উত্তরা-বিমানবন্দর (ঢাকা) প্রতিনিধি

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশি টাকায় ৩৫ লাখ টাকা মূল্যমানের বিভিন্ন দেশের মুদ্রা পাচারকালে মো. ইয়াছিন মিয়া নামের একজনকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। বিমানের ওঠার আগে বিমানবন্দরের আন্তর্জাতিক বহির্গমন লাউঞ্জের ৫ নম্বর বোর্ডিং ব্রিজ থেকে গতকাল রোববার রাত ৯টার দিকে তাঁকে আটক করা হয়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপপরিচালক আহমেদুর রেজা চৌধুরী আজকের পত্রিকাকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
আহমেদুর রেজা জানান, আটককালে ইয়াছিন মিয়ার কাছ থেকে ১ হাজার ৬৫০ ব্রিটিশ পাউন্ড, ২ হাজার বাহরাইন দিনার, ৪০০ মার্কিন ডলার, ৬ হাজার ৩০০ ওমান রিয়াল, ৪০ হাজার সৌদি রিয়াল, ১০০ কুয়েতি দিনার, ৩ হাজার ৩৭৫ এমিরেটস দিরহাম এবং ৫৯ হাজার ৬৪০ বাংলাদেশি টাকা জব্দ করা হয়। জব্দকৃত এসব বিদেশি মুদ্রা বাংলাদেশি টাকায় ৩৪ লাখ ৯৮ হাজার ২ টাকার সমান মূল্যমানের।
মুদ্রা পাচারচেষ্টার অভিযোগে আটক হওয়া ইয়াছিন মিয়া রাজধানীর লালবাগের ১৫ নম্বর হরমন সিলিস্টিতে থাকেন।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপপরিচালক বলেন, ‘ঢাকা থেকে শারজাগামী বিমান বাংলাদেশ এয়ার এয়ারলাইনসের বিজি ১৫১ ফ্লাইটে ইয়াছিন মিয়ার সংযুক্ত আরব আমিরাত যাওয়ার কথা ছিল। কিন্তু গোপন তথ্যের ভিত্তিতে বিমানে ওঠার আগেই আন্তর্জাতিক বহির্গমন লাউঞ্জ থেকে তাঁকে বিদেশি মুদ্রাসহ আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে সংযুক্ত আরব আমিরাতের রেসিডেন্ট আইডেনটিটি কার্ড পাওয়া যায়।’
আহমেদুর রেজা বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইয়াছিন মিয়া নিয়মিত বৈদেশিক মুদ্রা পাচার করেন বলে জানিয়েছেন। তিনি মাসে চার-পাঁচবার বাংলাদেশ থেকে দুবাই যাতায়াত করেন।’
এ ঘটনায় তাঁর বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে বলে জানিয়েছেন শুল্ক গোয়েন্দারা।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশি টাকায় ৩৫ লাখ টাকা মূল্যমানের বিভিন্ন দেশের মুদ্রা পাচারকালে মো. ইয়াছিন মিয়া নামের একজনকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। বিমানের ওঠার আগে বিমানবন্দরের আন্তর্জাতিক বহির্গমন লাউঞ্জের ৫ নম্বর বোর্ডিং ব্রিজ থেকে গতকাল রোববার রাত ৯টার দিকে তাঁকে আটক করা হয়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপপরিচালক আহমেদুর রেজা চৌধুরী আজকের পত্রিকাকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
আহমেদুর রেজা জানান, আটককালে ইয়াছিন মিয়ার কাছ থেকে ১ হাজার ৬৫০ ব্রিটিশ পাউন্ড, ২ হাজার বাহরাইন দিনার, ৪০০ মার্কিন ডলার, ৬ হাজার ৩০০ ওমান রিয়াল, ৪০ হাজার সৌদি রিয়াল, ১০০ কুয়েতি দিনার, ৩ হাজার ৩৭৫ এমিরেটস দিরহাম এবং ৫৯ হাজার ৬৪০ বাংলাদেশি টাকা জব্দ করা হয়। জব্দকৃত এসব বিদেশি মুদ্রা বাংলাদেশি টাকায় ৩৪ লাখ ৯৮ হাজার ২ টাকার সমান মূল্যমানের।
মুদ্রা পাচারচেষ্টার অভিযোগে আটক হওয়া ইয়াছিন মিয়া রাজধানীর লালবাগের ১৫ নম্বর হরমন সিলিস্টিতে থাকেন।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপপরিচালক বলেন, ‘ঢাকা থেকে শারজাগামী বিমান বাংলাদেশ এয়ার এয়ারলাইনসের বিজি ১৫১ ফ্লাইটে ইয়াছিন মিয়ার সংযুক্ত আরব আমিরাত যাওয়ার কথা ছিল। কিন্তু গোপন তথ্যের ভিত্তিতে বিমানে ওঠার আগেই আন্তর্জাতিক বহির্গমন লাউঞ্জ থেকে তাঁকে বিদেশি মুদ্রাসহ আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে সংযুক্ত আরব আমিরাতের রেসিডেন্ট আইডেনটিটি কার্ড পাওয়া যায়।’
আহমেদুর রেজা বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইয়াছিন মিয়া নিয়মিত বৈদেশিক মুদ্রা পাচার করেন বলে জানিয়েছেন। তিনি মাসে চার-পাঁচবার বাংলাদেশ থেকে দুবাই যাতায়াত করেন।’
এ ঘটনায় তাঁর বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে বলে জানিয়েছেন শুল্ক গোয়েন্দারা।

বরিশালের নবাগত পুলিশ সুপার ফারজানা ইসলাম বলেছেন, সাংবাদিকেরা নির্বাচনের স্টেকহোল্ডার। যে কারণে সাংবাদিকদের জন্য নির্বাচন কমিশনের নির্দেশনা রয়েছে। আসন্ন জাতীয় নির্বাচনে ভোটকেন্দ্রের গোপন কক্ষে সাংবাদিকেরা প্রবেশ করতে পারবেন না। ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না।
১ ঘণ্টা আগে
পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির বহিষ্কৃত নেতা হাসান মামুন নির্বাচনী মাঠ গরমের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও নানা মন্তব্য করে সরব রয়েছেন। আজ শুক্রবার রাত ৮টার দিকে তিনি নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন।
২ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে পরীক্ষা দিতে এসে বাবার মৃত্যুসংবাদ পান এক পরীক্ষার্থী। শোক আর কান্না বুকে চেপেই শেষ পর্যন্ত পরীক্ষায় অংশ নেন তিনি। ওই পরীক্ষার্থীর নাম সালমা খাতুন। তিনি জেলার চৌহালী উপজেলার কোদালিয়া গ্রামের আব্দুস সামাদ মুন্সির মেয়ে।
২ ঘণ্টা আগে
দলের সিনিয়র নেতাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে লেখালেখি করার অভিযোগে বগুড়া জেলা যুবদলের সহসভাপতি রেজাউল করিম লাবুকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন বগুড়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান। এর আগে শুক্রবার রাতে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির
২ ঘণ্টা আগে