Ajker Patrika

মোহাম্মদপুরের বছিলায় দিনের বেলায় চাপাতি হাতে ছিনতাই, গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চাপাতি হাতে নিয়ে ছিনতাইয়ের ঘটনা সিসিটিভির ফুটেজে ধরা পড়ে। ছবি: ভিডিও থেকে নেওয়া
চাপাতি হাতে নিয়ে ছিনতাইয়ের ঘটনা সিসিটিভির ফুটেজে ধরা পড়ে। ছবি: ভিডিও থেকে নেওয়া

রাজধানীর মোহাম্মদপুরের বছিলায় দিনের বেলায় চাপাতি হাতে মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার ঘটনায় রোমান মিয়া (২০) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এর আগে, একই দিন বেলা ১১টা ৪৬ মিনিটে বছিলার ফিউচার হাউজিং এলাকার ৪০ ফুট সড়কে এ ছিনতাই হয়। ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

ভিডিওতে দেখা যায়, ব্যস্ত সড়কে এক তরুণ দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ একটি অটোরিকশা থেকে দুজন নেমে তাঁর দিকে এগিয়ে এসে চাপাতির ভয় দেখিয়ে ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেয়। মুহূর্তেই তারা পালিয়ে যায়। আশপাশের কেউ তাদের প্রতিরোধ করতে এগিয়ে আসেনি।

চাপাতি হাতে নিয়ে ছিনতাইয়ের দৃশ্য। ছবি: ভিডিও থেকে নেওয়া
চাপাতি হাতে নিয়ে ছিনতাইয়ের দৃশ্য। ছবি: ভিডিও থেকে নেওয়া

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. রফিকুল আহমেদ বলেন, ভুক্তভোগী একজন শিক্ষার্থী। মেডিকেল কলেজে ভর্তির প্রস্তুতির জন্য বছিলায় কোচিংয়ে আসেন। কোচিং শেষে পার্সেল নিতে দাঁড়ানো অবস্থায় তিনি ছিনতাইয়ের শিকার হন। এ ঘটনায় মামলা হয়েছে এবং গ্রেপ্তার রোমানকে আদালতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের সঙ্গে গ্রুপ পরিবর্তনে রাজি ‘না’ আয়ারল্যান্ড

ইসির ভেতরে আপিল শুনানি, বাইরে ছাত্রদলের ঘেরাও কর্মসূচি

১০০ কোটি ডলার দিলেই কেবল মিলবে ট্রাম্পের শান্তি পরিষদের সদস্যপদ

নুরের আসনে কমিটি বিলুপ্ত: বিএনপি নেতা-কর্মীদের উল্লাসের কারণ কী

মাঘেও তাপমাত্রা কি বাড়তেই থাকবে— যা জানাল আবহাওয়া অধিদপ্তর

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত