Ajker Patrika

ঢাবি ছাত্রকে নির্যাতনের অভিযোগে ৩ ছাত্র হল থেকে সাময়িক বহিষ্কার

ঢাবি প্রতিনিধি
ঢাবি ছাত্রকে নির্যাতনের অভিযোগে ৩ ছাত্র হল থেকে সাময়িক বহিষ্কার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতার ছাত্র আকতারুল ইসলামকে গত ২৭ জানুয়ারি (বৃহস্পতিবার) রাতে গেস্টরুমে ডেকে নিয়ে নির্যাতনের অভিযোগে তিন ছাত্রকে ছয় মাসের জন্য ‘বিজয় ৭১’ হল থেকে বহিষ্কার করেছে প্রশাসন।

বিষয়টি নিশ্চিত করেছেন এ বিষয়ে গঠিত তদন্ত কমিটির প্রধান অধ্যাপক ড. মুহাম্মদ শাহ মিরান ও বিজয় ৭১ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আব্দুল বাছির।

বহিষ্কৃত ছাত্ররা হলেন—সমাজবিজ্ঞান বিভাগের কামরুজ্জামান রাজু, ইতিহাস বিভাগের হৃদয় আহমেদ কাজল ও সমাজকল্যাণ বিভাগের মো. ইয়ামিন ইসলাম।

বহিষ্কৃত ছাত্রদের সবাই বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী। তাঁরা সবাই ছাত্রলীগের কর্মী এবং সংগঠনটির হল কমিটির সাধারণ সম্পাদক আবু ইউনুসের ও ঢাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের অনুসারী।

তদন্ত কমিটির প্রধান অধ্যাপক ড. মুহাম্মদ শাহ মিরান বলেন, ‘আমরা বাদী-বিবাদীর কথা শুনেছি, সিসিটিভি ফুটেজ দেখেছি, সব তথ্য যাচাই-বাছাই করেই নির্ধারিত সময়ের মধ্যেই হল প্রভোস্টের কাছে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছি। আমরা তিনজনের বিরুদ্ধে ঘটনায় জড়িত থাকার প্রমাণ পেয়েছি। বাকি তিনজনের বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যায়নি। তাঁদের জড়িত না থাকার বিষয়টি বাদীও নিশ্চিত করেছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

ক্রিকেট: সফট পাওয়ারকে বিজেপির হাতিয়ার বানাতে গিয়ে উল্টো চাপে ভারত

দুই ক্যাটাগরির ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশে বাংলাদেশিদের ১৫ হাজার ডলারের বন্ড দিতেই হবে, জানাল দূতাবাস

বাংলাদেশ এয়ারলাইনসে চাকরি, আবেদন শেষ ২১ জানুয়ারি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত