Ajker Patrika

সাদ–মুসা গ্রুপের এমডির বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সাদ–মুসা গ্রুপের এমডির বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা 

চেক ডিজঅনার মামলায় সাদ-মুসা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মহসিন ও তাঁর স্ত্রীর বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আপিল বিভাগ। 

আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। সেইসঙ্গে এই বিষয়ে পরবর্তী শুনানির জন্য আগামী ৯ জুলাই দিন ধার্য করা হয়েছে। 

প্রিমিয়ার ব্যাংকের আইনজীবী মো. খুরশীদ আলম খান আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘তার কাছে (সাদ-মুসা গ্রুপ) সাড়ে তিন হাজার কোটি টাকার বেশি পাওনা রয়েছে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের। আর প্রিমিয়ার ব্যাংকের ৭টি মামলায় মোট ৪৬৪ কোটি টাকার চেক ডিজঅনার হয়েছে। তবে এই মামলাটি ছিল ৫ কোটি ১৬ লাখ টাকার।’ 
 
খুরশীদ আলম খান বলেন, এর আগে আপিল বিভাগ ৬ জুনের মধ্যে ৫ কোটি টাকা পরিশোধ করতে বলেছিলেন। তবে বৃহস্পতিবার টাকা না দিয়ে আবারও সময় আবেদন করেন তার আইনজীবী। আদালত ৯ জুলাই পর্যন্ত সময় দিলেও সে পর্যন্ত বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেন। 

ম্যাজিস্ট্রেট কোর্ট এবং দায়রা আদালত তাকে বিদেশ যাওয়ার নিষেধাজ্ঞা দিয়েছিলো। তবে হাইকোর্ট তা ৬ মাসের জন্য স্থগিত করেন। পরে মামলা চেম্বার আদালত হয়ে আপিল বিভাগে আসে। 

 ১৯৮২ সালে পোশাক খাত দিয়ে ব্যবসা শুরু করে চট্টগ্রামভিত্তিক সাদ–মুসা গ্রুপ। নব্বইয়ের দশকে টেক্সটাইল ব্যবসার বিনিয়োগ শুরু করে তারা। ব্যাংক থেকে ঋণ নিয়ে গড়ে তোলে চট্টগ্রাম ফেব্রিক্স বোর্ড লিমিটেড, সাদ-মুসা ফেব্রিক্স লিমিটেড, এমএ রহমান ডাইয়িং ইন্ডাস্ট্রিজ লিমিটেড, সাদ-মুসা হোম টেক্সটাইল অ্যান্ড ক্লথিং লিমিটেডসহ একাধিক রফতানিমুখী শিল্পপ্রতিষ্ঠান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

তেহরানের একটি মর্গেই ১৮২ মরদেহ, ভিডিও ভাইরাল

৭ মাসেই বরখাস্ত আলোনসো, রিয়ালের নতুন কোচ হয়েছেন কে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত