নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিদের সঙ্গে সংলাপ করছে নির্বাচন কমিশন (ইসি)। গত মার্চ মাসে সংলাপ শুরু হলেও আসন্ন কুমিল্লা সিটিসহ বেশ কয়েকটি নির্বাচনের প্রস্তুতির কারণে মাঝের কিছুদিন বন্ধ ছিল। তবে আগামী সপ্তাহ থেকে আবারও সংলাপ শুরু করতে যাচ্ছে ইসি।
আগামী (৯ জুন) বৃহস্পতিবার কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন আলোচনায় বসবে নির্বাচনী পর্যবেক্ষকদের সঙ্গে। অতিথির তালিকায় কারা আছেন তা ঠিক না হলেও সংস্থাটি দিনক্ষণ ঠিক করে রেখেছে।
নির্বাচন কমিশনের যুগ্মসচিব (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ৯ জুন নির্বাচন পর্যবেক্ষকদের সঙ্গে বৈঠকে বসবে ইসি। ইসিতে নিবন্ধিত ১১৮টি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার মধ্যে ৩০ থেকে ৩৫টি সংস্থাকে সংলাপে আমন্ত্রণ জানানো হতে পারে।
তিনি আরও জানান, বৈঠকটি বেলা ১১টায় নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে। এ ছাড়া ১২ জুন সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারদের সঙ্গেও বেলা ১১টায় বৈঠকে বসবে কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন বর্তমান কমিশন। ওই বৈঠকে সাবেক ইসি সচিবদেরও আমন্ত্রণ জানানো হতে পারে।
গত ২৬ ফেব্রুয়ারি আউয়াল কমিশনকে নিয়োগ দেন রাষ্ট্রপতি। নিয়োগ পাওয়ার পরদিন শপথ নিয়ে ২৮ ফেব্রুয়ারি যোগ দেন কাজী হাবিবুল আউয়ালসহ অন্য কমিশনাররা। দায়িত্ব নিয়েই তারা দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন মহলের সঙ্গে সংলাপের সিদ্ধান্ত নেন। সেই সিদ্ধান্ত অনুযায়ী গত ১৩ ও ২২ মার্চ এবং ৬ ও ১৮ এপ্রিল যথাক্রমে দেশের বিশিষ্ট শিক্ষাবিদ ও বুদ্ধিজীবী এবং নাগরিক সমাজ ও গণমাধ্যমের সঙ্গে সংলাপের আয়োজন করে ইসি।
এতে দলীয় প্রভাবমুক্ত অংশগ্রহণ মূলক নির্বাচন, সুষ্ঠু ভোটের নিরাপত্তা, ইভিএম ব্যবহারে আরও সময় নেওয়া, বিভাগভিত্তিক একাধিক দিনে ভোটের আয়োজন, নিজস্ব কর্মকর্তাদের রিটার্নিং কর্মকর্তা নিয়োগ ইত্যাদি সুপারিশ আসে। কমিশন সেসব নিয়ে আমলে নিয়ে ইতিমধ্যে বিচার বিশ্লেষণ করে নিজেদের অবস্থানও জানিয়েছে। এ ক্ষেত্রে আরও সময় নিয়ে সবার মতামতের ভিত্তিতে তারা ভোটের আয়োজনে যাবেন।
ইসি সূত্র জানায়, বিভিন্ন মহলের সঙ্গে সংলাপ শেষ করেই নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসবে হাবিবুল আউয়াল কমিশন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিদের সঙ্গে সংলাপ করছে নির্বাচন কমিশন (ইসি)। গত মার্চ মাসে সংলাপ শুরু হলেও আসন্ন কুমিল্লা সিটিসহ বেশ কয়েকটি নির্বাচনের প্রস্তুতির কারণে মাঝের কিছুদিন বন্ধ ছিল। তবে আগামী সপ্তাহ থেকে আবারও সংলাপ শুরু করতে যাচ্ছে ইসি।
আগামী (৯ জুন) বৃহস্পতিবার কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন আলোচনায় বসবে নির্বাচনী পর্যবেক্ষকদের সঙ্গে। অতিথির তালিকায় কারা আছেন তা ঠিক না হলেও সংস্থাটি দিনক্ষণ ঠিক করে রেখেছে।
