নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান কার্যালয় নগর ভবনের সবক’টি ফটকেই তালা দিয়েছেন ইশরাক হোসেনকে মেয়র পদে বসানোর দাবি নিয়ে আসা বিক্ষোভকারীরা। এতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এবং নগর ভবনে স্থানীয় সরকার বিভাগের সব ধরনের সেবা ও কার্যক্রম বন্ধ রয়েছে। আজ শনিবার তৃতীয় দিনের মতো আন্দোলন চলাকালে এমন ঘটনা ঘটে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল শুক্রবার রাত থেকেই সকল প্রবেশপথে তালা দেওয়া হয়। ফলে আজ শনিবার নগর ভবনের সেবা কার্যক্রম বন্ধ হয়ে আছে। প্রধান ফটকে তালা দেওয়ায় সিটি করপোরেশনের অ্যাম্বুলেন্সসহ অন্যান্য যানবাহনও ভেতরে প্রবেশ করতে পারছে না।
বিকেল সাড়ে ৩টার দিকে, ফারদীন হাসান নামে একজন প্রত্যয়নপত্র নিতে আসেন নাজিম উদ্দিন রোড থেকে। সেবা কার্যক্রম বন্ধ হওয়ায় তাঁকে ফিরে যেতে হয়েছে।
মো. সালাম নামে নগর ভবনের লিফট অপারেটর বলেন, ‘সকালে এসেছি। অফিস বন্ধ হওয়ায় বাইরেই বসে আছি। বিকেল ৫টা পর্যন্ত ডিউটি টাইম। পাঁচটা বাজলে চলে যাব।’

খিলগাঁও থেকে থেকে এসেছেন সেবাপ্রার্থী জহির উদ্দিন। তিনি বলেন, ‘একটা সনদ নিতে এসেছি। এসে দেখি সব বন্ধ। কবে আসব—জিজ্ঞেস করেছি নিরাপত্তা কর্মীদের। তাঁরা বলতে পারছে না কবে থেকে খুলবে অফিস।’
এর আগে, আজ শনিবার সকালের দিকে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদে বসানোর দাবিতে তৃতীয় দিনের মতো সড়কে অবস্থান কর্মসূচি শুরু করে তাঁর সমর্থকেরা। এতে করে নগর ভবন সংলগ্ন গুলিস্তান-বঙ্গবাজার সড়কের উভয়পাশে যান চলাচল ব্যাহত হয়।
নগর ভবনের সামনে বিক্ষোভকালে ইশরাক হোসেনের সমর্থকেরা হুঁশিয়ারি দেন যে, উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তাঁর সচিব রেজাউল মাকছুদ জাহেদীকে যেখানেই পাওয়া যাবে সেখানেই প্রতিহত করা হবে। এ সময় তারা আরও জানান, আগামীকাল রোববারও তাদের বিক্ষোভ কর্মসূচি চলমান থাকবে।
এই নতুন কর্মসূচির ঘোষণা দিয়ে বিক্ষোভকারীরা বেলা ২টার দিকে আন্দোলনস্থল ত্যাগ করেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান কার্যালয় নগর ভবনের সবক’টি ফটকেই তালা দিয়েছেন ইশরাক হোসেনকে মেয়র পদে বসানোর দাবি নিয়ে আসা বিক্ষোভকারীরা। এতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এবং নগর ভবনে স্থানীয় সরকার বিভাগের সব ধরনের সেবা ও কার্যক্রম বন্ধ রয়েছে। আজ শনিবার তৃতীয় দিনের মতো আন্দোলন চলাকালে এমন ঘটনা ঘটে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল শুক্রবার রাত থেকেই সকল প্রবেশপথে তালা দেওয়া হয়। ফলে আজ শনিবার নগর ভবনের সেবা কার্যক্রম বন্ধ হয়ে আছে। প্রধান ফটকে তালা দেওয়ায় সিটি করপোরেশনের অ্যাম্বুলেন্সসহ অন্যান্য যানবাহনও ভেতরে প্রবেশ করতে পারছে না।
বিকেল সাড়ে ৩টার দিকে, ফারদীন হাসান নামে একজন প্রত্যয়নপত্র নিতে আসেন নাজিম উদ্দিন রোড থেকে। সেবা কার্যক্রম বন্ধ হওয়ায় তাঁকে ফিরে যেতে হয়েছে।
মো. সালাম নামে নগর ভবনের লিফট অপারেটর বলেন, ‘সকালে এসেছি। অফিস বন্ধ হওয়ায় বাইরেই বসে আছি। বিকেল ৫টা পর্যন্ত ডিউটি টাইম। পাঁচটা বাজলে চলে যাব।’

খিলগাঁও থেকে থেকে এসেছেন সেবাপ্রার্থী জহির উদ্দিন। তিনি বলেন, ‘একটা সনদ নিতে এসেছি। এসে দেখি সব বন্ধ। কবে আসব—জিজ্ঞেস করেছি নিরাপত্তা কর্মীদের। তাঁরা বলতে পারছে না কবে থেকে খুলবে অফিস।’
এর আগে, আজ শনিবার সকালের দিকে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদে বসানোর দাবিতে তৃতীয় দিনের মতো সড়কে অবস্থান কর্মসূচি শুরু করে তাঁর সমর্থকেরা। এতে করে নগর ভবন সংলগ্ন গুলিস্তান-বঙ্গবাজার সড়কের উভয়পাশে যান চলাচল ব্যাহত হয়।
নগর ভবনের সামনে বিক্ষোভকালে ইশরাক হোসেনের সমর্থকেরা হুঁশিয়ারি দেন যে, উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তাঁর সচিব রেজাউল মাকছুদ জাহেদীকে যেখানেই পাওয়া যাবে সেখানেই প্রতিহত করা হবে। এ সময় তারা আরও জানান, আগামীকাল রোববারও তাদের বিক্ষোভ কর্মসূচি চলমান থাকবে।
এই নতুন কর্মসূচির ঘোষণা দিয়ে বিক্ষোভকারীরা বেলা ২টার দিকে আন্দোলনস্থল ত্যাগ করেন।

ঝিনাইদহের মহেশপুরে সেনাবাহিনীর একটি টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষে চারজন সেনাসদস্য আহত হয়েছেন। দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে গেছে। তবে ওই ট্রাকটি আটক করেছে পুলিশ। আজ শনিবার বেলা ১১টার দিকে মহেশপুর-খালিশপুর সড়কের বেলেঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত সেনাসদস্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
১২ মিনিট আগে
রাজধানীর উত্তরায় এক ব্যক্তিকে একটি প্রাডো গাড়িসহ অপহরণ এবং এক বেসরকারি প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মীকে আহত করে তাঁর আগ্নেয়াস্ত্র ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। অপহৃত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। গতকাল শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যার পর উত্তরার ১৪ নম্বর সেক্টরের ১২ নম্বর সড়কের একটি বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
৩০ মিনিট আগে
উঠান বৈঠক করতে গিয়ে বাধা পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। আজ শনিবার বিকেলে সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামবাদ (গোগদ) এলাকায় এ ঘটনা ঘটে।
৩০ মিনিট আগে
চট্টগ্রামের চন্দনাইশে গেজেটধারী জুলাই যোদ্ধা ও চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির কার্যকরী নির্বাহী সদস্য হাসনাত আবদুল্লাহ এবং মঈন উদ্দীন মাহিনের ওপর সশস্ত্র হামলার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার (১৬ জানুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার বদুরপাড়া রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে বলে আহতদের স্বজন...
৪১ মিনিট আগে