নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে আউটসোর্সিংয়ের কাজ শেখানোর নামে প্রতারণার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গত শনিবার রাজধানীর লালবাগ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে সিআইডির সাইবার পুলিশ সেন্টার (সিপিসি)।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সুকান্ত বিশ্বাস (২৪), মানব বৈদ্য (২৩)। এ সময় তাঁদের কাছ থেকে অপরাধকাজে ব্যবহৃত ছয়টি মোবাইল, ১৪টি সিম জব্দ করা হয়। আজ সোমবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতারক চক্রটি দীর্ঘদিন সিমগুলো ব্যবহার করে প্রতারণা করত। কখনো সরকারি ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা সেজে প্রতারণা করত। এরপর সিম নম্বরগুলো বন্ধ করে দিত, আবার সেগুলো থেকে ওটিপি গ্রহণ করে নতুন হোয়াটসঅ্যাপ চালু করে ব্যবহার করত। এসব অ্যাকাউন্ট থেকে পুলিশসহ সরকারি বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যবসায়ী, বিশ্ববিদ্যালয়ের ভিসি পরিচয়ে প্রতারণাসহ লোকজনকে আউটসোর্সিংয়ের কাজ দেওয়াসহ নানাভাবে প্রলুব্ধ করে অর্থ হাতিয়ে নেয়।
পুলিশ জানায়, তাদের প্রতারণার শিকার হন এক ভুক্তভোগী। তিনি আউটসোর্সিং কাজের জন্য বিভিন্ন বিজ্ঞাপন দেখতেন। কাজের পাশাপাশি একটু বাড়তি আয়ের জন্য অনলাইন মাধ্যমগুলোতে খোঁজ করতে গিয়ে টেলিগ্রাম অ্যাকাউন্টে পার্টটাইম কাজের জন্য একটি মেসেজ দেখতে পান। পরে যোগাযোগ করলে টেলিগ্রামের একটি গ্রুপে অ্যাড করে দিলে সেখানে আরও অনেক মেম্বার দেখতে পান। টেলিগ্রাম গ্রুপে কাজ শেখার জন্য ১০ হাজার টাকা ফি দেওয়ার (ডিপোজিট) জন্য বলা হয়।
পরে বিকাশের মাধ্যমে টাকা পাঠালে প্রতারক চক্রটি ডিপোজিট অ্যাকাউন্ট খোলে এবং কাজের কিছু নির্দেশনা দেয়। কাজ শেষে টেলিগ্রামে যোগাযোগের চেষ্টা করলে তারা আর মেসেজ সিন করে না। এতে প্রতারণার শিকার হওয়ার বিষয়টি বুঝতে পেরে গত ৪ মার্চ ডিএমপির পল্টন থানায় সাইবার নিরাপত্তা আইনে একটি নিয়মিত মামলা করেন ওই ভুক্তভোগী। ওই মামলার সূত্র ধরে দুজনকে গ্রেপ্তার করে সিআইডি। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে আউটসোর্সিংয়ের কাজ শেখানোর নামে প্রতারণার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গত শনিবার রাজধানীর লালবাগ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে সিআইডির সাইবার পুলিশ সেন্টার (সিপিসি)।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সুকান্ত বিশ্বাস (২৪), মানব বৈদ্য (২৩)। এ সময় তাঁদের কাছ থেকে অপরাধকাজে ব্যবহৃত ছয়টি মোবাইল, ১৪টি সিম জব্দ করা হয়। আজ সোমবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতারক চক্রটি দীর্ঘদিন সিমগুলো ব্যবহার করে প্রতারণা করত। কখনো সরকারি ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা সেজে প্রতারণা করত। এরপর সিম নম্বরগুলো বন্ধ করে দিত, আবার সেগুলো থেকে ওটিপি গ্রহণ করে নতুন হোয়াটসঅ্যাপ চালু করে ব্যবহার করত। এসব অ্যাকাউন্ট থেকে পুলিশসহ সরকারি বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যবসায়ী, বিশ্ববিদ্যালয়ের ভিসি পরিচয়ে প্রতারণাসহ লোকজনকে আউটসোর্সিংয়ের কাজ দেওয়াসহ নানাভাবে প্রলুব্ধ করে অর্থ হাতিয়ে নেয়।
পুলিশ জানায়, তাদের প্রতারণার শিকার হন এক ভুক্তভোগী। তিনি আউটসোর্সিং কাজের জন্য বিভিন্ন বিজ্ঞাপন দেখতেন। কাজের পাশাপাশি একটু বাড়তি আয়ের জন্য অনলাইন মাধ্যমগুলোতে খোঁজ করতে গিয়ে টেলিগ্রাম অ্যাকাউন্টে পার্টটাইম কাজের জন্য একটি মেসেজ দেখতে পান। পরে যোগাযোগ করলে টেলিগ্রামের একটি গ্রুপে অ্যাড করে দিলে সেখানে আরও অনেক মেম্বার দেখতে পান। টেলিগ্রাম গ্রুপে কাজ শেখার জন্য ১০ হাজার টাকা ফি দেওয়ার (ডিপোজিট) জন্য বলা হয়।
পরে বিকাশের মাধ্যমে টাকা পাঠালে প্রতারক চক্রটি ডিপোজিট অ্যাকাউন্ট খোলে এবং কাজের কিছু নির্দেশনা দেয়। কাজ শেষে টেলিগ্রামে যোগাযোগের চেষ্টা করলে তারা আর মেসেজ সিন করে না। এতে প্রতারণার শিকার হওয়ার বিষয়টি বুঝতে পেরে গত ৪ মার্চ ডিএমপির পল্টন থানায় সাইবার নিরাপত্তা আইনে একটি নিয়মিত মামলা করেন ওই ভুক্তভোগী। ওই মামলার সূত্র ধরে দুজনকে গ্রেপ্তার করে সিআইডি। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।

নরসিংদীর পলাশ উপজেলায় ছাত্রদলের কর্মী জাহিদুল ইসলামকে (২৫) ছুরিকাঘাতে হত্যা মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে র্যাব-১১ নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার ও ক্যাম্প কমান্ডার আরিফুল ইসলাম এ তথ্য জানান।
৫ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের বিজ্ঞান শাখাভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। দুটি শিফটে অনুষ্ঠিত পরীক্ষার প্রথম শিফটে শিক্ষার্থীর উপস্থিতির হার ৯০ শতাংশ।
৩৩ মিনিট আগে
শিশু সাফায়াত বাড়ির উঠানে খেলা করছিল। কিছুক্ষণ পর আর কোথাও তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে বাড়ির পাশের গর্তের পানিতে তার লাশ ভাসতে দেখা যায়। শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক জানান, সে মারা গেছে।
৪৩ মিনিট আগে
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন অন্তত তিনজন। আজ শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের আলীয়ারা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে