নিজস্ব প্রতিবেদক, ঢাকা

হিন্দু মহাজোটের নেতা বিধান কৃষ্ণ রায়ের ওপর হামলাসহ হিন্দুদের ওপর হামলা, জমি দখল ও তাদের দেশত্যাগে হুমকির ঘটনায় বিচারের দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। জাতীয় প্রেসক্লাবে হিন্দু মহাজোট আয়োজিত এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ থেকে আজ শুক্রবার এ দাবি জানানো হয়।
সমাবেশে বক্তারা বলেন, নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া একটি বর্ধিঞ্চু হিন্দু গ্রাম ছিল। গত কয়েক বছর ধরে সাবেক ইউপি মেম্বার মোশারফ হোসেন ভূঁইয়া ও তাঁর সন্ত্রাসী বাহিনী কর্তৃক হিন্দুদের ওপর হামলা, জমি দখল, নানাভাবে হয়রানিসহ দেশত্যাগে বাধ্য করার হুমকিতে হিন্দুরা অতিষ্ঠ। এতে অনেকেই দেশত্যাগে বাধ্য হয়েছেন। গত ইউপি নির্বাচনে হেরে গিয়ে তিনি ও তাঁর সন্ত্রাসী বাহিনী পরাজয়ের কারণ হিসেবে হিন্দুদের দায়ী করেন। তিনি প্রচার করছেন, হিন্দুরা তাঁকে ভোট না দেওয়ার কারণেই তিনি হেরেছেন। সে জন্য নির্বাচনের ব্যয় তিনি হিন্দুদের কাছ থেকে ওঠাবেন।
বক্তারা আরও বলেন, গত ১৪ জানুয়ারি মোশারফ ও তাঁর সহযোগী বাহিনী রূপগঞ্জ উপজেলা হিন্দু মহাজোটের সভাপতি বিধান কৃষ্ণ রায়ের কাছে বিপুল পরিমাণ চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করলে তাঁরা বিধান কৃষ্ণ রায় ও তাঁর গাড়িতে খুনের উদ্দেশ্যে হামলা চালান। এতে তিনি গুরুতর আহত হন। তাঁর মা ও ছোট ভাইয়ের ওপরও হামলা চালানো হয়। মোশারফ বাহিনীর অত্যাচারের মাত্রা দিনদিন অসহনীয় হয়ে পড়েছে।
এ সময় তাঁরা মোশারফ ও তাঁর সহযোগীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি বিধান করার জন্য প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
হিন্দু মহাজোটের প্রেসিডিয়াম মেম্বার অভয় রায়ের সভাপতিত্বে মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিধান কৃষ্ণ রায়, নির্বাহী সভাপতি অ্যাডভোকেট দীনবন্ধু রায়, মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক, সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট প্রদীপ কুমার পাল, নারায়ণগঞ্জ জেলা সভাপতি অ্যাডভোকেট রঞ্জিত দে, সাংগঠনিক সম্পাদক পলাশ বীর, হিন্দু যুব মহাজোটের নির্বাহী সভাপতি গৌতম সরকার অপু, হিন্দু ছাত্র মহাজোটের সভাপতি সাজেন কৃষ্ণ বল, যুগ্ম সাধারণ সম্পাদক স্বপন মধু প্রমুখ।

হিন্দু মহাজোটের নেতা বিধান কৃষ্ণ রায়ের ওপর হামলাসহ হিন্দুদের ওপর হামলা, জমি দখল ও তাদের দেশত্যাগে হুমকির ঘটনায় বিচারের দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। জাতীয় প্রেসক্লাবে হিন্দু মহাজোট আয়োজিত এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ থেকে আজ শুক্রবার এ দাবি জানানো হয়।
সমাবেশে বক্তারা বলেন, নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া একটি বর্ধিঞ্চু হিন্দু গ্রাম ছিল। গত কয়েক বছর ধরে সাবেক ইউপি মেম্বার মোশারফ হোসেন ভূঁইয়া ও তাঁর সন্ত্রাসী বাহিনী কর্তৃক হিন্দুদের ওপর হামলা, জমি দখল, নানাভাবে হয়রানিসহ দেশত্যাগে বাধ্য করার হুমকিতে হিন্দুরা অতিষ্ঠ। এতে অনেকেই দেশত্যাগে বাধ্য হয়েছেন। গত ইউপি নির্বাচনে হেরে গিয়ে তিনি ও তাঁর সন্ত্রাসী বাহিনী পরাজয়ের কারণ হিসেবে হিন্দুদের দায়ী করেন। তিনি প্রচার করছেন, হিন্দুরা তাঁকে ভোট না দেওয়ার কারণেই তিনি হেরেছেন। সে জন্য নির্বাচনের ব্যয় তিনি হিন্দুদের কাছ থেকে ওঠাবেন।
বক্তারা আরও বলেন, গত ১৪ জানুয়ারি মোশারফ ও তাঁর সহযোগী বাহিনী রূপগঞ্জ উপজেলা হিন্দু মহাজোটের সভাপতি বিধান কৃষ্ণ রায়ের কাছে বিপুল পরিমাণ চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করলে তাঁরা বিধান কৃষ্ণ রায় ও তাঁর গাড়িতে খুনের উদ্দেশ্যে হামলা চালান। এতে তিনি গুরুতর আহত হন। তাঁর মা ও ছোট ভাইয়ের ওপরও হামলা চালানো হয়। মোশারফ বাহিনীর অত্যাচারের মাত্রা দিনদিন অসহনীয় হয়ে পড়েছে।
এ সময় তাঁরা মোশারফ ও তাঁর সহযোগীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি বিধান করার জন্য প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
হিন্দু মহাজোটের প্রেসিডিয়াম মেম্বার অভয় রায়ের সভাপতিত্বে মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিধান কৃষ্ণ রায়, নির্বাহী সভাপতি অ্যাডভোকেট দীনবন্ধু রায়, মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক, সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট প্রদীপ কুমার পাল, নারায়ণগঞ্জ জেলা সভাপতি অ্যাডভোকেট রঞ্জিত দে, সাংগঠনিক সম্পাদক পলাশ বীর, হিন্দু যুব মহাজোটের নির্বাহী সভাপতি গৌতম সরকার অপু, হিন্দু ছাত্র মহাজোটের সভাপতি সাজেন কৃষ্ণ বল, যুগ্ম সাধারণ সম্পাদক স্বপন মধু প্রমুখ।

গোপালগঞ্জের কাশিয়ানীতে বিদ্যুতায়িত হয়ে দাদি-নাতিসহ তিনজন মারা গেছে। শনিবার (১৭ জানুয়ারি) কাশিয়ানী উপজেলার রাজপাট ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামে রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলো তেঁতুলিয়া গ্রামের মোশারেফ সিকদারের স্ত্রী রাহেলা বেগম (৫০), তাঁর নাতি সজিব সিকদারের ছেলে সাইফান সিকদার (৮)
১৪ মিনিট আগে
যশোরের মনিরামপুরে পোষা বিড়াল হত্যার অভিযোগে প্রতিবেশীর বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন এক ব্যবসায়ী। বিড়ালের মালিক জিল্লুর রহমান শনিবার দুপুরে মনিরামপুর থানার ওসি এবং ইউএনও বরাবর লিখিত অভিযোগ দেন।
১৯ মিনিট আগে
ঝিনাইদহের কালীগঞ্জের মোবারকগঞ্জ রেলস্টেশনে খুলনাগামী আন্তনগর ডাউন রূপসা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে পাথর নিক্ষেপের ঘটনায় চার তরুণকে আটক করেছে জিআরপি পুলিশ। শনিবার বিকেল ৫টা ৪০ মিনিটে এ ঘটনা ঘটে। তবে পাথর নিক্ষেপের ঘটনায় কেউ আহত হয়নি।
১ ঘণ্টা আগে
পাহাড়ের আঞ্চলিক দল ইউপিডিএফ (গণতান্ত্রিক) বিলুপ্ত হয়নি; বরং দলের কার্যক্রম চলমান থাকবে বলে জানাল দলটি। ইউপিডিএফের (গণতান্ত্রিক) বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন অপপ্রচার ও মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে বলে দাবি করা হয়।
১ ঘণ্টা আগে