নিজস্ব প্রতিবেদক

ঢাকা: কঠোর লকডাউন শেষে আগামী ২৯ এপ্রিল থেকে চালু হতে পারে যাত্রীবাহী আন্তঃনগর ট্রেন। রেল কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী এরই মধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছে স্টেশনের নিরাপত্তার দায়িত্বে থাকা জেলা রেলওয়ে পুলিশ (জিআরপি) ও রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)। রেলস্টেশনে যেকোনো ধরনের নাশকতা রুখতে বাড়ানো হয়েছে নিরাপত্তা। নিয়মিত চালানো হচ্ছে মহড়া।
খোঁজ নিয়ে জানা যায়, বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের দুই বিভাগের স্টেশনগুলোতে আগের চেয়ে নিরাপত্তা জোরদার করা হচ্ছে। বিশেষ করে পূর্বাঞ্চলের রেল স্টেশনগুলোতে নিরাপত্তার বিষয়টি বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। স্টেশনগুলোতে আরএনবি ও জিআরপির সদস্যদের যৌথভাবে মহড়া দেওয়া হচ্ছে। যাতে করে যে কোনও ধরনের নাশকতা এবং হামলা প্রতিহত করতে পারে।
রেলস্টেশন বাড়তি নিরাপত্তা বিষয়ে জানতে চাইলে পূর্বাঞ্চল রেলওয়ে পুলিশের চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার মো: কামরুল হাসান আজকের পত্রিকাকে বলেন, 'এ মুহূর্তে সুনির্দিষ্ট কোনও স্টেশনে হামলার আশঙ্কা নেই। তবে কিছুদিন আগে পূর্বাঞ্চল রেলওয়ের ব্রাহ্মণবাড়িয়া স্টেশনসহ বেশ কিছু জায়গায় তাণ্ডব চালানো হয়েছে। এতে রেলের সম্পদ নষ্ট হয়েছে। এ নাশকতা বা তাণ্ডব যেকোনো সময় যেকোনো স্টেশনে আবারও ঘটতে পারে। এ জন্য রেলওয়ে পুলিশ এবং রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সমন্বয়ে সশস্ত্র মহড়া দেওয়া হচ্ছে।'
পশ্চিমাঞ্চলের স্টেশনগুলোর নিরাপত্তার বিষয়ে রেলওয়ে নিজস্ব নিরাপত্তা বাহিনী (আরএনবি) পশ্চিমের চীফ কমান্ডেন্ট মোঃ আশাবুল ইসলাম বলেন, 'রেলওয়ে পুলিশের সাথে সমন্বয় করে পশ্চিমাঞ্চলের স্টেশনগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। যাতে কোথাও কোনও ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটাতে পারে।'
লকডাউন শেষে ট্রেন চলাচলসহ সার্বিক বিষয় নিয়ে জানতে চাইলে বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার শাহাদাত আলী আজকের পত্রিকাকে বলেন, 'আগামী ২৯ এপ্রিল থেকে ট্রেন চালানোর জন্য আমাদের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রেলের দুই বিভাগেই নির্দেশনা পাঠিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে স্টেশনের নিরাপত্তা বৃদ্ধিতে রেলওয়ে পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীকেও বলা হয়েছে।'

ঢাকা: কঠোর লকডাউন শেষে আগামী ২৯ এপ্রিল থেকে চালু হতে পারে যাত্রীবাহী আন্তঃনগর ট্রেন। রেল কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী এরই মধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছে স্টেশনের নিরাপত্তার দায়িত্বে থাকা জেলা রেলওয়ে পুলিশ (জিআরপি) ও রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)। রেলস্টেশনে যেকোনো ধরনের নাশকতা রুখতে বাড়ানো হয়েছে নিরাপত্তা। নিয়মিত চালানো হচ্ছে মহড়া।
খোঁজ নিয়ে জানা যায়, বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের দুই বিভাগের স্টেশনগুলোতে আগের চেয়ে নিরাপত্তা জোরদার করা হচ্ছে। বিশেষ করে পূর্বাঞ্চলের রেল স্টেশনগুলোতে নিরাপত্তার বিষয়টি বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। স্টেশনগুলোতে আরএনবি ও জিআরপির সদস্যদের যৌথভাবে মহড়া দেওয়া হচ্ছে। যাতে করে যে কোনও ধরনের নাশকতা এবং হামলা প্রতিহত করতে পারে।
রেলস্টেশন বাড়তি নিরাপত্তা বিষয়ে জানতে চাইলে পূর্বাঞ্চল রেলওয়ে পুলিশের চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার মো: কামরুল হাসান আজকের পত্রিকাকে বলেন, 'এ মুহূর্তে সুনির্দিষ্ট কোনও স্টেশনে হামলার আশঙ্কা নেই। তবে কিছুদিন আগে পূর্বাঞ্চল রেলওয়ের ব্রাহ্মণবাড়িয়া স্টেশনসহ বেশ কিছু জায়গায় তাণ্ডব চালানো হয়েছে। এতে রেলের সম্পদ নষ্ট হয়েছে। এ নাশকতা বা তাণ্ডব যেকোনো সময় যেকোনো স্টেশনে আবারও ঘটতে পারে। এ জন্য রেলওয়ে পুলিশ এবং রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সমন্বয়ে সশস্ত্র মহড়া দেওয়া হচ্ছে।'
পশ্চিমাঞ্চলের স্টেশনগুলোর নিরাপত্তার বিষয়ে রেলওয়ে নিজস্ব নিরাপত্তা বাহিনী (আরএনবি) পশ্চিমের চীফ কমান্ডেন্ট মোঃ আশাবুল ইসলাম বলেন, 'রেলওয়ে পুলিশের সাথে সমন্বয় করে পশ্চিমাঞ্চলের স্টেশনগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। যাতে কোথাও কোনও ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটাতে পারে।'
লকডাউন শেষে ট্রেন চলাচলসহ সার্বিক বিষয় নিয়ে জানতে চাইলে বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার শাহাদাত আলী আজকের পত্রিকাকে বলেন, 'আগামী ২৯ এপ্রিল থেকে ট্রেন চালানোর জন্য আমাদের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রেলের দুই বিভাগেই নির্দেশনা পাঠিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে স্টেশনের নিরাপত্তা বৃদ্ধিতে রেলওয়ে পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীকেও বলা হয়েছে।'

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৩৯ মিনিট আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৪২ মিনিট আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
১ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
১ ঘণ্টা আগে