Ajker Patrika

আনিসুল-সালমানসহ ১২ জনকে নতুন মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়ার নির্দেশ

অনলাইন ডেস্ক
সালমান এফ রহমান, আনিসুল হক ও জুনায়েদ আহমেদ পলক। ছবি: সংগৃহীত
সালমান এফ রহমান, আনিসুল হক ও জুনায়েদ আহমেদ পলক। ছবি: সংগৃহীত

রাজধানীর বিভিন্ন থানায় করা হত্যা ও হত্যাচেষ্টা মামলায় আওয়ামী লীগ সরকারের সাবেক উপদেষ্টা, মন্ত্রী, সংসদ সদস্য এবং কয়েকজন পুলিশ কর্মকর্তাসহ ১২ জনকে নতুন নতুন মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াক পৃথক পৃথকভাবে এসব আদেশ দেন।

আজ সকালে কারাগার থেকে সাবেক আওয়ামী লীগ নেতা ও পুলিশ কর্মকর্তাদের প্রত্যেককে আদালতে হাজির করা হয়। মামলাগুলোর সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তারা ভিন্ন ভিন্নভাবে গ্রেপ্তার দেখানো এবং রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানি শেষে আদালত পৃথক পৃথকভাবে গ্রেপ্তার ও রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন।

গত বছর জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মৃত্যু ও গুরুতর জখমের ঘটনায় দায়ের করা হত্যা ও হত্যাচেষ্টা মামলায় সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, আওয়ামী লীগ নেতা ও পুলিশের কয়েকজন সাবেক কর্মকর্তাদের গ্রেপ্তার দেখানো ও রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

আদালত সূত্রে জানা গেছে, যাত্রাবাড়ী থানার চারটি মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে এবং দুটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে একই থানার দুটি মামলা এবং একটি মামলায় সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনিকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

এ ছাড়া শাহবাগ থানার একটি মামলায় বরিশাল-৩ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) গোলাম কিবরিয়া টিপু, মোহাম্মদপুর থানার দুটি মামলায় সাবেক সংসদ সদস্য সাদেক খানকে গ্রেপ্তার দেখানো হয়েছে। কাফরুল থানার একটি হত্যা মামলায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোস্তফা জামাল এবং ঢাকা মহানগর উত্তর মহিলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক রোকেয়া জামালকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

যাত্রাবাড়ী থানার পারভেজ মিয়া হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক রাষ্ট্রদূত ও তৃণমূল বিএনপির সভাপতি শমসের মবিন চৌধুরী ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে চার দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। এই মামলায় প্রত্যেকের ১০ দিনের রিমান্ডের আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই থানায় ইমাম হোসেন তাইম হত্যা মামলায় থানাটির সাবেক ওসি আবুল হাসান, শাহবাগ থানার সাবেক এসআই শাহাদত আলী ও ডিএমপির সাবেক এসি তানজিল আহমেদকে ৪ দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন আদালত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আসামির জবানবন্দি: মাগুরার শিশুটির গলায় ওড়না পেঁচিয়ে ধর্ষণ করা হয়

রেমিট্যান্সের নামে ৭৩০ কোটি টাকার কর ফাঁকি দিয়েছেন একজন, কার কথা বললেন এনবিআর চেয়ারম্যান

অতিরিক্ত দায়িত্ব পালনে খাওয়ার খরচ চায় পুলিশ

ভারতে বসেছে বিশ্বের গোয়েন্দাপ্রধানদের আসর, কী হচ্ছে সেখানে

মামলা করতে যাওয়া নারীর কাছ থেকে টাকা ‘কেড়ে নিলেন’ এসআই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত