ট পাক, তাঁদের পড়াশোনায় কষ্ট হোক। তাঁদের সকল সমস্যা সমাধান করে মানসম্মত শিক্ষার পরিবেশ গড়ে তুলব।’
এছাড়া অধ্যাপক সুফি মুস্তাফিজুর রহমান ২৩টি, অধ্যাপক আব্দুল্লাহ হেল কাফি ২০টি, অধ্যাপক লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ ১৯টি, অধ্যাপক পৃথ্বিলা নাজনীন নীলিমা ১৫টি এবং অধ্যাপক তপন কুমার সাহা ৭টি ভোট পেয়েছেন। অন্যদিকে অধ্যাপক মোতাহার হোসেন নির্বাচন থেকে নিজের প্রার্থিতা প্রত্যাহার করেন।
বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ অনুসারে, সিনেট মনোনীত এই তিনজনের প্যানেল বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে। সেখান থেকে একজনকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেবেন রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ।
এদিকে অধিবেশন চলাকালে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সিনেটে অতিসত্বর ছাত্র প্রতিনিধি সংযুক্তির দাবি জানায়।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আট বছর পর অনুষ্ঠিত উপাচার্য প্যানেল নির্বাচনে প্রথম হয়েছেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমির হোসেন। নির্বাচিত অন্য দুজন হলেন সাময়িক উপাচার্য অধ্যাপক নূরুল আলম ও অধ্যাপক অজিত কুমার মজুমদার।
আওয়ামীপন্থী শিক্ষকদের তিনটি পক্ষ হতে মোট আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এছাড়া একজন প্রার্থী নির্বাচন থেকে নিজেকে প্রত্যাহার করেন।
আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় এ ফলাফল ঘোষণা করেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও বিশ্ববিদ্যালয়ের চুক্তিভিত্তিক রেজিস্ট্রার রহিমা কানিজ।
এর আগে বিকেল ৪টায় সিনেটের বিশেষ অধিবেশন শুরু হয়, ভোটগ্রহণ শুরু হয় সন্ধ্যা ৬টায়।
নির্বাচনে সর্বোচ্চ ৪৮ ভোট পেয়েছেন সাবেক উপ-উপাচার্য (প্রশাসন) ও অর্থনীতি বিভাগের অধ্যাপক আমির হোসেন। ৪৬ ভোট পেয়ে সাময়িক উপাচার্য অধ্যাপক নূরুল আলম দ্বিতীয় এবং ৩২ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন পরিসংখ্যান বিভাগের অধ্যাপক অজিত কুমার মজুমদার।
নির্বাচনের ফলাফল ঘোষণার পর অধ্যাপক আমির হোসেন বলেন, ‘যদি রাষ্ট্রপতি আমাকে দায়িত্ব দেয় তাহলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক পরিবর্তন করব। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হতে পারলে একটা শিক্ষার্থীবান্ধব প্রশাসন গঠন করব। শিক্ষার মান উন্নয়নে সবাইকে সাথে নিয়ে সুন্দর একটা পরিবেশ গড়ে তুলব। আমি চাই না আমার শিক্ষার্থীরা আবাসিক হলগুলোতে কষ্ট পাক, তাঁদের পড়াশোনায় কষ্ট হোক। তাঁদের সকল সমস্যা সমাধান করে মানসম্মত শিক্ষার পরিবেশ গড়ে তুলব।’
এছাড়া অধ্যাপক সুফি মুস্তাফিজুর রহমান ২৩টি, অধ্যাপক আব্দুল্লাহ হেল কাফি ২০টি, অধ্যাপক লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ ১৯টি, অধ্যাপক পৃথ্বিলা নাজনীন নীলিমা ১৫টি এবং অধ্যাপক তপন কুমার সাহা ৭টি ভোট পেয়েছেন। অন্যদিকে অধ্যাপক মোতাহার হোসেন নির্বাচন থেকে নিজের প্রার্থিতা প্রত্যাহার করেন।
বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ অনুসারে, সিনেট মনোনীত এই তিনজনের প্যানেল বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে। সেখান থেকে একজনকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেবেন রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ।
এদিকে অধিবেশন চলাকালে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সিনেটে অতিসত্বর ছাত্র প্রতিনিধি সংযুক্তির দাবি জানায়।

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আলম মণ্ডল দীর্ঘদিন ধরে পরিষদে অনুপস্থিত থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন ইউনিয়নের সাধারণ মানুষ। জন্মনিবন্ধন, নাগরিক সনদসহ নিত্যপ্রয়োজনীয় সেবা নিতে এসে দিনের পর দিন ঘুরে ফিরছেন সেবাপ্রত্যাশীরা।
৫ ঘণ্টা আগে
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝিনাই নদের ওপর ১৭ কোটি টাকা বরাদ্দে নবনির্মিত পিসি গার্ডার সেতুটি যানবাহন পারাপারে কাজে আসছে না। সেতুর উভয় পাড়ে সংযোগ সড়ক পাকা না করে কাজ ফেলে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এ ছাড়া সেতুর উভয় অংশে ১২০ মিটার নালা ও নদীভাঙন থেকে রক্ষায় ব্লক স্থাপন করা হয়নি। এতে সড়কটি দিয়ে প্রতি
৬ ঘণ্টা আগে
বাংলাদেশের ওষুধশিল্প বর্তমানে গভীর সংকটের মুখে। গুটিকয়েক বড় প্রতিষ্ঠানের বাইরে দেশের প্রায় ৬০ শতাংশ ওষুধ কোম্পানি রুগ্ণ অবস্থায় রয়েছে। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে বা বন্ধ হওয়ার পথে। নীতিসহায়তা ও বাস্তবভিত্তিক সিদ্ধান্ত না এলে দেশের ওষুধে স্বয়ংসম্পূর্ণতা মারাত্মক ঝুঁকিতে পড়বে বলে
৬ ঘণ্টা আগে
সুনামগঞ্জের হাওরগুলোতে গেল বর্ষায় প্রচণ্ড পানিস্বল্পতা ছিল। পানি কম থাকায় অক্ষত রয়েছে অধিকাংশ ফসল রক্ষা বাঁধ। বিগত সময়ের তুলনায় ক্লোজারও (বড় ভাঙন) কমেছে সম্ভাব্য বাঁধগুলোতে। কিন্তু যেনতেন প্রাক্কলন, মনগড়া জরিপের মাধ্যমে বাড়ানো হয়েছে বরাদ্দ। হাওর সচেতন মানুষের অভিযোগ, বরাদ্দ বাড়িয়ে সরকারি অর্থ লুটপাট
৬ ঘণ্টা আগে