নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শাহবাগ থেকে শহীদ মিনারের উদ্দেশে মিছিল নিয়ে রওনা হয়েছিলেন ইনকিলাব মঞ্চের নেতা–কর্মীরা। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছবির হাট এলাকায় মিছিলটি আটকে দেয় পুলিশ। এ সময় তাঁরা সড়কে বসে পড়েন এবং শহীদ মিনারে অবস্থানরত বিভিন্ন বাম রাজনৈতিক দল ও সংগঠনকে পাঁচ মিনিটের মধ্যে শহীদ মিনার ত্যাগের আল্টিমেটাম দেন তাঁরা।
আজ শনিবার বেলা ১১টা থেকে শাহবাগ ও শহীদ মিনারে গণজাগরণ মঞ্চ ও বাম রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর উদ্যোগে গণমিছিল কর্মসূচি ঘোষণা করা হয়। অন্যদিকে, ইনকিলাব মঞ্চ এই কর্মসূচির বিরোধিতা করে পাল্টা কর্মসূচি ঘোষণা করে।
শাহবাগে গণজাগরণ মঞ্চের কোনো কার্যক্রম দেখা না গেলেও শহীদ মিনারে বাম রাজনৈতিক দল ও সংগঠনগুলো গণমিছিল স্থগিত করে সংক্ষিপ্ত সমাবেশ করে। তাঁদের সেখান থেকে হটানোর দাবিতে ইনকিলাব মঞ্চের নেতা–কর্মীরা শাহবাগ থেকে শহীদ মিনারের দিকে মিছিল নিয়ে এগোতে থাকেন। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছবির হাট এলাকায় পৌঁছালে পুলিশ তাঁদের বাধা দেয়।
এ সময় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ উসমান হাদী বলেন, ‘শাহবাগ হলো ফ্যাসিবাদের আস্তানা। এই শাহবাগ বিচারহীনতার সংস্কৃতি তৈরি করেছে। তারা আয়নাঘর তৈরি করেছে এবং তারা এ দেশের ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার শত্রু। এ দেশের সার্বভৌমত্ব রক্ষায় কাউকে ছাড় দেওয়ার সুযোগ নেই।’
এ সময় ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আলম ইনকিলাব মঞ্চের নেতা–কর্মীদের উদ্দেশে বলেন, ‘আপনাদের যে ক্ষোভ ছিল, তা আপনারা প্রকাশ করেছেন। এখন অনুরোধ করব, আপনারা এখান থেকে একটু সরে গিয়ে যেখানে অবস্থান করছিলেন, জাদুঘরের সামনে ফিরে যান। যাতে যান চলাচল স্বাভাবিক থাকে এবং জনদুর্ভোগ সৃষ্টি না হয়। সিপিবির কর্মসূচির অংশ হিসেবে গণমিছিল ছিল, তবে তাঁরা তাঁদের মিছিল প্রত্যাহার করেছেন এবং শহীদ মিনারে সংক্ষিপ্ত কর্মসূচি শেষ করে সেখান থেকে চলে গেছেন। যেহেতু তাঁরা নেই, তাই জনদুর্ভোগ বাড়ানো উচিত নয়।’

ডিসির আশ্বাসের পর ইনকিলাব মঞ্চের নেতা–কর্মীরা শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ফিরে যান।
এদিকে, আয়োজকেরা দাবি করেন, কেন্দ্রীয় শহীদ মিনারে গণমিছিল কর্মসূচিতে অংশ নেয় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ যুব ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট (একাংশ), বাংলাদেশ ছাত্রলীগ-বিসিএল, পাহাড়ি ছাত্র পরিষদ, চারণ সাংস্কৃতিক কেন্দ্র, কেন্দ্রীয় খেলাঘর আসর, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম, বাংলাদেশ খেতমজুর সমিতি, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি)।

শাহবাগ থেকে শহীদ মিনারের উদ্দেশে মিছিল নিয়ে রওনা হয়েছিলেন ইনকিলাব মঞ্চের নেতা–কর্মীরা। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছবির হাট এলাকায় মিছিলটি আটকে দেয় পুলিশ। এ সময় তাঁরা সড়কে বসে পড়েন এবং শহীদ মিনারে অবস্থানরত বিভিন্ন বাম রাজনৈতিক দল ও সংগঠনকে পাঁচ মিনিটের মধ্যে শহীদ মিনার ত্যাগের আল্টিমেটাম দেন তাঁরা।
আজ শনিবার বেলা ১১টা থেকে শাহবাগ ও শহীদ মিনারে গণজাগরণ মঞ্চ ও বাম রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর উদ্যোগে গণমিছিল কর্মসূচি ঘোষণা করা হয়। অন্যদিকে, ইনকিলাব মঞ্চ এই কর্মসূচির বিরোধিতা করে পাল্টা কর্মসূচি ঘোষণা করে।
শাহবাগে গণজাগরণ মঞ্চের কোনো কার্যক্রম দেখা না গেলেও শহীদ মিনারে বাম রাজনৈতিক দল ও সংগঠনগুলো গণমিছিল স্থগিত করে সংক্ষিপ্ত সমাবেশ করে। তাঁদের সেখান থেকে হটানোর দাবিতে ইনকিলাব মঞ্চের নেতা–কর্মীরা শাহবাগ থেকে শহীদ মিনারের দিকে মিছিল নিয়ে এগোতে থাকেন। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছবির হাট এলাকায় পৌঁছালে পুলিশ তাঁদের বাধা দেয়।
এ সময় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ উসমান হাদী বলেন, ‘শাহবাগ হলো ফ্যাসিবাদের আস্তানা। এই শাহবাগ বিচারহীনতার সংস্কৃতি তৈরি করেছে। তারা আয়নাঘর তৈরি করেছে এবং তারা এ দেশের ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার শত্রু। এ দেশের সার্বভৌমত্ব রক্ষায় কাউকে ছাড় দেওয়ার সুযোগ নেই।’
এ সময় ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আলম ইনকিলাব মঞ্চের নেতা–কর্মীদের উদ্দেশে বলেন, ‘আপনাদের যে ক্ষোভ ছিল, তা আপনারা প্রকাশ করেছেন। এখন অনুরোধ করব, আপনারা এখান থেকে একটু সরে গিয়ে যেখানে অবস্থান করছিলেন, জাদুঘরের সামনে ফিরে যান। যাতে যান চলাচল স্বাভাবিক থাকে এবং জনদুর্ভোগ সৃষ্টি না হয়। সিপিবির কর্মসূচির অংশ হিসেবে গণমিছিল ছিল, তবে তাঁরা তাঁদের মিছিল প্রত্যাহার করেছেন এবং শহীদ মিনারে সংক্ষিপ্ত কর্মসূচি শেষ করে সেখান থেকে চলে গেছেন। যেহেতু তাঁরা নেই, তাই জনদুর্ভোগ বাড়ানো উচিত নয়।’

ডিসির আশ্বাসের পর ইনকিলাব মঞ্চের নেতা–কর্মীরা শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ফিরে যান।
এদিকে, আয়োজকেরা দাবি করেন, কেন্দ্রীয় শহীদ মিনারে গণমিছিল কর্মসূচিতে অংশ নেয় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ যুব ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট (একাংশ), বাংলাদেশ ছাত্রলীগ-বিসিএল, পাহাড়ি ছাত্র পরিষদ, চারণ সাংস্কৃতিক কেন্দ্র, কেন্দ্রীয় খেলাঘর আসর, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম, বাংলাদেশ খেতমজুর সমিতি, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি)।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৪ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৪ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৪ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৫ ঘণ্টা আগে