ঢামেক প্রতিবেদক

রাজধানীর কামরাঙ্গীরচরে শুভ (২৩) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের সঙ্গে থানায় যাওয়া তাঁর স্ত্রী মীম আক্তারও (২২) বাথরুমে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পারিবারিক কলহের জেরে শুভ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।
আজ শনিবার (৩১ আগস্ট) সকাল ১০টার দিকে কামরাঙ্গীরচর ট্যানারি পুকুরপাড় এলাকার বাসা থেকে পুলিশ শুভর মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য বিকেলে মরদেহ ঢাকা মেডিকেল কলজ মর্গে পাঠায় পুলিশ।
শুভর আত্মীয় দীন মোহাম্মদ জানান, শুভর বাড়ি ঢাকার সাভারের লুটেরচর এলাকায়। বাবার নাম মোহাম্মদ আলী। বর্তমানে কামরাঙ্গীরচর ট্যানারি পুকুর পাড় রক্সির বাড়িতে স্ত্রীকে নিয়ে ভাড়া থাকেন। শুভ পেশায় গাড়ির মিস্ত্রী ছিল।
তিনি আরও জানান, গত চার বছর আগে শুভ মিমের সঙ্গে প্রেমের সম্পর্ক করে বিয়ে করে। বিয়ের আগে মিমের সঙ্গে আরেকটি ছেলের সঙ্গে সম্পর্কে ছিল তিন বছর আগে মিমের সাবেক প্রেমিককে শুভ ও মিম মিলে হত্যা করে। সেই মামলায় শুভ তিন বছর পর গত মাসে জামিন পায়। তাদের সংসারে তিন বছরের এক ছেলে সন্তান রয়েছে। কয়েক দিন ধরে শুভর সঙ্গে স্ত্রী মিমের মনোমালিন্য চলছিল। মিম অন্য একটি ছেলের সঙ্গে সম্পর্ক করত বলে শুভ সন্দেহ করত। এ বিষয় নিয়ে শুভ স্ত্রীর সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পুলিশ যখন শুভ মরদেহ থানায় নেয়। মিম তখন থানায় গিয়ে বাথরুমে ফাঁসি দেওয়ার চেষ্টা করে। এক নারী পুলিশ টের পেয়ে দরজা ভেঙে মিমকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করে।
কামরাঙ্গীরচর থানার উপপরিদর্শক (এসআই) মেহেদি হাসান জানান, স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের কারণে ভোরে ওই ভাড়া বাসায় টিনের চালার রডের সঙ্গে গলায় ফাঁস দেন শুভ। খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। মরদেহের সঙ্গে থানায় গিয়েছিলেন তার স্ত্রী মীম। সবার অগোচরে থানার বাথরুমে গলায় ফাঁস দেন তিনি। এক নারী কনস্টেবল বিষয়টি টের পেয়ে সঙ্গে সঙ্গে দরজা ভেঙে বাথরুমের ভেতর ঢোকেন। দেখেন, বাথরুমের ভেন্টিলেটরের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়েছেন তিনি। দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। বর্তমানে হাসপাতালটিতে ভর্তি রয়েছেন মীম। তবে তার অবস্থা আশঙ্কামুক্ত।

