নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঈদের ছুটি আজ শেষ হলেও ঘরমুখী মানুষের ভিড় কমেনি বাস কাউন্টারগুলোতে। ঈদের আগে ছুটি ও টিকিট না পাওয়ার কারণে অনেকেই ঈদের পরের দিনকে বেছে নিয়েছেন ঢাকা ছাড়ার জন্য। আজ রোববার রাজধানীর সায়েদাবাদ বাস কাউন্টারগুলোর সামনে দেখা যায় যাত্রীদের ভিড় এবং বিভিন্ন জেলার উদ্দেশে ছেড়ে যাওয়া বাসের দীর্ঘ লাইন।
কাউন্টারের কর্মীরা বলছেন, এখনো অনেক মানুষ ঢাকার বাইরে যাবে। অনেক অগ্রিম টিকিট ঈদের পরদিনের জন্যও বিক্রি হয়েছে। এ ছাড়া অনেকে কাউন্টারে এসেও টিকিট নিচ্ছেন। কাল অথবা পরশু থেকে শুরু হবে ঘরে ফেরা।
সায়েদাবাদ জনপদ মোড়ে শ্যামলী, হানিফ, সোহাগ, একুশে, ইকোনোসহ অন্যান্য কাউন্টারে আছে যাত্রীদের অপেক্ষা। এই রুট থেকে পদ্মা সেতুর সুবিধা পাওয়া যায় বিধায় ভিড় একটু বেশি। সাধারণত এর আগে এমন ভিড় দেখা যেত গাবতলী টার্মিনালে।
খুলনাগামী যাত্রী ইকবাল রানা আজকের পত্রিকাকে বলেন, ঈদের আগে বাস, ট্রেন কোনোটার টিকিট পাইনি। এর আগেরবারও এমন হয়েছে। তাই এবারও সিদ্ধান্ত নিয়েছিলাম ঈদের পরদিন বাড়ি যাব।
বেশির ভাগ যাত্রীই ঈদের আগে নানা সমস্যায় রাজধানী ছেড়ে যেতে পারেননি। ফরিদপুরগামী যাত্রী মঈনুল জানান, তিনি একটি কাপড়ের দোকানের কর্মচারী। ঈদের আগের রাত পর্যন্ত বেচাবিক্রির জন্য যাওয়া হয়নি। মালিকের সঙ্গেই ঈদ পালন করেছেন ৷ এখন তিন দিনের ছুটিতে বাড়ি যাচ্ছেন।
পরিবার নিয়ে বাগেরহাটে যাচ্ছেন মোক্তার হাসান। তিনি বলেন, ‘ঈদের আগে সাধারণত ভিড় থাকে। দুর্ঘটনাও ঘটে প্রচুর। বাচ্চাকাচ্চা নিয়ে যাত্রা করব তাই আজ যাচ্ছি। আজ তুলনামূলক রাস্তায় গাড়ি কম থাকবে। আর ভিড়ও কম।’
অন্যদিকে আজ শেষ হচ্ছে ঈদের ছুটি। আগামীকাল থেকে শুরু হবে অফিস। তবে এখনো রাজধানীতে ফিরতে শুরু করেনি মানুষ।

ঈদের ছুটি আজ শেষ হলেও ঘরমুখী মানুষের ভিড় কমেনি বাস কাউন্টারগুলোতে। ঈদের আগে ছুটি ও টিকিট না পাওয়ার কারণে অনেকেই ঈদের পরের দিনকে বেছে নিয়েছেন ঢাকা ছাড়ার জন্য। আজ রোববার রাজধানীর সায়েদাবাদ বাস কাউন্টারগুলোর সামনে দেখা যায় যাত্রীদের ভিড় এবং বিভিন্ন জেলার উদ্দেশে ছেড়ে যাওয়া বাসের দীর্ঘ লাইন।
কাউন্টারের কর্মীরা বলছেন, এখনো অনেক মানুষ ঢাকার বাইরে যাবে। অনেক অগ্রিম টিকিট ঈদের পরদিনের জন্যও বিক্রি হয়েছে। এ ছাড়া অনেকে কাউন্টারে এসেও টিকিট নিচ্ছেন। কাল অথবা পরশু থেকে শুরু হবে ঘরে ফেরা।
