নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতীয় প্রেসক্লাবের সামনে তিন সাংবাদিক ও একজন ইউটিউবারকে মারধরের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। আজ বুধবার দুপুর আড়াইটার দিকে প্রেসক্লাবের গেটসংলগ্ন পুলিশ বক্সের সামনে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে রয়েছেন নিউ ন্যাশনের শিমুল পারভেজ ও নোমান মোশাররফ, বাংলাভিশনের কেফায়েত শাকিল এবং ইউটিউবার আলম শরীফ। এদের মধ্যে শিমুল ও নোমানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রেসক্লাব থেকে মোটরসাইকেলযোগে বের হওয়ার সময় শিমুল ও নোমানের সঙ্গে একটি প্রাইভেটকারের ধাক্কা লাগে। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে গাড়িচালক ধারালো অস্ত্র দিয়ে শিমুলকে আঘাতের চেষ্টা করেন। এতে তার হাতে কেটে যায়। পরে গাড়িচালক ও যাত্রীরা নেমে এসে তাদের মারধর করেন। ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার বদলে উল্টো সাংবাদিকদের ওপর চড়াও হয়।
বাংলাভিশনের সাংবাদিক কেফায়েত শাকিল বলেন, ‘শিমুল ভাইকে পুলিশ বক্সে নিয়ে যাওয়া হচ্ছিল। আমি মোবাইলে ভিডিও করার চেষ্টা করলে ৫-৬ জন পুলিশ আমাকে টেনে নিয়ে বক্সে মারধর করে। এ সময় ইউটিউবার আলম শরীফকেও হামলার চেষ্টা করা হয়।’
শিমুল পারভেজ অভিযোগ করেন, ‘গাড়িচালক অস্ত্র দিয়ে আঘাত করলেও পুলিশ তা দেখে কিছু করেনি। বরং আমাদের বক্সে নিয়ে উল্টো মারধর করেছে।’
ঘটনার পর পুলিশ বক্সের দায়িত্বরত কয়েকজন পুলিশ সদস্যকে জাতীয় প্রেসক্লাবের ভেতরে ডেকে নেওয়া হয়। পরে তাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে আসেন। তাদের কাছে সাংবাদিকেরা দায়ী পুলিশ সদস্যদের অপসারণের দাবি জানান। ঊর্ধ্বতন কর্মকর্তারা অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। সামাজিক মাধ্যমে এ হামলার ভিডিও ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা যাচ্ছে, সাংবাদিক শিমুল পারভেজকে কয়েকজন ধরে মারধর করছে। তাদের মধ্যে একজন গোলাপী রঙের শার্ট পরিহিত ও পরনে কালো প্যান্ট ছিল। পাশে এক বয়স্ক ব্যক্তিও মারধর করছে। এ দৃশ্য দেশে পুলিশ সদস্যরা ছুটে আসেন। তারা কিছু না বুঝে উল্টো আহত নোমানকে বেধড়ক মারধর করে।
এ বিষয়ে জানতে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ততার কারণে তাৎক্ষণিক কোনো মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেছেন।

জাতীয় প্রেসক্লাবের সামনে তিন সাংবাদিক ও একজন ইউটিউবারকে মারধরের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। আজ বুধবার দুপুর আড়াইটার দিকে প্রেসক্লাবের গেটসংলগ্ন পুলিশ বক্সের সামনে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে রয়েছেন নিউ ন্যাশনের শিমুল পারভেজ ও নোমান মোশাররফ, বাংলাভিশনের কেফায়েত শাকিল এবং ইউটিউবার আলম শরীফ। এদের মধ্যে শিমুল ও নোমানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রেসক্লাব থেকে মোটরসাইকেলযোগে বের হওয়ার সময় শিমুল ও নোমানের সঙ্গে একটি প্রাইভেটকারের ধাক্কা লাগে। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে গাড়িচালক ধারালো অস্ত্র দিয়ে শিমুলকে আঘাতের চেষ্টা করেন। এতে তার হাতে কেটে যায়। পরে গাড়িচালক ও যাত্রীরা নেমে এসে তাদের মারধর করেন। ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার বদলে উল্টো সাংবাদিকদের ওপর চড়াও হয়।
বাংলাভিশনের সাংবাদিক কেফায়েত শাকিল বলেন, ‘শিমুল ভাইকে পুলিশ বক্সে নিয়ে যাওয়া হচ্ছিল। আমি মোবাইলে ভিডিও করার চেষ্টা করলে ৫-৬ জন পুলিশ আমাকে টেনে নিয়ে বক্সে মারধর করে। এ সময় ইউটিউবার আলম শরীফকেও হামলার চেষ্টা করা হয়।’
শিমুল পারভেজ অভিযোগ করেন, ‘গাড়িচালক অস্ত্র দিয়ে আঘাত করলেও পুলিশ তা দেখে কিছু করেনি। বরং আমাদের বক্সে নিয়ে উল্টো মারধর করেছে।’
ঘটনার পর পুলিশ বক্সের দায়িত্বরত কয়েকজন পুলিশ সদস্যকে জাতীয় প্রেসক্লাবের ভেতরে ডেকে নেওয়া হয়। পরে তাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে আসেন। তাদের কাছে সাংবাদিকেরা দায়ী পুলিশ সদস্যদের অপসারণের দাবি জানান। ঊর্ধ্বতন কর্মকর্তারা অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। সামাজিক মাধ্যমে এ হামলার ভিডিও ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা যাচ্ছে, সাংবাদিক শিমুল পারভেজকে কয়েকজন ধরে মারধর করছে। তাদের মধ্যে একজন গোলাপী রঙের শার্ট পরিহিত ও পরনে কালো প্যান্ট ছিল। পাশে এক বয়স্ক ব্যক্তিও মারধর করছে। এ দৃশ্য দেশে পুলিশ সদস্যরা ছুটে আসেন। তারা কিছু না বুঝে উল্টো আহত নোমানকে বেধড়ক মারধর করে।
এ বিষয়ে জানতে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ততার কারণে তাৎক্ষণিক কোনো মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেছেন।

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ফসলি জমি থেকে মাটি কেটে সড়কে ব্যবহারের অভিযোগ উঠেছে। কৃষকেরা দাবি করেছেন, তাঁদের ফসলি জমি থেকে মাটি কেটে সড়ক নির্মাণের পর সেই জমি আবার ভরাট করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু আট মাস পেরিয়ে গেলেও কথা রাখেনি তারা।
২ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে লক্ষ্মীপুরে চারটি আসনে বইছে ভোটের আমেজ। সব কটি আসনে প্রার্থী ঘোষণা দিয়ে গণসংযোগ ও উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছে বড় দুই রাজনৈতিক দল বিএনপি ও জামায়াত। বসে নেই অন্য দলের প্রার্থীরাও। সকাল-বিকেল চালাচ্ছেন প্রচারণা।
২ ঘণ্টা আগে
রাষ্ট্রীয় শোক এবং পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজধানীতে আতশবাজি ফোটানো ও ফানুস উড়িয়ে খ্রিষ্টীয় নববর্ষ উদ্যাপন করেছে নগরবাসী। খ্রিষ্টীয় নববর্ষ ২০২৬-এর প্রথম প্রহরে নগরজুড়ে বাসাবাড়ির ছাদে ছাদে আতশবাজি ফোটানো ও ফানুস ওড়ানোর দৃশ্য দেখা যায়। এ সময় চারপাশে বিকট শব্দ শোনা যায়।
৩ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের মোট সম্পদের পরিমাণ ৮৯ লাখ ৮২ হাজার ৮৪১ টাকা। তাঁর স্ত্রী মারিয়া আক্তারের সম্পদের পরিমাণ ২ লাখ ৬৬ হাজার ৮১৮ টাকা। তাঁদের কোনো স্বর্ণালংকার নেই।
৪ ঘণ্টা আগে