গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় এক চিকিৎসক পরিবারসহ ৯ জন নিহত হয়েছেন। আজ শনিবার বেলা ১১টার দিকে কাশিয়ানী উপজেলার মিল্টন বাজার এলাকায় যাত্রীবাহী বাস, প্রাইভেটকার ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, প্রাইভেটকারে থাকা ঢাকার বারডেম হাসপাতালের অ্যানেসথেসিয়া বিভাগের ডাক্তার ও গোপালগঞ্জ শহরের উদয়ন রোডের প্রফুল্ল কুমার সাহার ছেলে ডা. বাসুদেব সাহা (৫১), তাঁর স্ত্রী শিবানী সাহা (৪২) ও ছেলে আহসানউল্যাহ বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী স্বপ্নীল সাহা (১৯), প্রাইভেটকারের চালক ঢাকার দোয়ারী এলাকার আজিজুল (৪৫), মোটরসাইকেল আরোহী কাশিয়ানী উপজেলার দক্ষিণ ফুকরা গ্রামের জিন্দার মোল্লার ছেলে অনিক মোল্লা (২১), খায়েরহাট গ্রামের ইয়ার আলীর মেয়ে অনিফা (২০), বাসযাত্রী বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার চরদোয়ানী গ্রামের আব্দুর রশিদ খানের ছেলে আলতাফ হোসেন খান (৫৫), মহাসড়কের পাশে ধান মাড়াইয়ের কাজ করা দক্ষিণ ফুকরা গ্রামের ফিরোজ মোল্লা (৫০) এবং তাঁর স্ত্রী রুমা বেগম (৪০)।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাজিব পরিবহন নামে একটি বাস পাথরঘাটা থেকে ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার দক্ষিণ ফুকরা এলাকায় ঢাকা থেকে গোপালগঞ্জগামী একটি প্রাইভেটকার, যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং যাত্রীবাহী বাসটি উল্টে গিয়ে মহাসড়কের পাশে গাছের ওপর আছড়ে পড়ে। এতে বাসের সামনের অংশ ভেঙে গাছ ভেতরে ঢুকে যায়। ঘটনাস্থলেই চিকিৎসক পরিবারসহ ৭ জন নিহত হন। পরে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস ও পুলিশ আহত অন্তত ৩০ জনকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে আরেকজনের মৃত্যু হয়। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন বাসের ১৮ যাত্রী।
দুর্ঘটনায় মহাসড়কের ওই স্থানে এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশের উদ্ধার তৎপরতায় যান চলাচল স্বাভাবিক হয়। জেলা প্রশাসক শাহিদা সুলতানা ও পুলিশ সুপার আয়েশা সিদ্দিকাসহ জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন শেষে হাসপাতালে গিয়ে রোগীদের চিকিৎসার খোঁজখবর নেন।
হাসপাতালের সহকারী পরিচালক ডা. অসিত কুমার মল্লিক বলেন, একজনকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনায় নিহত ডা. বাসুদেব সাহার বড় ভাই জয়দেব সাহা বলেন, আমাদের মা ভীষণ অসুস্থ। মাকে দেখতেই আমার ছোট ভাই পরিবার নিয়ে আজ সকালে ঢাকা থেকে গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়। আসার পথে ফেরিতে উঠে পরিবার নিয়ে সেলফি তুলে তাঁর ফেসবুকেও স্ট্যাটাস দেয়। দুর্ঘটনার ১০ মিনিট আগে মোবাইলে তাঁর সঙ্গে আমার কথা হয়।
জয়দেব সাহা আরও বলেন, আমার অসুস্থ মায়ের কথা ভেবে দুর্ঘটনার কথা এখনো বাড়িতে জানানো হয়নি। বাড়ির লোকজন কাঁদতেও পারছেন না। হাসপাতাল থেকে তাঁদের মরদেহ সরাসরি গোপালগঞ্জ পৌর মহাশ্মশানে নিয়ে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হবে।

