নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর নয়াপল্টনে জুমার নামাজ শেষে নয়াপল্টন জামে মসজিদ গলির মুখের বড় গেট আটকে ছোট গেট খুলে দেয় পুলিশ। এতে মুসল্লিরা বাসায় ফেরার সময় পুলিশের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। এ সময় ‘নারায়ে তকবির’, ‘আল্লাহু আকবর’ স্লোগান দিতে শোনা যায়। পরে তাঁদের সরিয়ে দিতে ধাওয়া দেয় পুলিশ।
আজ শুক্রবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় মুসল্লিরা অভিযোগ করেন, তাঁদের বাসায় ফেরার পথে বাধা দিচ্ছে পুলিশ। এলাকায় সবকিছুই এখন পুলিশ নিয়ন্ত্রণ করছে।
জুমার নামাজ শেষে মুসল্লিদের বাসায় ফেরার পথে বাধা দেওয়ার বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (অপারেশন) বিপ্লব কুমার সরকার বলেন, ‘বাসায় যেতে বাধা দেওয়ার অভিযোগটি মিথ্যা। তাঁরা যে অভিযোগ করেছেন, এর কোনো ভিত্তি নেই। যাঁরা ধর্মপ্রাণ মুসল্লি, যাঁরা জুমার নামাজ আদায় করেছেন, তাঁদের কোনোভাবেই বাধা দেওয়া হচ্ছে না। জুমার নামাজ আদায় করে যে যাঁর মতো চলে যাবেন। তাঁদের প্রতি কোনো বাধা নেই। বরং সহযোগিতা রয়েছে।’
যুগ্ম-কমিশনার বিপ্লব বলেন, ‘এখানে ৪০ থেকে ৫০ জন ‘নারায়ে তকবির’, ‘আল্লাহু আকবার’ বলে স্লোগান দিয়ে নয়াপল্টনে প্রবেশের চেষ্টা করছিলেন, তাঁরা আসলে মুসল্লি বেশে জামায়াত-বিএনপির লোক। কারণ আমরা জানি এই স্লোগান দেয় দেশে নিষিদ্ধ একটি দল।’
‘আপনারা জানেন, ১০ ডিসেম্বর বিএনপি সমাবেশ করার ঘোষণা দিয়েছে। তাদের সঙ্গে জড়িত হয়ে আজকে তারা এখানে প্রবেশের চেষ্টা করছিল। কারণ এই স্লোগান বিএনপির নয়, এটা জামায়াতের স্লোগান। তাই তাদের সরিয়ে দেওয়া হয়েছে।’
গতকাল পল্টনের রাস্তা খুলে দিলেও আজ আবার বন্ধ করার বিষয়ে বিপ্লব কুমার বলেন, ‘সময়ের ওপর নির্ভর করে নিরাপত্তা বিশ্লেষণ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এই এলাকায় বসবাসরত নাগরিক ও কর্মরত সাধারণ মানুষের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে বিভিন্ন ধরনের নিরাপত্তা জারি করা হয়। যখন নিরাপদ মনে করা হয়, তখন খুলে দেই। আবার কোনো ধরনের ঝুঁকি দেখলে বন্ধ করা হয়।’
কোনো ধরনের নিরাপত্তার শঙ্কা রয়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘আপনারা দেখেছেন মুসল্লি বেশে জামায়াত-বিএনপির লোকজন এখানে প্রবেশের চেষ্টা করছে। তাদের প্রতিরোধে আমরা সর্বোচ্চ সতর্ক আছি। কোনো দুষ্কৃতকারী অথবা নাশকতাকারী অথবা জামায়াত-শিবিরকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।’

রাজধানীর নয়াপল্টনে জুমার নামাজ শেষে নয়াপল্টন জামে মসজিদ গলির মুখের বড় গেট আটকে ছোট গেট খুলে দেয় পুলিশ। এতে মুসল্লিরা বাসায় ফেরার সময় পুলিশের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। এ সময় ‘নারায়ে তকবির’, ‘আল্লাহু আকবর’ স্লোগান দিতে শোনা যায়। পরে তাঁদের সরিয়ে দিতে ধাওয়া দেয় পুলিশ।
আজ শুক্রবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় মুসল্লিরা অভিযোগ করেন, তাঁদের বাসায় ফেরার পথে বাধা দিচ্ছে পুলিশ। এলাকায় সবকিছুই এখন পুলিশ নিয়ন্ত্রণ করছে।
