নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কোক স্টুডিও বাংলার সংগীতশিল্পী ঋতুরাজ বৈদ্য মাদক মামলার আসামি হিসেবে চার্জশিটভুক্ত হয়েছেন। গুলশান থানায় দায়ের করা একটি মামলায় তাঁর বিরুদ্ধে তদন্ত শেষে চার্জশিট দেওয়া হয়েছে।
আজ সোমবার ঢাকার আদালতে বিষয়টি প্রকাশ হয়। আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (গুলশান থানা) পুলিশের উপপরিদর্শক জালাল উদ্দিন জানান, গত ১২ জুন আদালতে মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক মো. এছকান্দার আলী সরদার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ চার্জশিট দাখিল করেন। দুই মাস আগে গত এপ্রিলে মদ্যপ অবস্থায় তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। পরে জামিন পান।
মামলার সূত্রে জানা গেছে, গত ১৭ এপ্রিল রাতে অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহমুদুর রহমানকে তাঁর ড্রাইভার শ্রী অতুল চন্দ্র মণ্ডল গুলশানে নিয়ে যান। গুলশানের রূপায়ণ টাওয়ারের সামনে মেইন রাস্তার পাশে গাড়িতে বসে ছিলেন অতুল চন্দ্র। এমন সময় ঋতুরাজ মদ্যপ অবস্থায় পায়ে হেঁটে গাড়ির সামনে এসে গতিরোধ করেন এবং গাড়ি সরাতে বলেন। গাড়ি সরাতে দেরি করলে ঋতুরাজ ড্রাইভার অতুলের ওপর উত্তেজিত হয়ে যান।
এ সময় সরকারি গাড়ির ফ্ল্যাগ স্ট্যান্ড, গাড়ির বাম সাইডের লুকিং গ্লাস, বাম সাইডের হেড লাইট ভেঙে ফেলেন। ফ্ল্যাগ স্ট্যান্ড দিয়ে অতুলকে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করতে গেলে তিনি মাথা সরিয়ে ফেলেন। তখন ঋতুরাজ তাঁকে এলোপাতাড়ি কিলঘুষি লাথি মেরে জখম করেন। কাছে থাকা তিন হাজার ২৫০ টাকা জোরপূর্বক ছিনিয়ে নেন। মারধর ও গাড়ি ভাঙচুর করে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখিয়ে ঋতুরাজ চলে যান।
এ ঘটনায় গুলশান থানার উপপরিদর্শক (নিরস্ত্র) হোসনে মোবারক বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। ঋতুরাজকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন ১৮ এপ্রিল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরবর্তীতে গত ২৫ এপ্রিল মাদকের মামলায় তাঁকে জামিন দেওয়া হয়।
এ দিকে সচিবের গাড়ি ভাঙচুরের মামলায় চালক শ্রী অতুল চন্দ্র মণ্ডল বাদী হয়ে একটি মামলা করেন। সেই মামলাও চলমান রয়েছে।

কোক স্টুডিও বাংলার সংগীতশিল্পী ঋতুরাজ বৈদ্য মাদক মামলার আসামি হিসেবে চার্জশিটভুক্ত হয়েছেন। গুলশান থানায় দায়ের করা একটি মামলায় তাঁর বিরুদ্ধে তদন্ত শেষে চার্জশিট দেওয়া হয়েছে।
আজ সোমবার ঢাকার আদালতে বিষয়টি প্রকাশ হয়। আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (গুলশান থানা) পুলিশের উপপরিদর্শক জালাল উদ্দিন জানান, গত ১২ জুন আদালতে মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক মো. এছকান্দার আলী সরদার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ চার্জশিট দাখিল করেন। দুই মাস আগে গত এপ্রিলে মদ্যপ অবস্থায় তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। পরে জামিন পান।
মামলার সূত্রে জানা গেছে, গত ১৭ এপ্রিল রাতে অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহমুদুর রহমানকে তাঁর ড্রাইভার শ্রী অতুল চন্দ্র মণ্ডল গুলশানে নিয়ে যান। গুলশানের রূপায়ণ টাওয়ারের সামনে মেইন রাস্তার পাশে গাড়িতে বসে ছিলেন অতুল চন্দ্র। এমন সময় ঋতুরাজ মদ্যপ অবস্থায় পায়ে হেঁটে গাড়ির সামনে এসে গতিরোধ করেন এবং গাড়ি সরাতে বলেন। গাড়ি সরাতে দেরি করলে ঋতুরাজ ড্রাইভার অতুলের ওপর উত্তেজিত হয়ে যান।
এ সময় সরকারি গাড়ির ফ্ল্যাগ স্ট্যান্ড, গাড়ির বাম সাইডের লুকিং গ্লাস, বাম সাইডের হেড লাইট ভেঙে ফেলেন। ফ্ল্যাগ স্ট্যান্ড দিয়ে অতুলকে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করতে গেলে তিনি মাথা সরিয়ে ফেলেন। তখন ঋতুরাজ তাঁকে এলোপাতাড়ি কিলঘুষি লাথি মেরে জখম করেন। কাছে থাকা তিন হাজার ২৫০ টাকা জোরপূর্বক ছিনিয়ে নেন। মারধর ও গাড়ি ভাঙচুর করে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখিয়ে ঋতুরাজ চলে যান।
এ ঘটনায় গুলশান থানার উপপরিদর্শক (নিরস্ত্র) হোসনে মোবারক বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। ঋতুরাজকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন ১৮ এপ্রিল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরবর্তীতে গত ২৫ এপ্রিল মাদকের মামলায় তাঁকে জামিন দেওয়া হয়।
এ দিকে সচিবের গাড়ি ভাঙচুরের মামলায় চালক শ্রী অতুল চন্দ্র মণ্ডল বাদী হয়ে একটি মামলা করেন। সেই মামলাও চলমান রয়েছে।

ট্রেড ইউনিয়নের নামে হয়রানি, খাদ্য মূল্যস্ফীতি, ওয়ান স্টপ সার্ভিসের অভাব ও নিয়মবহির্ভূত স্ট্রিট ফুডের বিস্তারে দেশের রেস্তোরাঁ খাত আগে থেকেই সংকটে ছিল। নতুন করে যোগ হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) চরম সংকট। বাড়তি দাম দিয়েও সময়মতো মিলছে না এলপিজি। এতে অনেক রেস্তোরাঁই বন্ধের পথে রয়েছে।
৪০ মিনিট আগে
শরীয়তপুর সদর উপজেলায় আলোচিত শিশু হৃদয় খান নিবিড় হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড ও একজনকে ২১ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে শরীয়তপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে
ঠাকুরগাঁওয়ের রুহিয়া খাদ্যগুদামে (এলএসডি) রেকর্ড ছাড়া অতিরিক্ত ৩ হাজার ৪৫০ কেজি চালের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক)। আজ মঙ্গলবার দুদকের এনফোর্সমেন্ট টিম এই অভিযান পরিচালনা করে। এতে নেতৃত্বে দেন ঠাকুরগাঁও সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আজমীর শরীফ।
১ ঘণ্টা আগে
রাজধানীর একটি হাসপাতাল থেকে জামায়াতে ইসলামীর এক নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) লাশটি উদ্ধার করা হয়। এর আগে, গতকাল সোমবার রাতে নিজ বাসা থেকে হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় তাঁকে উদ্ধার করেন মেয়ের জামাই। পরে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে