নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ডিমের দাম অস্বাভাবিক বাড়ানোর অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে ৩ কোটি ৫০ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন (বিসিসি)। গতকাল বুধবার মামলা দুটির রায় প্রকাশ করা হয়। গত সোমবার এ বিষয়ে চূড়ান্ত আদেশ দেয় প্রতিযোগিতা কমিশন।
প্রতিযোগিতা কমিশন বলেছে, পারস্পরিক যোগসাজশে অস্বাভাবিকভাবে ডিমের দাম বাড়ানোর অভিযোগ প্রমাণিত হওয়ায় ডায়মন্ড এগ লিমিটেডকে ২ কোটি ৫০ লাখ টাকা এবং সিপি বাংলাদেশ কোম্পানি লিমিটেডকে ১ কোটি টাকা জরিমানা করা হয়েছে। বাজারে কারসাজির মাধ্যমে ডিমের দাম অস্বাভাবিক বাড়ানোর অভিযোগে ২০২২ সালে ১০টি পোলট্রি ফার্ম ও পোলট্রি-সংশ্লিষ্ট সংগঠনের বিরুদ্ধে মামলা করা হয়েছিল। প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে করা পৃথক দুই মামলার নিষ্পত্তি করে এই জরিমানা করেছে প্রতিযোগিতা কমিশন।
জানতে চাইলে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারপারসন প্রদীপ রঞ্জন চক্রবর্তী আজকের পত্রিকাকে বলেন, কারসাজির মাধ্যমে ডিম বিক্রির অভিযোগ প্রমাণিত হওয়ায় দুটি প্রতিষ্ঠানকে ৩ কোটি ৫০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার এ রায় দেওয়া হয়েছে। গতকাল বুধবার এ রায় প্রকাশ হয়েছে। ধাপে ধাপে অন্য মামলাগুলোর রায়ও প্রকাশ করা হবে। জরিমানার টাকা দিতে ব্যর্থ হলে তা আদায়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে।
এর আগে গত বছরের অক্টোবরে ব্রয়লার মুরগির দাম অস্বাভাবিকভাবে বাড়ানোর অভিযোগে করা মামলায় কাজী ফার্মস ও সাগুনা ফুডস নামক দুটি প্রতিষ্ঠানকে প্রায় সাড়ে ৮ কোটি টাকা জরিমানা করেছিল প্রতিযোগিতা কমিশন।
কমিশন জানায়, ২০২২ সালের আগস্টে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রতিবেদন এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশিত খবরের পরিপ্রেক্ষিতে কমিশনের নবম সভায় অনুসন্ধানের সিদ্ধান্ত হয়। অনুসন্ধানে সিপি বাংলাদেশ কোম্পানি লিমিটেডসহ ছয়টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে বাজারে ডিমের বিক্রয়মূল্য অস্বাভাবিকভাবে নির্ধারণ এবং সরবরাহ সীমিত বা নিয়ন্ত্রণ করার অভিযোগের সত্যতা পাওয়া যায়।

ডিমের দাম অস্বাভাবিক বাড়ানোর অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে ৩ কোটি ৫০ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন (বিসিসি)। গতকাল বুধবার মামলা দুটির রায় প্রকাশ করা হয়। গত সোমবার এ বিষয়ে চূড়ান্ত আদেশ দেয় প্রতিযোগিতা কমিশন।
প্রতিযোগিতা কমিশন বলেছে, পারস্পরিক যোগসাজশে অস্বাভাবিকভাবে ডিমের দাম বাড়ানোর অভিযোগ প্রমাণিত হওয়ায় ডায়মন্ড এগ লিমিটেডকে ২ কোটি ৫০ লাখ টাকা এবং সিপি বাংলাদেশ কোম্পানি লিমিটেডকে ১ কোটি টাকা জরিমানা করা হয়েছে। বাজারে কারসাজির মাধ্যমে ডিমের দাম অস্বাভাবিক বাড়ানোর অভিযোগে ২০২২ সালে ১০টি পোলট্রি ফার্ম ও পোলট্রি-সংশ্লিষ্ট সংগঠনের বিরুদ্ধে মামলা করা হয়েছিল। প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে করা পৃথক দুই মামলার নিষ্পত্তি করে এই জরিমানা করেছে প্রতিযোগিতা কমিশন।
জানতে চাইলে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারপারসন প্রদীপ রঞ্জন চক্রবর্তী আজকের পত্রিকাকে বলেন, কারসাজির মাধ্যমে ডিম বিক্রির অভিযোগ প্রমাণিত হওয়ায় দুটি প্রতিষ্ঠানকে ৩ কোটি ৫০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার এ রায় দেওয়া হয়েছে। গতকাল বুধবার এ রায় প্রকাশ হয়েছে। ধাপে ধাপে অন্য মামলাগুলোর রায়ও প্রকাশ করা হবে। জরিমানার টাকা দিতে ব্যর্থ হলে তা আদায়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে।
এর আগে গত বছরের অক্টোবরে ব্রয়লার মুরগির দাম অস্বাভাবিকভাবে বাড়ানোর অভিযোগে করা মামলায় কাজী ফার্মস ও সাগুনা ফুডস নামক দুটি প্রতিষ্ঠানকে প্রায় সাড়ে ৮ কোটি টাকা জরিমানা করেছিল প্রতিযোগিতা কমিশন।
কমিশন জানায়, ২০২২ সালের আগস্টে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রতিবেদন এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশিত খবরের পরিপ্রেক্ষিতে কমিশনের নবম সভায় অনুসন্ধানের সিদ্ধান্ত হয়। অনুসন্ধানে সিপি বাংলাদেশ কোম্পানি লিমিটেডসহ ছয়টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে বাজারে ডিমের বিক্রয়মূল্য অস্বাভাবিকভাবে নির্ধারণ এবং সরবরাহ সীমিত বা নিয়ন্ত্রণ করার অভিযোগের সত্যতা পাওয়া যায়।

রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। একই সঙ্গে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে ব্যাখ্যা আগামীকাল বুধবার তাঁকে সশরীরে আদালতে তলব করা হয়েছে। আসনটির নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির
১৫ মিনিট আগে
চট্টগ্রাম বন্দরে চাকরি পেয়েছেন গেজেটভুক্ত ৯ জুলাই যোদ্ধা। তাঁদেরকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ)। গত ১২ জানুয়ারি তাঁদের সঙ্গে চুক্তি সম্পাদনের মাধ্যমে এই নিয়োগ কার্যকর হয়েছে।
১ ঘণ্টা আগে
সাবেক সংসদ সদস্য (এমপি) ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের বাড়ি ও জমি ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ আদেশ দেন দেন।
১ ঘণ্টা আগে
ময়মনসিংহ নগরীতে পুলিশ সদস্যদের কুপিয়ে ও পিটিয়ে হাতকড়াসহ আরিফুল ইসলাম নামের এক আসামিকে ছিনিয়ে নিয়েছেন তাঁর স্বজনেরা। হামলায় পাঁচ পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেল ৪টার দিকে নগরীর দিগারকান্দা ফিশারিজ মোড় এলাকায় এ ঘটনা
১ ঘণ্টা আগে