ঢামেক প্রতিবেদক

রাজধানীর কামরাঙ্গীরচরে শুভ (২৩) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের সঙ্গে থানায় যাওয়া তাঁর স্ত্রী মীম আক্তারও (২২) বাথরুমে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পারিবারিক কলহের জেরে শুভ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।
আজ শনিবার (৩১ আগস্ট) সকাল ১০টার দিকে কামরাঙ্গীরচর ট্যানারি পুকুরপাড় এলাকার বাসা থেকে পুলিশ শুভর মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য বিকেলে মরদেহ ঢাকা মেডিকেল কলজ মর্গে পাঠায় পুলিশ।
শুভর আত্মীয় দীন মোহাম্মদ জানান, শুভর বাড়ি ঢাকার সাভারের লুটেরচর এলাকায়। বাবার নাম মোহাম্মদ আলী। বর্তমানে কামরাঙ্গীরচর ট্যানারি পুকুর পাড় রক্সির বাড়িতে স্ত্রীকে নিয়ে ভাড়া থাকেন। শুভ পেশায় গাড়ির মিস্ত্রী ছিল।
তিনি আরও জানান, গত চার বছর আগে শুভ মিমের সঙ্গে প্রেমের সম্পর্ক করে বিয়ে করে। বিয়ের আগে মিমের সঙ্গে আরেকটি ছেলের সঙ্গে সম্পর্কে ছিল তিন বছর আগে মিমের সাবেক প্রেমিককে শুভ ও মিম মিলে হত্যা করে। সেই মামলায় শুভ তিন বছর পর গত মাসে জামিন পায়। তাদের সংসারে তিন বছরের এক ছেলে সন্তান রয়েছে। কয়েক দিন ধরে শুভর সঙ্গে স্ত্রী মিমের মনোমালিন্য চলছিল। মিম অন্য একটি ছেলের সঙ্গে সম্পর্ক করত বলে শুভ সন্দেহ করত। এ বিষয় নিয়ে শুভ স্ত্রীর সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পুলিশ যখন শুভ মরদেহ থানায় নেয়। মিম তখন থানায় গিয়ে বাথরুমে ফাঁসি দেওয়ার চেষ্টা করে। এক নারী পুলিশ টের পেয়ে দরজা ভেঙে মিমকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করে।
কামরাঙ্গীরচর থানার উপপরিদর্শক (এসআই) মেহেদি হাসান জানান, স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের কারণে ভোরে ওই ভাড়া বাসায় টিনের চালার রডের সঙ্গে গলায় ফাঁস দেন শুভ। খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। মরদেহের সঙ্গে থানায় গিয়েছিলেন তার স্ত্রী মীম। সবার অগোচরে থানার বাথরুমে গলায় ফাঁস দেন তিনি। এক নারী কনস্টেবল বিষয়টি টের পেয়ে সঙ্গে সঙ্গে দরজা ভেঙে বাথরুমের ভেতর ঢোকেন। দেখেন, বাথরুমের ভেন্টিলেটরের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়েছেন তিনি। দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। বর্তমানে হাসপাতালটিতে ভর্তি রয়েছেন মীম। তবে তার অবস্থা আশঙ্কামুক্ত।