সায়েদাবাদ জনপদ মোড়ে শ্যামলী, হানিফ, সোহাগ, একুশে, ইকোনোসহ অন্যান্য কাউন্টারে আছে যাত্রীদের অপেক্ষা। এই রুট থেকে পদ্মা সেতুর সুবিধা পাওয়া যায় বিধায় ভিড় একটু বেশি। সাধারণত এর আগে এমন ভিড় দেখা যেত গাবতলী টার্মিনালে।
খুলনাগামী যাত্রী ইকবাল রানা আজকের পত্রিকাকে বলেন, ঈদের আগে বাস, ট্রেন কোনোটার টিকিট পাইনি। এর আগেরবারও এমন হয়েছে। তাই এবারও সিদ্ধান্ত নিয়েছিলাম ঈদের পরদিন বাড়ি যাব।
বেশির ভাগ যাত্রীই ঈদের আগে নানা সমস্যায় রাজধানী ছেড়ে যেতে পারেননি। ফরিদপুরগামী যাত্রী মঈনুল জানান, তিনি একটি কাপড়ের দোকানের কর্মচারী। ঈদের আগের রাত পর্যন্ত বেচাবিক্রির জন্য যাওয়া হয়নি। মালিকের সঙ্গেই ঈদ পালন করেছেন ৷ এখন তিন দিনের ছুটিতে বাড়ি যাচ্ছেন।
পরিবার নিয়ে বাগেরহাটে যাচ্ছেন মোক্তার হাসান। তিনি বলেন, ‘ঈদের আগে সাধারণত ভিড় থাকে। দুর্ঘটনাও ঘটে প্রচুর। বাচ্চাকাচ্চা নিয়ে যাত্রা করব তাই আজ যাচ্ছি। আজ তুলনামূলক রাস্তায় গাড়ি কম থাকবে। আর ভিড়ও কম।’
অন্যদিকে আজ শেষ হচ্ছে ঈদের ছুটি। আগামীকাল থেকে শুরু হবে অফিস। তবে এখনো রাজধানীতে ফিরতে শুরু করেনি মানুষ।

পাবনার সুজানগরে গরুচোর সন্দেহে গণপিটুনিতে সাগর শেখ ওরফে মাসুদ রানা (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) ভোরে উপজেলার তাঁতিবন্ধ ইউনিয়নের রেলস্টেশন এলাকায় এই ঘটনা ঘটে। পরে দুপুরে লাশ উদ্ধার করে পুলিশ।
১ ঘণ্টা আগে
সিআইডির প্রধান জানান, পাচার চক্রটি দেশের বিভিন্ন এলাকার ভুক্তভোগী ব্যক্তিদের কাছ থেকে জনপ্রতি প্রায় ১৪ লাখ টাকা নিয়ে বৈধভাবে ইতালি পাঠানোর আশ্বাস দেয়। পরে তাঁদেরকে অবৈধভাবে লিবিয়া পাঠানো হয়। সেখান থেকে ভূমধ্যসাগর পাড়ি দিতে অতিরিক্ত যাত্রীবোঝাই একটি ডিঙি নৌকায় তোলা হয়।
১ ঘণ্টা আগে
রাজধানী থেকে টেলিগ্রামভিত্তিক প্রতারণা চক্রের পাঁচ চীনা নাগরিকসহ আটজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বসুন্ধরা ও উত্তরা পশ্চিম এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদেরকে গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে
পৌষ সংক্রান্তি ও নবান্ন উৎসব উপলক্ষে মৌলভীবাজারের শেরপুরে ঐতিহ্যবাহী শতবর্ষী ‘মাছের মেলা’ শুরু হয়েছে। গতকাল সোমবার রাত থেকে সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের শেরপুরে কুশিয়ারা নদীর তীরে শতবর্ষী এই মেলা বসেছে। চলবে আগামীকাল বুধবার পর্যন্ত।
২ ঘণ্টা আগে