আজকের পত্রিকা ডেস্ক

সাত কলেজের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসিত পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে পাঁচ ঘন্টা সড়ক অবরোধ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার বেলা ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড় অবরোধ করে রাখে তাঁরা। এতে পাঁচ ঘণ্টা ধরে গুরুত্বপূর্ণ এই মোড় দিয়ে যান চলাচল বন্ধ ছিল।
ফলে মিরপুর, শাহবাগ সড়কসহ আশপাশের সড়কগুলোতে দীর্ঘ যানজটের সৃষ্টি। ভোগান্তিতে পড়েন এই পথে চলাচল করা বহু মানুষ। বিকেলে অবরোধ তুলে নেওয়ার আগে বুধবার সকাল ৯টা থেকে আবারও সড়ক অবরোধের ঘোষণা দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
এদিকে বুধবার আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসতে পারেন শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্টরা। আন্দোলনকারী শিক্ষার্থী ও পুলিশের সঙ্গে কথা বলে এই তথ্য জানা যায়।
এর আগে বিকেলে আন্দোলনকারীদের মুখপাত্র আব্দুর রহমান সাংবাদিকদের বলেন, স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য ‘বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিশন’ গঠন করতে হবে। সেই কমিশন না করা পর্যন্ত তাঁদের আন্দোলন চলবে। আন্দোলনের অংশ হিসেবে আগামীকাল সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এখানে সড়ক অবরোধ করা হবে। আর এর মধ্যে সরকারের পক্ষ থেকে যোগাযোগ করা হলে সে বিষয়ে পরবর্তী সিন্ধান্ত জানানো হবে।
আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, গত শনিবার তাঁরা তিন দিনের মধ্যে ‘বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিশন’ গঠনের দাবি জানিয়েছিলেন। এর মধ্যে দাবি মানা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। সেই সময়সীমা গত সোমবার শেষ হয়। এ পরিস্থিতিতে আজ তাঁরা সড়কে নামেন।
এর আগে দাবি আদায়ে মঙ্গলবার বেলা ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের কয়েক শ শিক্ষার্থী ঢাকা কলেজ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে সাইন্স ল্যাবরেটরি মোড় অবরোধ করেন। এসময় স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা। পূর্বঘোষিত এই কর্মসূচি অনুযায়ী সড়ক অবরোধ ও অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা।
এতে আশপাশের সড়কে যান চলাচল বন্ধ থাকে। ফলে ভোগান্তিতে পড়ে এই পথে চলাচল করা বহু মানুষ। তবে জরুরি রোগী পরিবহনে ব্যবহৃত অ্যাম্বুলেন্স যাতায়াত করতে দেখা যায়। দুপুর ১টায় সায়েন্স ল্যাব মোড়ে গিয়ে এই চিত্র দেখা যায়।
সাত কলেজের বিষয়ে কোনো কমিটি নয়, কমিশন গঠনের দাবি জানান শিক্ষার্থীরা। স্বায়ত্বশাসিত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য শিক্ষা কমিশন গঠন না করলে সড়ক ছাড়বেন বলে জানান আন্দোলনকারীরা।
ইডেন মহিলা কলেজের শিক্ষার্থী বনলতা তাসনিম আজকের পত্রিকাকে বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের নিয়ে ব্যবসা শুরু করেছে। আমরা সেটা চাই না। আমরা সাত কলেজ নিয়ে একটি পূর্ণাঙ্গ স্বায়িত্বশাসিত পাবলিক বিশ্ববিদ্যালয় চাই।’
কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থী মো. রায়হান বলেন, ‘সংস্কার করার জন্য যেই কমিটি করেছে আমরা কোনো সংস্কারের আশ্বাস আর শুনতে চাই না। আমরা চাই একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়। দাবি না মানা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।’
ডিএমপির নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার তারিক লতিফ আজকের পত্রিকাকে বলেন, ‘শিক্ষার্থীরা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে সড়ক অবরোধ করে। সড়ক অবরোধ না করে তাদের দাবি দাওয়া নিয়ে আলোচনার জন্য বলা হয়েছে। আশা করি তাদের সড়ক অবরোধ কর্মসূচি প্রত্যাহার করবে।’
২০১৭ সালের ফেব্রুয়ারিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ভুক্ত ঢাকার সাতটি সরকারি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়। কলেজগুলো হলো ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুরের সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করার পর থেকে কলেজগুলো নিয়ে নানা ধরনের সমস্যা বিরাজ করছে।
কলেজগুলোর শিক্ষা ও প্রশাসনিক সমস্যা নিরসনে গত বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিবকে (কলেজ) সভাপতি করে ১৩ সদস্যের একটি কমিটি গঠন করে শিক্ষা মন্ত্রণালয়। গত ২২ অক্টোবর সাত কলেজের শিক্ষার্থীরা রাজধানীর নীলক্ষেত ও সায়েন্সল্যাব মোড় অবরোধ করে ৩ দফা দাবি জানিয়ে ২৪ ঘণ্টার আলটিমেটামের পর এই কমিটি গঠন করা হয়।

সাত কলেজের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসিত পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে পাঁচ ঘন্টা সড়ক অবরোধ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার বেলা ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড় অবরোধ করে রাখে তাঁরা। এতে পাঁচ ঘণ্টা ধরে গুরুত্বপূর্ণ এই মোড় দিয়ে যান চলাচল বন্ধ ছিল।
ফলে মিরপুর, শাহবাগ সড়কসহ আশপাশের সড়কগুলোতে দীর্ঘ যানজটের সৃষ্টি। ভোগান্তিতে পড়েন এই পথে চলাচল করা বহু মানুষ। বিকেলে অবরোধ তুলে নেওয়ার আগে বুধবার সকাল ৯টা থেকে আবারও সড়ক অবরোধের ঘোষণা দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
এদিকে বুধবার আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসতে পারেন শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্টরা। আন্দোলনকারী শিক্ষার্থী ও পুলিশের সঙ্গে কথা বলে এই তথ্য জানা যায়।
এর আগে বিকেলে আন্দোলনকারীদের মুখপাত্র আব্দুর রহমান সাংবাদিকদের বলেন, স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য ‘বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিশন’ গঠন করতে হবে। সেই কমিশন না করা পর্যন্ত তাঁদের আন্দোলন চলবে। আন্দোলনের অংশ হিসেবে আগামীকাল সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এখানে সড়ক অবরোধ করা হবে। আর এর মধ্যে সরকারের পক্ষ থেকে যোগাযোগ করা হলে সে বিষয়ে পরবর্তী সিন্ধান্ত জানানো হবে।
আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, গত শনিবার তাঁরা তিন দিনের মধ্যে ‘বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিশন’ গঠনের দাবি জানিয়েছিলেন। এর মধ্যে দাবি মানা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। সেই সময়সীমা গত সোমবার শেষ হয়। এ পরিস্থিতিতে আজ তাঁরা সড়কে নামেন।
এর আগে দাবি আদায়ে মঙ্গলবার বেলা ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের কয়েক শ শিক্ষার্থী ঢাকা কলেজ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে সাইন্স ল্যাবরেটরি মোড় অবরোধ করেন। এসময় স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা। পূর্বঘোষিত এই কর্মসূচি অনুযায়ী সড়ক অবরোধ ও অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা।
এতে আশপাশের সড়কে যান চলাচল বন্ধ থাকে। ফলে ভোগান্তিতে পড়ে এই পথে চলাচল করা বহু মানুষ। তবে জরুরি রোগী পরিবহনে ব্যবহৃত অ্যাম্বুলেন্স যাতায়াত করতে দেখা যায়। দুপুর ১টায় সায়েন্স ল্যাব মোড়ে গিয়ে এই চিত্র দেখা যায়।
সাত কলেজের বিষয়ে কোনো কমিটি নয়, কমিশন গঠনের দাবি জানান শিক্ষার্থীরা। স্বায়ত্বশাসিত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য শিক্ষা কমিশন গঠন না করলে সড়ক ছাড়বেন বলে জানান আন্দোলনকারীরা।
ইডেন মহিলা কলেজের শিক্ষার্থী বনলতা তাসনিম আজকের পত্রিকাকে বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের নিয়ে ব্যবসা শুরু করেছে। আমরা সেটা চাই না। আমরা সাত কলেজ নিয়ে একটি পূর্ণাঙ্গ স্বায়িত্বশাসিত পাবলিক বিশ্ববিদ্যালয় চাই।’
কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থী মো. রায়হান বলেন, ‘সংস্কার করার জন্য যেই কমিটি করেছে আমরা কোনো সংস্কারের আশ্বাস আর শুনতে চাই না। আমরা চাই একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়। দাবি না মানা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।’
ডিএমপির নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার তারিক লতিফ আজকের পত্রিকাকে বলেন, ‘শিক্ষার্থীরা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে সড়ক অবরোধ করে। সড়ক অবরোধ না করে তাদের দাবি দাওয়া নিয়ে আলোচনার জন্য বলা হয়েছে। আশা করি তাদের সড়ক অবরোধ কর্মসূচি প্রত্যাহার করবে।’
২০১৭ সালের ফেব্রুয়ারিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ভুক্ত ঢাকার সাতটি সরকারি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়। কলেজগুলো হলো ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুরের সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করার পর থেকে কলেজগুলো নিয়ে নানা ধরনের সমস্যা বিরাজ করছে।
কলেজগুলোর শিক্ষা ও প্রশাসনিক সমস্যা নিরসনে গত বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিবকে (কলেজ) সভাপতি করে ১৩ সদস্যের একটি কমিটি গঠন করে শিক্ষা মন্ত্রণালয়। গত ২২ অক্টোবর সাত কলেজের শিক্ষার্থীরা রাজধানীর নীলক্ষেত ও সায়েন্সল্যাব মোড় অবরোধ করে ৩ দফা দাবি জানিয়ে ২৪ ঘণ্টার আলটিমেটামের পর এই কমিটি গঠন করা হয়।

চট্টগ্রাম নগরের চান্দগাঁও এলাকায় পারিবারিক বিরোধের জেরে স্বামীর ছুরিকাঘাতে সালমা আক্তার (৩৮) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত স্বামীকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন।
২৭ মিনিট আগে
নির্বাচনকালীন দায়িত্ব প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জনগণের আস্থা অর্জন ছাড়া কেবল শক্তি প্রয়োগ করে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে পুলিশ বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
১ ঘণ্টা আগে
নিহত আমেনা বেগমের বড় ভাই মোহাম্মদ ফোরকান বলেন, ‘বিয়ের সময় যৌতুক ও নগদ ২ লাখ ৬০ হাজার টাকা দেওয়া হয়েছিল। এরপরও বিভিন্ন সময়ে টাকা দাবি করে নির্যাতন চালানো হয়েছে। এখন আমার বোনকে বিষ খাইয়ে হত্যা করা হয়েছে। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, হামলার অভিযোগ এনে জামায়াতের যুব বিভাগের চরশাহী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সভাপতি হেজবুল্লাহ সোহেল বাদী হয়ে ১৭০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এতে ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১৬০ জনকে আসামি করা হয়।
২ ঘণ্টা আগে