নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির গাড়িসহ অন্যান্য সম্পত্তি বিক্রি না করার আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটির গ্রাহক ও পণ্য সরবরাহকারীদের একাংশ। ‘ইভ্যালির গাড়ি বিক্রিসহ গ্রাহকদের স্বার্থবিরোধী’ সিদ্ধান্তের প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে প্রতিষ্ঠানটি চালাতে হাইকোর্ট নির্দেশিত পরিচালনা পর্ষদের প্রতি এ আহ্বান জানানো হয়।
আজ রোববার ই-কমার্স মার্চেন্ট অ্যান্ড কনজিউমার কোঅর্ডিনেশন কমিটির ব্যানারে প্রতিষ্ঠানটির ধানমন্ডির কার্যালয়ের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে অংশ নেওয়া রাসেল আহমেদ নামের একজন গ্রাহক বলেন, ‘কোম্পানির সব বিক্রি করলে আমরা টাকা পাব কেমনে। কোম্পানি চালানোর বদলে বন্ধ করে দেওয়ার পাঁয়তারা চলছে।’
গ্রাহকেরা ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল ও তাঁর স্ত্রীর মুক্তির দাবি জানান। একই সঙ্গে তাঁদের নজরদারির মধ্যে রেখে ব্যবসা করার সুযোগ দিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়। সকাল ১০টা থেকে বেলা দেড়টা পর্যন্ত চলে মানববন্ধন। এরপর দাবি সংবলিত স্মরকলিপি পরিচালনা পর্ষদে জমা দেওয়া হয়।
এ সময় ইভ্যালি মার্চেন্ট অ্যান্ড কনজ্যুমার কো-অর্ডিনেশন কমিটির সমন্বয়ক নাসির উদ্দিন বলেন, ‘ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেল এবং তাঁর স্ত্রী প্রতিষ্ঠানের চেয়ারম্যান শামীমা নাসরিনকে নজরদারিতে রেখে ব্যবসা পরিচালনার সুযোগ দিতে হবে। এ দাবির পক্ষে ২০ হাজার ১৮২ মার্চেন্ট এবং ভোক্তার স্বাক্ষরসহ ১৭ জানুয়ারি দাবি সংক্রান্ত একটি চিঠি পর্ষদকে দিয়েছি।’
কমিটির সহসমন্বয়ক সাকিব হাসান বলেন, ‘স্মারকলিপি দেওয়ার পর বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মাহবুব কবীর মিলন আমাদের দাবিগুলো বিবেচনায় নেওয়ার আশ্বাস দিয়েছেন। আমরা পরিচালনা পর্ষদে মার্চেন্ট, ভোক্তাদের কমপক্ষে একজন প্রতিনিধিকে সম্পৃক্ত করা, ভবিষ্যতে ইভ্যালি সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মার্চেন্ট এবং ভোক্তাদের মতামত নেওয়া ও ইভ্যালির অডিট সম্পন্ন না হওয়া পর্যন্ত স্থাবর-অস্থাবর সব সম্পত্তি বিক্রি বা অন্যত্র হস্তান্তর থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানিয়েছি। একই সঙ্গে ইভ্যালির গাড়ির নিলাম বাতিল করা ও প্রমাণাদি ছাড়া কোনো বক্তব্য না দেওয়ার জন্য অনুরোধ করেছি।’
সম্প্রতি ইভ্যালির মালিকানাধীন সাতটি গাড়ি নিলামে তোলার সিদ্ধান্ত নেয় বর্তমান পরিচালনা পর্ষদ। এ জন্য গত ৩ ফেব্রুয়ারি পত্রিকায় বিজ্ঞপ্তিও দেওয়া হয়। গতকাল শনিবার রাজধানীর বারিধারায় পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এইচএম শামসুদ্দিন চৌধুরী মানিকের বাড়িতে গাড়িগুলো প্রদর্শনের জন্য রাখা হয়। আগামী ১০ ফেব্রুয়ারি ধানমন্ডিতে ইভ্যালির অফিসে নিলাম অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির গাড়িসহ অন্যান্য সম্পত্তি বিক্রি না করার আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটির গ্রাহক ও পণ্য সরবরাহকারীদের একাংশ। ‘ইভ্যালির গাড়ি বিক্রিসহ গ্রাহকদের স্বার্থবিরোধী’ সিদ্ধান্তের প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে প্রতিষ্ঠানটি চালাতে হাইকোর্ট নির্দেশিত পরিচালনা পর্ষদের প্রতি এ আহ্বান জানানো হয়।
