নিজস্ব প্রতিবেদক

ঢাকা: কঠোর লকডাউন শেষে আগামী ২৯ এপ্রিল থেকে চালু হতে পারে যাত্রীবাহী আন্তঃনগর ট্রেন। রেল কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী এরই মধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছে স্টেশনের নিরাপত্তার দায়িত্বে থাকা জেলা রেলওয়ে পুলিশ (জিআরপি) ও রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)। রেলস্টেশনে যেকোনো ধরনের নাশকতা রুখতে বাড়ানো হয়েছে নিরাপত্তা। নিয়মিত চালানো হচ্ছে মহড়া।
খোঁজ নিয়ে জানা যায়, বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের দুই বিভাগের স্টেশনগুলোতে আগের চেয়ে নিরাপত্তা জোরদার করা হচ্ছে। বিশেষ করে পূর্বাঞ্চলের রেল স্টেশনগুলোতে নিরাপত্তার বিষয়টি বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। স্টেশনগুলোতে আরএনবি ও জিআরপির সদস্যদের যৌথভাবে মহড়া দেওয়া হচ্ছে। যাতে করে যে কোনও ধরনের নাশকতা এবং হামলা প্রতিহত করতে পারে।
রেলস্টেশন বাড়তি নিরাপত্তা বিষয়ে জানতে চাইলে পূর্বাঞ্চল রেলওয়ে পুলিশের চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার মো: কামরুল হাসান আজকের পত্রিকাকে বলেন, 'এ মুহূর্তে সুনির্দিষ্ট কোনও স্টেশনে হামলার আশঙ্কা নেই। তবে কিছুদিন আগে পূর্বাঞ্চল রেলওয়ের ব্রাহ্মণবাড়িয়া স্টেশনসহ বেশ কিছু জায়গায় তাণ্ডব চালানো হয়েছে। এতে রেলের সম্পদ নষ্ট হয়েছে। এ নাশকতা বা তাণ্ডব যেকোনো সময় যেকোনো স্টেশনে আবারও ঘটতে পারে। এ জন্য রেলওয়ে পুলিশ এবং রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সমন্বয়ে সশস্ত্র মহড়া দেওয়া হচ্ছে।'
পশ্চিমাঞ্চলের স্টেশনগুলোর নিরাপত্তার বিষয়ে রেলওয়ে নিজস্ব নিরাপত্তা বাহিনী (আরএনবি) পশ্চিমের চীফ কমান্ডেন্ট মোঃ আশাবুল ইসলাম বলেন, 'রেলওয়ে পুলিশের সাথে সমন্বয় করে পশ্চিমাঞ্চলের স্টেশনগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। যাতে কোথাও কোনও ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটাতে পারে।'
লকডাউন শেষে ট্রেন চলাচলসহ সার্বিক বিষয় নিয়ে জানতে চাইলে বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার শাহাদাত আলী আজকের পত্রিকাকে বলেন, 'আগামী ২৯ এপ্রিল থেকে ট্রেন চালানোর জন্য আমাদের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রেলের দুই বিভাগেই নির্দেশনা পাঠিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে স্টেশনের নিরাপত্তা বৃদ্ধিতে রেলওয়ে পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীকেও বলা হয়েছে।'