নির্বাচন কমিশনের যুগ্মসচিব (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ৯ জুন নির্বাচন পর্যবেক্ষকদের সঙ্গে বৈঠকে বসবে ইসি। ইসিতে নিবন্ধিত ১১৮টি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার মধ্যে ৩০ থেকে ৩৫টি সংস্থাকে সংলাপে আমন্ত্রণ জানানো হতে পারে।
তিনি আরও জানান, বৈঠকটি বেলা ১১টায় নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে। এ ছাড়া ১২ জুন সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারদের সঙ্গেও বেলা ১১টায় বৈঠকে বসবে কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন বর্তমান কমিশন। ওই বৈঠকে সাবেক ইসি সচিবদেরও আমন্ত্রণ জানানো হতে পারে।
গত ২৬ ফেব্রুয়ারি আউয়াল কমিশনকে নিয়োগ দেন রাষ্ট্রপতি। নিয়োগ পাওয়ার পরদিন শপথ নিয়ে ২৮ ফেব্রুয়ারি যোগ দেন কাজী হাবিবুল আউয়ালসহ অন্য কমিশনাররা। দায়িত্ব নিয়েই তারা দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন মহলের সঙ্গে সংলাপের সিদ্ধান্ত নেন। সেই সিদ্ধান্ত অনুযায়ী গত ১৩ ও ২২ মার্চ এবং ৬ ও ১৮ এপ্রিল যথাক্রমে দেশের বিশিষ্ট শিক্ষাবিদ ও বুদ্ধিজীবী এবং নাগরিক সমাজ ও গণমাধ্যমের সঙ্গে সংলাপের আয়োজন করে ইসি।
এতে দলীয় প্রভাবমুক্ত অংশগ্রহণ মূলক নির্বাচন, সুষ্ঠু ভোটের নিরাপত্তা, ইভিএম ব্যবহারে আরও সময় নেওয়া, বিভাগভিত্তিক একাধিক দিনে ভোটের আয়োজন, নিজস্ব কর্মকর্তাদের রিটার্নিং কর্মকর্তা নিয়োগ ইত্যাদি সুপারিশ আসে। কমিশন সেসব নিয়ে আমলে নিয়ে ইতিমধ্যে বিচার বিশ্লেষণ করে নিজেদের অবস্থানও জানিয়েছে। এ ক্ষেত্রে আরও সময় নিয়ে সবার মতামতের ভিত্তিতে তারা ভোটের আয়োজনে যাবেন।
ইসি সূত্র জানায়, বিভিন্ন মহলের সঙ্গে সংলাপ শেষ করেই নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসবে হাবিবুল আউয়াল কমিশন।

২০২৪ সালে জুলাই গণ-অভ্যুত্থানের সময় রায়েরবাজার কবরস্থানে অজ্ঞাত পরিচয়ে দাফন করা ১১৪ জনের মধ্যে ৮ জনের পরিচয় শনাক্ত করে তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। রায়েরবাজার কবরস্থানে দাফন করা জুলাই আন্দোলনে শহীদরা হলেন...
৬ মিনিট আগে
মৌলভীবাজারের রাজনগর উপজেলার মুন্সিবাজার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রাহেল হোসেন বিএনপিতে যোগদান করেছেন। সম্প্রতি মৌলভীবাজার-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এম নাসের রহমান রাহেল হোসেনের গলায় ফুলের মালা পরিয়ে তাঁকে বিএনপিতে বরণ করে নেন।
১২ মিনিট আগে
পাবনার ঈশ্বরদীতে আজ সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। হাড় কাঁপানো শীতে কাঁপছে পাবনাসহ উত্তরের জেলাগুলো। রাত থেকে পরদিন দুপুর পর্যন্ত প্রচণ্ড কুয়াশায় আচ্ছন্ন থাকছে চারদিক। ঈশ্বরদী আবহাওয়া অফিসের আবহাওয়া...
১ ঘণ্টা আগে
সুন্দরবনে অপহৃত রিসোর্ট মালিকসহ দুই পর্যটককে উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার রাতে তাঁদের উদ্ধারের তথ্য জানায় পুলিশ ও কোস্ট গার্ড। এর আগে মুক্তিপণের দাবিতে গত শুক্রবার তাঁদের অপহরণ করা হয়েছিল।
১ ঘণ্টা আগে