রাজধানীর কামরাঙ্গীরচরে শুভ (২৩) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের সঙ্গে থানায় যাওয়া তাঁর স্ত্রী মীম আক্তারও (২২) বাথরুমে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পারিবারিক কলহের জেরে শুভ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।
আজ শনিবার (৩১ আগস্ট) সকাল ১০টার দিকে কামরাঙ্গীরচর ট্যানারি পুকুরপাড় এলাকার বাসা থেকে পুলিশ শুভর মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য বিকেলে মরদেহ ঢাকা মেডিকেল কলজ মর্গে পাঠায় পুলিশ।
শুভর আত্মীয় দীন মোহাম্মদ জানান, শুভর বাড়ি ঢাকার সাভারের লুটেরচর এলাকায়। বাবার নাম মোহাম্মদ আলী। বর্তমানে কামরাঙ্গীরচর ট্যানারি পুকুর পাড় রক্সির বাড়িতে স্ত্রীকে নিয়ে ভাড়া থাকেন। শুভ পেশায় গাড়ির মিস্ত্রী ছিল।
তিনি আরও জানান, গত চার বছর আগে শুভ মিমের সঙ্গে প্রেমের সম্পর্ক করে বিয়ে করে। বিয়ের আগে মিমের সঙ্গে আরেকটি ছেলের সঙ্গে সম্পর্কে ছিল তিন বছর আগে মিমের সাবেক প্রেমিককে শুভ ও মিম মিলে হত্যা করে। সেই মামলায় শুভ তিন বছর পর গত মাসে জামিন পায়। তাদের সংসারে তিন বছরের এক ছেলে সন্তান রয়েছে। কয়েক দিন ধরে শুভর সঙ্গে স্ত্রী মিমের মনোমালিন্য চলছিল। মিম অন্য একটি ছেলের সঙ্গে সম্পর্ক করত বলে শুভ সন্দেহ করত। এ বিষয় নিয়ে শুভ স্ত্রীর সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পুলিশ যখন শুভ মরদেহ থানায় নেয়। মিম তখন থানায় গিয়ে বাথরুমে ফাঁসি দেওয়ার চেষ্টা করে। এক নারী পুলিশ টের পেয়ে দরজা ভেঙে মিমকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করে।
কামরাঙ্গীরচর থানার উপপরিদর্শক (এসআই) মেহেদি হাসান জানান, স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের কারণে ভোরে ওই ভাড়া বাসায় টিনের চালার রডের সঙ্গে গলায় ফাঁস দেন শুভ। খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। মরদেহের সঙ্গে থানায় গিয়েছিলেন তার স্ত্রী মীম। সবার অগোচরে থানার বাথরুমে গলায় ফাঁস দেন তিনি। এক নারী কনস্টেবল বিষয়টি টের পেয়ে সঙ্গে সঙ্গে দরজা ভেঙে বাথরুমের ভেতর ঢোকেন। দেখেন, বাথরুমের ভেন্টিলেটরের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়েছেন তিনি। দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। বর্তমানে হাসপাতালটিতে ভর্তি রয়েছেন মীম। তবে তার অবস্থা আশঙ্কামুক্ত।

মেহেরপুরের ইসলামী ব্যাংক গাংনী শাখার জ্যেষ্ঠ কর্মকর্তা ইসতিয়াক হাসান। ব্যাংকে কাজ করলেও কৃষির প্রতি তাঁর ভালোবাসা রয়েছে। তাই তিনি চাকরির পাশাপাশি শুরু করেছেন কৃষিকাজ। এক বন্ধুকে দেখে অনুপ্রাণিত হয়ে উপজেলার দেবীপুর গ্রামে দেড় বিঘা জমিতে তিনি লাভজনক ফসল একাঙ্গী চাষ শুরু করেছেন।
১ ঘণ্টা আগে
নওগাঁয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক কমিটি থেকে সংগঠক ও আহত জুলাই যোদ্ধাসহ একসঙ্গে ১০ জন পদত্যাগ করেছেন। জেলা আহ্বায়ক কমিটি নিয়ে বিতর্ক, কমিটির গঠনপ্রক্রিয়া ও কার্যক্রমে অস্বচ্ছতা এবং আন্দোলনের মূল চেতনার সঙ্গে সাংঘর্ষিক অভিযোগ তুলে তাঁরা পদত্যাগ করেন।
২ ঘণ্টা আগে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) মোহাম্মদ আবু সাঈদ নামের এক ভুয়া শিক্ষার্থীকে আটক করেছেন নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয় রেলস্টেশন থেকে তাঁকে আটক করে প্রক্টর অফিসে নিয়ে যাওয়া হয়।
৩ ঘণ্টা আগে
সাভারের রেডিও কলোনি এলাকা থেকে বাসে ওঠার ১৫ মিনিটের মধ্যেই একা হয়ে পড়েন ২৬ বছর বয়সী গৃহবধূ। তাঁকে বাসের চালকের দুই সহকারী আলতাফ ও সাগর পালাক্রমে ধর্ষণ করেন। সে দৃশ্য ধারণ করা হয় মোবাইল ফোনে।
৮ ঘণ্টা আগে