রাজধানীর কামরাঙ্গীরচরে শুভ (২৩) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের সঙ্গে থানায় যাওয়া তাঁর স্ত্রী মীম আক্তারও (২২) বাথরুমে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পারিবারিক কলহের জেরে শুভ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।
আজ শনিবার (৩১ আগস্ট) সকাল ১০টার দিকে কামরাঙ্গীরচর ট্যানারি পুকুরপাড় এলাকার বাসা থেকে পুলিশ শুভর মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য বিকেলে মরদেহ ঢাকা মেডিকেল কলজ মর্গে পাঠায় পুলিশ।
শুভর আত্মীয় দীন মোহাম্মদ জানান, শুভর বাড়ি ঢাকার সাভারের লুটেরচর এলাকায়। বাবার নাম মোহাম্মদ আলী। বর্তমানে কামরাঙ্গীরচর ট্যানারি পুকুর পাড় রক্সির বাড়িতে স্ত্রীকে নিয়ে ভাড়া থাকেন। শুভ পেশায় গাড়ির মিস্ত্রী ছিল।
তিনি আরও জানান, গত চার বছর আগে শুভ মিমের সঙ্গে প্রেমের সম্পর্ক করে বিয়ে করে। বিয়ের আগে মিমের সঙ্গে আরেকটি ছেলের সঙ্গে সম্পর্কে ছিল তিন বছর আগে মিমের সাবেক প্রেমিককে শুভ ও মিম মিলে হত্যা করে। সেই মামলায় শুভ তিন বছর পর গত মাসে জামিন পায়। তাদের সংসারে তিন বছরের এক ছেলে সন্তান রয়েছে। কয়েক দিন ধরে শুভর সঙ্গে স্ত্রী মিমের মনোমালিন্য চলছিল। মিম অন্য একটি ছেলের সঙ্গে সম্পর্ক করত বলে শুভ সন্দেহ করত। এ বিষয় নিয়ে শুভ স্ত্রীর সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পুলিশ যখন শুভ মরদেহ থানায় নেয়। মিম তখন থানায় গিয়ে বাথরুমে ফাঁসি দেওয়ার চেষ্টা করে। এক নারী পুলিশ টের পেয়ে দরজা ভেঙে মিমকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করে।
কামরাঙ্গীরচর থানার উপপরিদর্শক (এসআই) মেহেদি হাসান জানান, স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের কারণে ভোরে ওই ভাড়া বাসায় টিনের চালার রডের সঙ্গে গলায় ফাঁস দেন শুভ। খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। মরদেহের সঙ্গে থানায় গিয়েছিলেন তার স্ত্রী মীম। সবার অগোচরে থানার বাথরুমে গলায় ফাঁস দেন তিনি। এক নারী কনস্টেবল বিষয়টি টের পেয়ে সঙ্গে সঙ্গে দরজা ভেঙে বাথরুমের ভেতর ঢোকেন। দেখেন, বাথরুমের ভেন্টিলেটরের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়েছেন তিনি। দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। বর্তমানে হাসপাতালটিতে ভর্তি রয়েছেন মীম। তবে তার অবস্থা আশঙ্কামুক্ত।

পাবনার সুজানগরে গরুচোর সন্দেহে গণপিটুনিতে সাগর শেখ ওরফে মাসুদ রানা (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) ভোরে উপজেলার তাঁতিবন্ধ ইউনিয়নের রেলস্টেশন এলাকায় এই ঘটনা ঘটে। পরে দুপুরে লাশ উদ্ধার করে পুলিশ।
১ ঘণ্টা আগে
সিআইডির প্রধান জানান, পাচার চক্রটি দেশের বিভিন্ন এলাকার ভুক্তভোগী ব্যক্তিদের কাছ থেকে জনপ্রতি প্রায় ১৪ লাখ টাকা নিয়ে বৈধভাবে ইতালি পাঠানোর আশ্বাস দেয়। পরে তাঁদেরকে অবৈধভাবে লিবিয়া পাঠানো হয়। সেখান থেকে ভূমধ্যসাগর পাড়ি দিতে অতিরিক্ত যাত্রীবোঝাই একটি ডিঙি নৌকায় তোলা হয়।
১ ঘণ্টা আগে
রাজধানী থেকে টেলিগ্রামভিত্তিক প্রতারণা চক্রের পাঁচ চীনা নাগরিকসহ আটজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বসুন্ধরা ও উত্তরা পশ্চিম এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে
পৌষ সংক্রান্তি ও নবান্ন উৎসব উপলক্ষে মৌলভীবাজারের শেরপুরে ঐতিহ্যবাহী শতবর্ষী ‘মাছের মেলা’ শুরু হয়েছে। গতকাল সোমবার রাত থেকে সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের শেরপুরে কুশিয়ারা নদীর তীরে শতবর্ষী এই মেলা বসেছে। চলবে আগামীকাল বুধবার পর্যন্ত।
২ ঘণ্টা আগে