নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের গণহত্যা পৃথিবীর সব নৃশংসতার সীমা ছাড়িয়েছে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ। আজ সোমবার ঈদুল ফিতরের পুনর্মিলনী অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সভাকক্ষে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে এ কথা বলেন তিনি।
অনুষ্ঠানের শুরুতে উপদেষ্টা ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েল বাহিনীর বর্বরোচিত হামলায় এবং চব্বিশের গণ আন্দোলনে নিহত শিশুদের আত্মার শান্তি কামনা করেন। একই সঙ্গে এই শিশুদের পরিবারের প্রতি তিনি সহমর্মিতা জানান।
গাজা এবং চব্বিশের গণ-আন্দোলনে নিহত শিশুদের স্মরণ করে উপদেষ্টা বলেন, গাজায় ইসরায়েলের গণহত্যা পৃথিবীর সব নৃশংসতার সীমা ছাড়িয়েছে। কথিত মানবাধিকারের ধ্বজাধারী যুক্তরাষ্ট্রের বিবেক গণহত্যাকারী ইসরায়েলের কাছে জিম্মি হয়ে পড়েছে। মুসলমানদের মানবাধিকার লঙ্ঘন করছে। পশ্চিমা বিশ্ব ইতিহাসের চরম ভুল পথে হাঁটছে, যা তাদের জন্য আত্মঘাতী।
অনুষ্ঠানে উপদেষ্টা মন্ত্রণালয়ের সব উন্নয়নকাজের লক্ষ্য অর্জনে সবাইকে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। এ সময় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মমতাজ আহমেদ এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. মহিউদ্দীন উপস্থিত ছিলেন।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. মহিউদ্দিন আয়োজনের গুরুত্ব তুলে ধরে বলেন, এটি দলগত সম্প্রীতি কর্মউদ্দীপনা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখে। ঈদের আনন্দঘন পরিবেশকে উজ্জীবিত করতে ঈদের আগে সমাজকল্যাণ মন্ত্রণালয় দেশের দুস্থদের সহায়তা পৌঁছে দিয়েছে, এতিমদের ক্যাপিটেশন গ্রান্ডের টাকা পৌঁছে দিয়েছে। ঈদের আনন্দঘন পরিবেশে আয়োজিত অনুষ্ঠানটি মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের গণহত্যা পৃথিবীর সব নৃশংসতার সীমা ছাড়িয়েছে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ। আজ সোমবার ঈদুল ফিতরের পুনর্মিলনী অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সভাকক্ষে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে এ কথা বলেন তিনি।
অনুষ্ঠানের শুরুতে উপদেষ্টা ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েল বাহিনীর বর্বরোচিত হামলায় এবং চব্বিশের গণ আন্দোলনে নিহত শিশুদের আত্মার শান্তি কামনা করেন। একই সঙ্গে এই শিশুদের পরিবারের প্রতি তিনি সহমর্মিতা জানান।
গাজা এবং চব্বিশের গণ-আন্দোলনে নিহত শিশুদের স্মরণ করে উপদেষ্টা বলেন, গাজায় ইসরায়েলের গণহত্যা পৃথিবীর সব নৃশংসতার সীমা ছাড়িয়েছে। কথিত মানবাধিকারের ধ্বজাধারী যুক্তরাষ্ট্রের বিবেক গণহত্যাকারী ইসরায়েলের কাছে জিম্মি হয়ে পড়েছে। মুসলমানদের মানবাধিকার লঙ্ঘন করছে। পশ্চিমা বিশ্ব ইতিহাসের চরম ভুল পথে হাঁটছে, যা তাদের জন্য আত্মঘাতী।
অনুষ্ঠানে উপদেষ্টা মন্ত্রণালয়ের সব উন্নয়নকাজের লক্ষ্য অর্জনে সবাইকে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। এ সময় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মমতাজ আহমেদ এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. মহিউদ্দীন উপস্থিত ছিলেন।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. মহিউদ্দিন আয়োজনের গুরুত্ব তুলে ধরে বলেন, এটি দলগত সম্প্রীতি কর্মউদ্দীপনা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখে। ঈদের আনন্দঘন পরিবেশকে উজ্জীবিত করতে ঈদের আগে সমাজকল্যাণ মন্ত্রণালয় দেশের দুস্থদের সহায়তা পৌঁছে দিয়েছে, এতিমদের ক্যাপিটেশন গ্রান্ডের টাকা পৌঁছে দিয়েছে। ঈদের আনন্দঘন পরিবেশে আয়োজিত অনুষ্ঠানটি মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় চলতি শীতে ঠান্ডাজনিত রোগে গত তিন মাসে প্রায় দেড় হাজার ছাগল মারা গেছে বলে দাবি করেছেন স্থানীয় খামারি ও পশু চিকিৎসা কর্মীরা। খামারিদের হিসাব অনুযায়ী, এতে আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ১ কোটি টাকা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন চরাঞ্চলের প্রান্তিক খামারিরা।
৮ মিনিট আগে
বরগুনার আমতলী উপজেলার টিয়াখালী কলেজ ভবনের দুটি তলার কক্ষে খনিজ সম্পদ অনুসন্ধানসামগ্রী রাখা হয়েছে। বাইরে তৈরি করা হয়েছে খোলা শৌচাগার। ভবনে আবাস গড়েছেন শ্রমিকেরা। এ অবস্থায় প্রতিষ্ঠানটির পড়াশোনার পরিবেশ নষ্ট হচ্ছে। আট দিন ধরে পাঠদান বন্ধ রয়েছে। প্রতিষ্ঠানটিতে আসছেন না শিক্ষার্থীরা।
১৪ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার ৬টি আসনের দুটি শরিকদের ছেড়ে দিয়েছে বিএনপি। ফলে ওই দুই আসনে সুযোগ নিতে চায় জামায়াত নেতৃত্বাধীন ১২ দলীয় সমমনা জোট ও স্বতন্ত্র প্রার্থীরা। ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর): এবার আসনটিতে বিএনপির প্রার্থী এম এ হান্নান, বাংলাদেশ জামায়াত ইসলামীর অধ্যাপক...
২০ মিনিট আগে
মেলায় বড় মাছ দরদাম করছিলেন স্থানীয় এক জামাই সৈকত হোসেন। তিনি বলেন, ‘আমি এবারই প্রথম শ্বশুরবাড়িতে মাছ নিয়ে যাব। তাই সেরা মাছটা কেনার চেষ্টা করছি। ১৮ কেজি ওজনের একটি কাতল মাছ পছন্দ হয়েছে। বিক্রেতা দাম চেয়েছেন ২২ হাজার টাকা। জামাই হিসেবে বড় মাছটি নিয়ে শ্বশুরবাড়িতে ঢুকতে পারা একটা আলাদা গর্বের বিষয়।’
৩৭ মিনিট আগে