গোপালগঞ্জের কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় এক চিকিৎসক পরিবারসহ ৯ জন নিহত হয়েছেন। আজ শনিবার বেলা ১১টার দিকে কাশিয়ানী উপজেলার মিল্টন বাজার এলাকায় যাত্রীবাহী বাস, প্রাইভেটকার ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, প্রাইভেটকারে থাকা ঢাকার বারডেম হাসপাতালের অ্যানেসথেসিয়া বিভাগের ডাক্তার ও গোপালগঞ্জ শহরের উদয়ন রোডের প্রফুল্ল কুমার সাহার ছেলে ডা. বাসুদেব সাহা (৫১), তাঁর স্ত্রী শিবানী সাহা (৪২) ও ছেলে আহসানউল্যাহ বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী স্বপ্নীল সাহা (১৯), প্রাইভেটকারের চালক ঢাকার দোয়ারী এলাকার আজিজুল (৪৫), মোটরসাইকেল আরোহী কাশিয়ানী উপজেলার দক্ষিণ ফুকরা গ্রামের জিন্দার মোল্লার ছেলে অনিক মোল্লা (২১), খায়েরহাট গ্রামের ইয়ার আলীর মেয়ে অনিফা (২০), বাসযাত্রী বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার চরদোয়ানী গ্রামের আব্দুর রশিদ খানের ছেলে আলতাফ হোসেন খান (৫৫), মহাসড়কের পাশে ধান মাড়াইয়ের কাজ করা দক্ষিণ ফুকরা গ্রামের ফিরোজ মোল্লা (৫০) এবং তাঁর স্ত্রী রুমা বেগম (৪০)।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাজিব পরিবহন নামে একটি বাস পাথরঘাটা থেকে ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার দক্ষিণ ফুকরা এলাকায় ঢাকা থেকে গোপালগঞ্জগামী একটি প্রাইভেটকার, যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং যাত্রীবাহী বাসটি উল্টে গিয়ে মহাসড়কের পাশে গাছের ওপর আছড়ে পড়ে। এতে বাসের সামনের অংশ ভেঙে গাছ ভেতরে ঢুকে যায়। ঘটনাস্থলেই চিকিৎসক পরিবারসহ ৭ জন নিহত হন। পরে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস ও পুলিশ আহত অন্তত ৩০ জনকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে আরেকজনের মৃত্যু হয়। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন বাসের ১৮ যাত্রী।
দুর্ঘটনায় মহাসড়কের ওই স্থানে এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশের উদ্ধার তৎপরতায় যান চলাচল স্বাভাবিক হয়। জেলা প্রশাসক শাহিদা সুলতানা ও পুলিশ সুপার আয়েশা সিদ্দিকাসহ জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন শেষে হাসপাতালে গিয়ে রোগীদের চিকিৎসার খোঁজখবর নেন।
হাসপাতালের সহকারী পরিচালক ডা. অসিত কুমার মল্লিক বলেন, একজনকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনায় নিহত ডা. বাসুদেব সাহার বড় ভাই জয়দেব সাহা বলেন, আমাদের মা ভীষণ অসুস্থ। মাকে দেখতেই আমার ছোট ভাই পরিবার নিয়ে আজ সকালে ঢাকা থেকে গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়। আসার পথে ফেরিতে উঠে পরিবার নিয়ে সেলফি তুলে তাঁর ফেসবুকেও স্ট্যাটাস দেয়। দুর্ঘটনার ১০ মিনিট আগে মোবাইলে তাঁর সঙ্গে আমার কথা হয়।
জয়দেব সাহা আরও বলেন, আমার অসুস্থ মায়ের কথা ভেবে দুর্ঘটনার কথা এখনো বাড়িতে জানানো হয়নি। বাড়ির লোকজন কাঁদতেও পারছেন না। হাসপাতাল থেকে তাঁদের মরদেহ সরাসরি গোপালগঞ্জ পৌর মহাশ্মশানে নিয়ে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হবে।

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
১ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
২ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
২ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
২ ঘণ্টা আগে