জুমার নামাজ শেষে মুসল্লিদের বাসায় ফেরার পথে বাধা দেওয়ার বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (অপারেশন) বিপ্লব কুমার সরকার বলেন, ‘বাসায় যেতে বাধা দেওয়ার অভিযোগটি মিথ্যা। তাঁরা যে অভিযোগ করেছেন, এর কোনো ভিত্তি নেই। যাঁরা ধর্মপ্রাণ মুসল্লি, যাঁরা জুমার নামাজ আদায় করেছেন, তাঁদের কোনোভাবেই বাধা দেওয়া হচ্ছে না। জুমার নামাজ আদায় করে যে যাঁর মতো চলে যাবেন। তাঁদের প্রতি কোনো বাধা নেই। বরং সহযোগিতা রয়েছে।’
যুগ্ম-কমিশনার বিপ্লব বলেন, ‘এখানে ৪০ থেকে ৫০ জন ‘নারায়ে তকবির’, ‘আল্লাহু আকবার’ বলে স্লোগান দিয়ে নয়াপল্টনে প্রবেশের চেষ্টা করছিলেন, তাঁরা আসলে মুসল্লি বেশে জামায়াত-বিএনপির লোক। কারণ আমরা জানি এই স্লোগান দেয় দেশে নিষিদ্ধ একটি দল।’
‘আপনারা জানেন, ১০ ডিসেম্বর বিএনপি সমাবেশ করার ঘোষণা দিয়েছে। তাদের সঙ্গে জড়িত হয়ে আজকে তারা এখানে প্রবেশের চেষ্টা করছিল। কারণ এই স্লোগান বিএনপির নয়, এটা জামায়াতের স্লোগান। তাই তাদের সরিয়ে দেওয়া হয়েছে।’
গতকাল পল্টনের রাস্তা খুলে দিলেও আজ আবার বন্ধ করার বিষয়ে বিপ্লব কুমার বলেন, ‘সময়ের ওপর নির্ভর করে নিরাপত্তা বিশ্লেষণ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এই এলাকায় বসবাসরত নাগরিক ও কর্মরত সাধারণ মানুষের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে বিভিন্ন ধরনের নিরাপত্তা জারি করা হয়। যখন নিরাপদ মনে করা হয়, তখন খুলে দেই। আবার কোনো ধরনের ঝুঁকি দেখলে বন্ধ করা হয়।’
কোনো ধরনের নিরাপত্তার শঙ্কা রয়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘আপনারা দেখেছেন মুসল্লি বেশে জামায়াত-বিএনপির লোকজন এখানে প্রবেশের চেষ্টা করছে। তাদের প্রতিরোধে আমরা সর্বোচ্চ সতর্ক আছি। কোনো দুষ্কৃতকারী অথবা নাশকতাকারী অথবা জামায়াত-শিবিরকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।’

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি হিফজ মাদ্রাসার টয়লেট থেকে হাবিবউল্লাহ (১২) নামের এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কালিয়াকৈর বাইপাস এলাকায় আল আবরার ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হাবিবউল্লাহ যশোরের কেশবপুর উপজেলার
৩৮ মিনিট আগে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচনের তফসিল আবারও স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ১০টায় প্রধান নির্বাচন কমিশনার (ভারপ্রাপ্ত) সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৪১ মিনিট আগে
যশোর সরকারি এমএম কলেজের শহীদ আসাদ হলে ঢুকে রবিউল ইসলাম (২১) নামে অনার্স দ্বিতীয় বর্ষের এক ছাত্রকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে হলের ২০৮ নম্বর কক্ষে এই ঘটনা ঘটে। আহত রবিউল ইসলাম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাঁদপাড়া গ্রামের আব্দুল মালেকের
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৭ ঘণ্টা আগে