আজ রোববার ই-কমার্স মার্চেন্ট অ্যান্ড কনজিউমার কোঅর্ডিনেশন কমিটির ব্যানারে প্রতিষ্ঠানটির ধানমন্ডির কার্যালয়ের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে অংশ নেওয়া রাসেল আহমেদ নামের একজন গ্রাহক বলেন, ‘কোম্পানির সব বিক্রি করলে আমরা টাকা পাব কেমনে। কোম্পানি চালানোর বদলে বন্ধ করে দেওয়ার পাঁয়তারা চলছে।’
গ্রাহকেরা ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল ও তাঁর স্ত্রীর মুক্তির দাবি জানান। একই সঙ্গে তাঁদের নজরদারির মধ্যে রেখে ব্যবসা করার সুযোগ দিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়। সকাল ১০টা থেকে বেলা দেড়টা পর্যন্ত চলে মানববন্ধন। এরপর দাবি সংবলিত স্মরকলিপি পরিচালনা পর্ষদে জমা দেওয়া হয়।
এ সময় ইভ্যালি মার্চেন্ট অ্যান্ড কনজ্যুমার কো-অর্ডিনেশন কমিটির সমন্বয়ক নাসির উদ্দিন বলেন, ‘ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেল এবং তাঁর স্ত্রী প্রতিষ্ঠানের চেয়ারম্যান শামীমা নাসরিনকে নজরদারিতে রেখে ব্যবসা পরিচালনার সুযোগ দিতে হবে। এ দাবির পক্ষে ২০ হাজার ১৮২ মার্চেন্ট এবং ভোক্তার স্বাক্ষরসহ ১৭ জানুয়ারি দাবি সংক্রান্ত একটি চিঠি পর্ষদকে দিয়েছি।’
কমিটির সহসমন্বয়ক সাকিব হাসান বলেন, ‘স্মারকলিপি দেওয়ার পর বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মাহবুব কবীর মিলন আমাদের দাবিগুলো বিবেচনায় নেওয়ার আশ্বাস দিয়েছেন। আমরা পরিচালনা পর্ষদে মার্চেন্ট, ভোক্তাদের কমপক্ষে একজন প্রতিনিধিকে সম্পৃক্ত করা, ভবিষ্যতে ইভ্যালি সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মার্চেন্ট এবং ভোক্তাদের মতামত নেওয়া ও ইভ্যালির অডিট সম্পন্ন না হওয়া পর্যন্ত স্থাবর-অস্থাবর সব সম্পত্তি বিক্রি বা অন্যত্র হস্তান্তর থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানিয়েছি। একই সঙ্গে ইভ্যালির গাড়ির নিলাম বাতিল করা ও প্রমাণাদি ছাড়া কোনো বক্তব্য না দেওয়ার জন্য অনুরোধ করেছি।’
সম্প্রতি ইভ্যালির মালিকানাধীন সাতটি গাড়ি নিলামে তোলার সিদ্ধান্ত নেয় বর্তমান পরিচালনা পর্ষদ। এ জন্য গত ৩ ফেব্রুয়ারি পত্রিকায় বিজ্ঞপ্তিও দেওয়া হয়। গতকাল শনিবার রাজধানীর বারিধারায় পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এইচএম শামসুদ্দিন চৌধুরী মানিকের বাড়িতে গাড়িগুলো প্রদর্শনের জন্য রাখা হয়। আগামী ১০ ফেব্রুয়ারি ধানমন্ডিতে ইভ্যালির অফিসে নিলাম অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৩ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৩ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৪ ঘণ্টা আগে