নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে আউটসোর্সিংয়ের কাজ শেখানোর নামে প্রতারণার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গত শনিবার রাজধানীর লালবাগ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে সিআইডির সাইবার পুলিশ সেন্টার (সিপিসি)।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সুকান্ত বিশ্বাস (২৪), মানব বৈদ্য (২৩)। এ সময় তাঁদের কাছ থেকে অপরাধকাজে ব্যবহৃত ছয়টি মোবাইল, ১৪টি সিম জব্দ করা হয়। আজ সোমবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতারক চক্রটি দীর্ঘদিন সিমগুলো ব্যবহার করে প্রতারণা করত। কখনো সরকারি ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা সেজে প্রতারণা করত। এরপর সিম নম্বরগুলো বন্ধ করে দিত, আবার সেগুলো থেকে ওটিপি গ্রহণ করে নতুন হোয়াটসঅ্যাপ চালু করে ব্যবহার করত। এসব অ্যাকাউন্ট থেকে পুলিশসহ সরকারি বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যবসায়ী, বিশ্ববিদ্যালয়ের ভিসি পরিচয়ে প্রতারণাসহ লোকজনকে আউটসোর্সিংয়ের কাজ দেওয়াসহ নানাভাবে প্রলুব্ধ করে অর্থ হাতিয়ে নেয়।
পুলিশ জানায়, তাদের প্রতারণার শিকার হন এক ভুক্তভোগী। তিনি আউটসোর্সিং কাজের জন্য বিভিন্ন বিজ্ঞাপন দেখতেন। কাজের পাশাপাশি একটু বাড়তি আয়ের জন্য অনলাইন মাধ্যমগুলোতে খোঁজ করতে গিয়ে টেলিগ্রাম অ্যাকাউন্টে পার্টটাইম কাজের জন্য একটি মেসেজ দেখতে পান। পরে যোগাযোগ করলে টেলিগ্রামের একটি গ্রুপে অ্যাড করে দিলে সেখানে আরও অনেক মেম্বার দেখতে পান। টেলিগ্রাম গ্রুপে কাজ শেখার জন্য ১০ হাজার টাকা ফি দেওয়ার (ডিপোজিট) জন্য বলা হয়।
পরে বিকাশের মাধ্যমে টাকা পাঠালে প্রতারক চক্রটি ডিপোজিট অ্যাকাউন্ট খোলে এবং কাজের কিছু নির্দেশনা দেয়। কাজ শেষে টেলিগ্রামে যোগাযোগের চেষ্টা করলে তারা আর মেসেজ সিন করে না। এতে প্রতারণার শিকার হওয়ার বিষয়টি বুঝতে পেরে গত ৪ মার্চ ডিএমপির পল্টন থানায় সাইবার নিরাপত্তা আইনে একটি নিয়মিত মামলা করেন ওই ভুক্তভোগী। ওই মামলার সূত্র ধরে দুজনকে গ্রেপ্তার করে সিআইডি। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে আউটসোর্সিংয়ের কাজ শেখানোর নামে প্রতারণার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গত শনিবার রাজধানীর লালবাগ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে সিআইডির সাইবার পুলিশ সেন্টার (সিপিসি)।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সুকান্ত বিশ্বাস (২৪), মানব বৈদ্য (২৩)। এ সময় তাঁদের কাছ থেকে অপরাধকাজে ব্যবহৃত ছয়টি মোবাইল, ১৪টি সিম জব্দ করা হয়। আজ সোমবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতারক চক্রটি দীর্ঘদিন সিমগুলো ব্যবহার করে প্রতারণা করত। কখনো সরকারি ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা সেজে প্রতারণা করত। এরপর সিম নম্বরগুলো বন্ধ করে দিত, আবার সেগুলো থেকে ওটিপি গ্রহণ করে নতুন হোয়াটসঅ্যাপ চালু করে ব্যবহার করত। এসব অ্যাকাউন্ট থেকে পুলিশসহ সরকারি বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যবসায়ী, বিশ্ববিদ্যালয়ের ভিসি পরিচয়ে প্রতারণাসহ লোকজনকে আউটসোর্সিংয়ের কাজ দেওয়াসহ নানাভাবে প্রলুব্ধ করে অর্থ হাতিয়ে নেয়।
পুলিশ জানায়, তাদের প্রতারণার শিকার হন এক ভুক্তভোগী। তিনি আউটসোর্সিং কাজের জন্য বিভিন্ন বিজ্ঞাপন দেখতেন। কাজের পাশাপাশি একটু বাড়তি আয়ের জন্য অনলাইন মাধ্যমগুলোতে খোঁজ করতে গিয়ে টেলিগ্রাম অ্যাকাউন্টে পার্টটাইম কাজের জন্য একটি মেসেজ দেখতে পান। পরে যোগাযোগ করলে টেলিগ্রামের একটি গ্রুপে অ্যাড করে দিলে সেখানে আরও অনেক মেম্বার দেখতে পান। টেলিগ্রাম গ্রুপে কাজ শেখার জন্য ১০ হাজার টাকা ফি দেওয়ার (ডিপোজিট) জন্য বলা হয়।
পরে বিকাশের মাধ্যমে টাকা পাঠালে প্রতারক চক্রটি ডিপোজিট অ্যাকাউন্ট খোলে এবং কাজের কিছু নির্দেশনা দেয়। কাজ শেষে টেলিগ্রামে যোগাযোগের চেষ্টা করলে তারা আর মেসেজ সিন করে না। এতে প্রতারণার শিকার হওয়ার বিষয়টি বুঝতে পেরে গত ৪ মার্চ ডিএমপির পল্টন থানায় সাইবার নিরাপত্তা আইনে একটি নিয়মিত মামলা করেন ওই ভুক্তভোগী। ওই মামলার সূত্র ধরে দুজনকে গ্রেপ্তার করে সিআইডি। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্বশত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে জিতু মিয়া নামের এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। আহত হন অন্তত ২০ জন। গতকাল সোমবার বিকেলে উপজেলার ধরমন্ডল গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
২ মিনিট আগে
যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৭ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৭ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৭ ঘণ্টা আগে