Ajker Patrika

মডেল মৌ তৃতীয় দফায় দুই দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মডেল মৌ তৃতীয় দফায় দুই দিনের রিমান্ডে

বহুল আলোচিত মডেল মরিয়ম আক্তার মৌকে আবারও দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।

মৌকে দ্বিতীয় দফায় চার দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে দুপুরে আদালতে হাজির করা হয়।

রাজধানীর মোহাম্মদপুর থানায় দায়ের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় মডেল মৌকে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। তাঁর পক্ষে জামিনের আবেদন করেন আইনজীবীরা। 

গত ৬ আগস্ট তাকে চার দিনের রিমান্ডে নেওয়া হয়। এর আগে গত ২ আগস্ট তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল।

মৌকে সাড়ে ৩টায় মহানগর হাকিম আবু সুফিয়ান নোমানের আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। জামিনের আবেদন নামঞ্জুর করা হয়।

গত ১ আগস্ট রাত ১০টার পর অভিযান চালিয়ে মোহাম্মদপুরের বাবর রোডের বাসা থেকে তাঁকে আটক করা হয়। ইয়াবা, মদসহ বিভিন্ন নেশাজাতীয় দ্রব্যাদিসহ আটক করা হয়।

মৌ-এর বাসার ভেতরে ড্রয়িং রুমের পাশেই একটি মিনি বার দেখা গেছে। বাসার ভেতরের বেডরুমের একটি ড্রয়ার থেকে পাঁচ প্যাকেট ট্যাবলেট উদ্ধার করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ছাড়া ওই বেডরুমের ভেতরে আরেকটি ড্রেসিং রুম থেকে অন্তত এক ডজন বিদেশি মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় মাদক আইনে মামলা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

সিঙ্গাপুর যাত্রার আগে হাদির শারীরিক অবস্থা নিয়ে যা জানাল মেডিকেল বোর্ড

তাইওয়ানে যুদ্ধে জড়ালে চীনের কাছে হারতে পারে যুক্তরাষ্ট্র— পেন্টাগনের গোপন নথি ফাঁস

ফলের দোকানদার ও বেকার ছেলে: অস্ট্রেলিয়ার সৈকতে হামলাকারী সম্পর্কে যা জানা গেল

হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে এয়ার অ্যাম্বুলেন্স

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