ঢাকা: কঠোর লকডাউন শেষে আগামী ২৯ এপ্রিল থেকে চালু হতে পারে যাত্রীবাহী আন্তঃনগর ট্রেন। রেল কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী এরই মধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছে স্টেশনের নিরাপত্তার দায়িত্বে থাকা জেলা রেলওয়ে পুলিশ (জিআরপি) ও রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)। রেলস্টেশনে যেকোনো ধরনের নাশকতা রুখতে বাড়ানো হয়েছে নিরাপত্তা। নিয়মিত চালানো হচ্ছে মহড়া।
খোঁজ নিয়ে জানা যায়, বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের দুই বিভাগের স্টেশনগুলোতে আগের চেয়ে নিরাপত্তা জোরদার করা হচ্ছে। বিশেষ করে পূর্বাঞ্চলের রেল স্টেশনগুলোতে নিরাপত্তার বিষয়টি বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। স্টেশনগুলোতে আরএনবি ও জিআরপির সদস্যদের যৌথভাবে মহড়া দেওয়া হচ্ছে। যাতে করে যে কোনও ধরনের নাশকতা এবং হামলা প্রতিহত করতে পারে।
রেলস্টেশন বাড়তি নিরাপত্তা বিষয়ে জানতে চাইলে পূর্বাঞ্চল রেলওয়ে পুলিশের চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার মো: কামরুল হাসান আজকের পত্রিকাকে বলেন, 'এ মুহূর্তে সুনির্দিষ্ট কোনও স্টেশনে হামলার আশঙ্কা নেই। তবে কিছুদিন আগে পূর্বাঞ্চল রেলওয়ের ব্রাহ্মণবাড়িয়া স্টেশনসহ বেশ কিছু জায়গায় তাণ্ডব চালানো হয়েছে। এতে রেলের সম্পদ নষ্ট হয়েছে। এ নাশকতা বা তাণ্ডব যেকোনো সময় যেকোনো স্টেশনে আবারও ঘটতে পারে। এ জন্য রেলওয়ে পুলিশ এবং রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সমন্বয়ে সশস্ত্র মহড়া দেওয়া হচ্ছে।'
পশ্চিমাঞ্চলের স্টেশনগুলোর নিরাপত্তার বিষয়ে রেলওয়ে নিজস্ব নিরাপত্তা বাহিনী (আরএনবি) পশ্চিমের চীফ কমান্ডেন্ট মোঃ আশাবুল ইসলাম বলেন, 'রেলওয়ে পুলিশের সাথে সমন্বয় করে পশ্চিমাঞ্চলের স্টেশনগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। যাতে কোথাও কোনও ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটাতে পারে।'
লকডাউন শেষে ট্রেন চলাচলসহ সার্বিক বিষয় নিয়ে জানতে চাইলে বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার শাহাদাত আলী আজকের পত্রিকাকে বলেন, 'আগামী ২৯ এপ্রিল থেকে ট্রেন চালানোর জন্য আমাদের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রেলের দুই বিভাগেই নির্দেশনা পাঠিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে স্টেশনের নিরাপত্তা বৃদ্ধিতে রেলওয়ে পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীকেও বলা হয়েছে।'

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মুছারচর এলাকায় প্রতিবন্ধী এক অটোরিকশাচালকের স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে মুছারচর সড়কের ঢালে সোহেল (৪০) নামের ওই ব্যক্তির লাশ পাওয়া যায়।
১৮ মিনিট আগে
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, ‘আমাদেরই একটি অংশ চায় না যাতে নির্বাচন ভালো হোক। তবে আগামী নির্বাচনে কী হবে, কী হবে না, তা ঠিক করবে তরুণরা।’
১ ঘণ্টা আগে
ডিএনসিসি প্রশাসক বলেন, ভাড়া দেওয়ার আগে অবশ্যই বাড়িটি বসবাসের উপযোগী করে রাখতে হবে। বাড়িতে ইউটিলিটি সার্ভিসের (গ্যাস, বিদ্যুৎ ও পানি) নিরবচ্ছিন্ন সংযোগ ও প্রতিদিন গৃহস্থালি বর্জ্য সংগ্রহসহ অন্যান্য সব সুবিধা নিশ্চিত করতে হবে। তবে ইউটিলিটি সার্ভিসের ক্ষেত্রে যথাযথ বিলের বেশি বা লাভ নেওয়া যাবে না।
১ ঘণ্টা আগে
বরিশালের হিজলা উপজেলা-সংলগ্ন মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিখোঁজ চার জেলের মধ্যে দুজনের লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। আজ মঙ্গলবার ভোর ৫টায় উপজেলার ধুলখোলা ইউনিয়নের পালপাড়া গ্রামের পূর্ব পাশে মেঘনা নদীতে ভাসমান অবস্থায় তাঁদের লাশ উদ্ধার করা হয়। উদ্ধার জেলেরা হলেন মেহেন্দিগঞ্জ উপজেলার
১ ঘণ্টা আগে